East Midnapore: শুভেন্দু-গড়ে গেরুয়া শিবিরে ভাঙন, তৃণমূলে যোগ শতাধিক বিজেপি কর্মীর
দলত্যাগীদের দাবি, বিজেপিতে এখন পরিবারতন্ত্র কায়েম হয়েছে।
বিটন চক্রবর্তী, তমলুক: শুভেন্দু-গড়ে এবার বিজেপিতে ভাঙন। গতকাল বিজেপির তমলুক নগর মণ্ডলের সম্পাদক, মহিলা মোর্চার সভানেত্রী-সহ শতাধিক বিজেপ কর্মী যোগ দিলেন তৃণমূলে। দলত্যাগীদের দাবি, বিজেপিতে এখন পরিবারতন্ত্র কায়েম হয়েছে। নিচুতলার কর্মীদের কথা শোনা হচ্ছে না। তাই দলে থেকে কাজ করতে না পেরেই দলত্যাগ, দাবি তৃণমূলে যোগদানকারী বিজেপি নেতা-কর্মীদের। তৃণমূলের দাবি, বিজেপির নীতির জন্য মোহভঙ্গ হতেই দলত্যাগ। বিজেপির প্রতিক্রিয়া, দলত্যাগীরা বিধানসভা ভোটের পর থেকেই নিষ্ক্রিয় ছিলেন, তাই দলত্যাগের কোনও প্রভাব পড়বে না।
হাইকোর্টের নির্দেশে ৫টি মামলা থেকে রক্ষাকবচ পেয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেই রক্ষাকবচ নিয়ে ইতিমধ্যেই হাইকোর্টের ডিভিশন বেঞ্চে গেছে রাজ্যের শাসকদল। আর এরই মাঝে তমলুকে মঙ্গলবার সেচমন্ত্রী সৌমেন মহাপত্রর হাত ধরে তমলুক নগর মণ্ডলের মহিলা মোর্চা সম্পাদক দেবশ্রী মাইতি, তমলুক নগর মণ্ডলের সম্পাদক অনিরুদ্ধ সিনহা, ভারতীয় মজদুর সংঘের তমলুক নগর মণ্ডলের সভাপতি অভিজিৎ প্রামাণিক সহ কয়েকশ কর্মী বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেন।
আরও পড়ুন: 'আগে সাধারণ মানুষের চাঁদায় পুজো হত, এখন সরকার অনুদান দেয়' পুজোর অনুদান প্রসঙ্গে দিলীপের খোঁচা
বিজেপিতে থেকে মানুষের মোহভঙ্গ হয়েছে। বিজেপির নীতির জন্য বীতশ্রদ্ধ হয়ে তাঁরা আজ টিএমসিতে যোগ দিয়েছেন, মত রাজ্যের সেচমন্ত্রী সৌমেন মহাপাত্রর। দলত্যাগী বিজেপি নেতা কর্মীদের অভিযোগ, দলে থেকে কাজ করা যাচ্ছেনা। তাছাড়া এখন বিজেপিতে পরিবারতন্ত্র, লবি, বন্ধুপ্রীতি কাজ করছে। নিচুতলার কর্মীদের কোনো কথাই শোনা হয়না। তাই এই দলত্যাগ।
তবে এই দলত্যাগ নিয়ে গুরুত্ব দিতে নারাজ বিজেপি নেতৃত্ব। বিজেপি তমলুক নগর মণ্ডলে সভাপতি, সুকান্ত চৌধুরীর বক্তব্য, যাঁরা দলত্যাগ করেছেন তাঁরা বিধানসভা ভোটের পর থেকে নিষ্ক্রিয় ছিলেন। দল পরিশুদ্ধ হল, এতে দলের কোনও ক্ষতি হবে না।
আরও পড়ুন: আইকোর মামলায় পার্থ চট্টোপাধ্যায়কে নোটিস সিবিআইয়ের