New Delhi Station Stampede: দিল্লিতে পদপিষ্ট হয়ে মৃত্যুতে শোকপ্রকাশ মমতার, 'কুম্ভগামী পুণ্যার্থীদের সব সুবিধা দেওয়া উচিত...'
Mamata On New Delhi Station Stampede : নয়াদিল্লি স্টেশনে পদপিষ্ট হওয়ার ঘটনায় কী প্রতিক্রিয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ?

কলকাতা: নয়াদিল্লি স্টেশনে পদপিষ্ট হওয়ার ঘটনায়, শোকপ্রকাশ মমতার। এবার এক্স হ্যান্ডেলে পোস্ট করে নিজের প্রতিক্রিয়া জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মৃতের পরিবারের প্রতি তিনি সমবেদনা জানিয়েছেন। এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন মুখ্যমন্ত্রী।
এক্স হ্যান্ডেলে পোস্ট করে মমতা লিখেছেন,'দিল্লিতে পদপিষ্ট হয়ে ১৮ জনের মৃত্যুর ঘটনা হৃদয় বিদারক। এই হৃদয় বিদারক ঘটনা দেখিয়ে দিল, যথাযথ পরিকল্পনা ও ব্যবস্থাপনা কতটা জরুরি।কুম্ভগামী পুণ্যার্থীদের সব সুযোগ সুবিধা দেওয়া উচিত।', পোস্ট মমতা বন্দ্যোপাধ্যায়ের। পাশাপাশি এদিন কুণাল ঘোষ বলেন, নয়াদিল্লি রেলওয়ে স্টেশনে, যে মর্মান্তিক দুর্ঘটনা, দুর্ভাগ্যজনক, নিন্দনীয়, প্রতিবাদযোগ্য। কুম্ভে ওখানে পদপিষ্টে মৃত্যু মিছিল, কুম্ভে যাওয়ার পথে, দিল্লির রেলওয়ে স্টেশনে পদপিষ্ট হয়ে মৃত্যু মিছিল, এরা চাইছেটা কী ?! রেলওয়ে যাত্রী সুরক্ষা বলে কিছু নেই। একের পর এক রেল দুর্ঘটনা। সংরক্ষিত কামরায় বহিরাগতরা ঢুকে অরাজকতা করছে। এবার আবার এই ধরণের চূড়ান্ত অব্যবস্থা। ...এই রেলমন্ত্রী শুধু Publicity Hunger Rail Minister ! কোথায় গিয়ে দুর্ঘটনা, পাশে বসে থেকে ছবি তুলবেন, আর কতরকম দুর্ঘটনা, কতগুলি প্রাণ গেলে মনে হবে, ওই চেয়ারটায় বসে থাকার নৈতিক অধিকার তাঁর নেই..'?
নয়াদিল্লি স্টেশনে পদপিষ্ট হয়ে মৃতের সংখ্যা ১৮, কেন্দ্রকে জোর নিশানা তৃণমূল সাংসদ সাকেত গোখলের।এক্স হ্যান্ডল পোস্ট করে তৃণমূল সাংসদ সাকেত গোখলের দাবি, 'পদপিষ্ট হওয়ার ঘটনাকে প্রথমে গুজব বলে উড়িয়ে দিয়েছিল রেল। ঘটনা ধামাচাপা দিতে রেলের নির্লজ্জ প্রচেষ্টা। আরও মোদির পার্ট টাইম রেলমন্ত্রীর হাত রক্তাক্ত হল। ভারতীয় রেলে দুর্ঘটনার জেরে মৃতের সংখ্যা বাড়ছে। ভারতীয় রেলের অবস্থা শোচনীয় হয়ে উঠেছে। তারপরও রেলের নিরাপত্তায় জোর না দিয়ে রিল বানাতে ব্যস্ত রেলমন্ত্রী। কোনও দায়িত্ববোধ থাকলে, অবিলম্বে পদত্যাগ করুন অশ্বিনী বৈষ্ণব।'
প্রয়াগরাজগামী যে ট্রেনে ওঠা নিয়ে এত কাণ্ড, সেই ট্রেনের ছবিটা ছিল শিউড়ে ওঠার মতো। তিলধারণের জায়গা পর্যন্ত ছিল না। এসি না জেনারেল কামরা, বোঝা দায়। দমবন্ধ কর পরিস্থিতি। সেই ভিড় ট্রেন ধরতে হুড়োহুড়ির জেরে পদপিষ্ট হয়ে একের পর এক আহতর মৃত্যু। মাত্রাতিরিক্ত ভিড়ের জেরেই দুর্ঘটনা, দাবি প্রত্যক্ষদর্শীদের ।
The tragic loss of 18 lives in the Delhi stampede is deeply heartbreaking. This painful incident highlights the importance of careful planning and management, especially when it comes to the safety of citizens.
— Mamata Banerjee (@MamataOfficial) February 16, 2025
Pilgrims on their way to the Maha Kumbh should have been met with…
আরও পড়ুন, 'দিল্লিতে পদপিষ্টের ঘটনার দায় রেলমন্ত্রীর..' দাবি লালু প্রসাদের ! কেন বেশি চালানো হল না ট্রেন ?
(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
