East Midnapur News: 'তোলাবাজি মানে শ্রমিককে বঞ্চিত করা,' অভিষেকের পর বার্তা রাজ্যের প্রাক্তন মন্ত্রীর
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পর এবার রাজ্যের প্রাক্তন মন্ত্রী ও তৃণমূলের কিষাণ ফ্রন্টের রাজ্য সভাপতি পূর্ণেন্দু বসু। মঙ্গলবার হলদিয়ায় একুশে জুলাইয়ের প্রস্তুতি সভা থেকে ফের তোলাবাজি নিয়ে বার্তা দিলেন আরও এক তৃণমূল নেতা।

বিটন চক্রবর্তী, হলদিয়া (পূর্ব মেদিনীপুর): কাল তৃণমূলের (TMC) একুশে জুলাই (TMC Shahid Diwas 2022)। তার আগে, হলদিয়ায় ২১-শে জুলাইয়ের প্রস্তুতি সভা থেকে তোলাবাজি (Extortion) নিয়ে বার্তা দিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী ও তৃণমূলের (TMC) কিষাণ ফ্রন্টের রাজ্য সভাপতি পূর্ণেন্দু বসু। এ’নিয়ে তুঙ্গে উঠেছে রাজনৈতিক তরজা।
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) পর এবার রাজ্যের প্রাক্তন মন্ত্রী ও তৃণমূলের কিষাণ ফ্রন্টের রাজ্য সভাপতি পূর্ণেন্দু বসু (Purnendu Bose)। মঙ্গলবার হলদিয়ায় একুশে জুলাইয়ের প্রস্তুতি সভা থেকে ফের তোলাবাজি নিয়ে বার্তা দিলেন আরও এক তৃণমূল নেতা। ২১ জুলাইয়ের সমাবেশের নামে টাকা তোলা যাবে না। দলের নির্দেশ অমান্য করে টাকা তুললে ২৪ ঘণ্টার মধ্যে দল থেকে বহিষ্কার করা হবে।
পূর্ণেন্দু বসুর বার্তা: সূত্রের খবর, গত ১৭ জুন, ২১ জুলাইয়ের মহা সমাবেশের প্রস্তুতি বৈঠকে, তোলাবাজি বন্ধ করতে দলের নেতা-কর্মীদের এভাবেই সতর্ক করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার হলদিয়ায় ২১-শে জুলাইয়ের প্রস্তুতি সভা থেকে তোলাবাজি নিয়ে বার্তা দিলেন পূর্ণেন্দু বসু।
প্রাক্তন মন্ত্রী ও রাজ্য সভাপতি পূর্ণেন্দু বসুর কথায়, তোলাবাজি মানে শ্রমিককে বঞ্চিত করা। শ্রমিকের অধিকারকে বঞ্চিত করা। শ্রমিককে দমিয়ে রাখা। যারা এই বঞ্চনা এবং দমিয়ে রাখার কাজ করে, তাঁরা স্বৈরাচারী। তারা কোনও গণতান্ত্রিক দলের শক্তি হতে পারে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের দল গণতান্ত্রিক দল। কাজেই বারবার তাঁকে এই কথা বলতে হচ্ছে, বারবার তাঁর কর্মীদের কাছে অনুরোধ করতে হচ্ছে, যে বাবা এইটা করো না, তোমাদের কত ধন সম্পত্তি চাই। মানুষের সেবা করো। বারবার তিনি বলছেন, ব্যক্তির থেকে দল বড়।)
তোলাবাজি রুখতে একাধিক পদক্ষেপ: তোলাবাজি এবং শিল্পাঞ্চলে বিশৃঙ্খলা রুখতে, একাধিক পদক্ষেপ করেছে রাজ্যের শাসক দল! তৃণমূলের শ্রমিক সংগঠন INTTUC’র নেতৃত্বে টোল ফ্রি নম্বর চালু করা থেকে থানায় হেল্প ডেস্ক চালু হয়েছে। কর্মী নিয়োগে স্বচ্ছ্বতার জন্য, শ্রম দফতরের নির্দেশে জেলা শাসকের নেতৃত্বে তৈরি করে দেওয়া হয়েছে কমিটি। এই আবহেই ফের তোলাবাজি নিয়ে বার্তা দিলেন পূর্ণেন্দু বসু।






















