East West Metro: ইন্টিগ্রেটেড সেফটি টেস্ট চলছে, আজ বন্ধ শিয়ালদা থেকে সেক্টর ফাইভ পর্যন্ত মেট্রো চলাচল
Kolkata News:গত শনিবারের পর আজও বন্ধ থাকছে মেট্রো চলাচল।
কলকাতা: শিয়ালদা থেকে সেক্টর ফাইভ পর্যন্ত মেট্রো চলাচল বন্ধ রাখা হয়েছে শনিবার। মেট্রো রেল সূত্রে খবর, এই রুটে ইন্টিগ্রেটেড সেফটি টেস্টের জন্য গত শনিবারের পর আজও বন্ধ থাকছে মেট্রো চলাচল। অফিস পাড়া বলে পরিচিত সেক্টর ফাইভ (Kolkata News)। তথ্যপ্রযুক্তি সংস্থার সিংহভাগ অফিসই এই চত্বরে। তবে শনিবার অধিকাংশ অফিসই ছুটি থাকে। তাই বেছে বেছে এদিনই পরীক্ষার সিদ্ধান্ত। (East West Metro)
শিয়ালদা-সেক্টর ফাইভ রুটে আজ ইন্টিগ্রেটেড সেফটি টেস্ট
মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছেন, যাত্রীদের কথা ভেবেই শিয়ালদা-সেক্টর ফাইভ রুটে আজ ইন্টিগ্রেটেড সেফটি টেস্ট করা হচ্ছে। এই পরীক্ষা অত্যন্ত জরুরি। ইন্টিগ্রেটেড সেফটি টেস্টের আওতায় হার্ডওয়্যার এবং সফ্টওয়্যার প্রযুক্তির মাধ্যমে যাত্রী নিরাপত্তা সুনিশ্চিত করা হয়। সিসিটিভি, ব্যাগেজ স্ক্রিনিং, এক্সপ্লোসিভ ডিটেকশন এবং ডিজপোজাল সিস্টেম পরীক্ষা করে দেখা হয়।
শুধুমাত্র শিয়ালদা-সল্টলেক রুটেই নয়, ইন্টিগ্রেটেড সেফটি টেস্টিংয়ের কাজ হবে হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত মেট্রোর নির্মীয়মান অংশেও। তবে শিয়ালদা-সেক্টর ফাইভ রুটে পরিষেবা বন্ধ থাকায় উদ্বেগ দেখা দিয়েছে। কারণ সল্টলেকে বেসরকারি সংস্থাগুলিতে কর্মরত বহু মানুষের যাতায়াতের ভরসা এই মেট্রো। শনিবার ছুটিও পান না বহু মানুষ। তাই যাত্রীদের ভোগান্তির আশঙ্কা দেখা দিয়েছে।
আরও পড়ুন: Sonarpur Scam: সোনারপুরে ১০ কোটির সমবায় দুর্নীতির অভিযোগ, বাইপাস অবরোধ করে চলছে বিক্ষোভ
সল্টলেকে কর্মক্ষেত্রে পৌঁছতে অধিকাংশ মানুষেরই ভরসা হয়ে উঠেছে ইস্ট-ওয়েস্ট মেট্রো। বাসে ধাক্কা খেতে খেতে, সিগনালে দাঁড়িয়ে দাঁড়িয়ে আসার থেকে মেট্রো সফর অনেক সুবিধাজনক, আরামদায়কও। দিনে দিনে তাই ইস্ট-ওয়েস্ট রুটে মেট্রো যাত্রীর সংখ্যা বেড়েওছে হু হু করে। মেট্রোর পরিষেবা বন্ধ হয়ে যাওয়ায় দুর্ভোগের আশঙ্কা করছেন সকলে। শনিবার সারাদিনই পরিষেবা বন্ধ থাকবে বলে জানা গিয়েছে। মেট্রো কর্তৃপক্ষ যদিও অসুবিধার জন্য ক্ষমা চেয়েছেন।
দুই শনিবার পরিষেবা বন্ধ থাকবে বলে যদিও আগেই জানিয়ে দেওয়া হয়েছিল
এর আগে, গত শনিবারও ইস্ট-ওয়েস্ট মেট্রো পরিষেবা বন্ধ ছিল। দুই শনিবার পরিষেবা বন্ধ থাকবে বলে যদিও আগেই জানিয়ে দেওয়া হয়েছিল মেট্রো কর্তৃপক্ষের তরফে। যাত্রী নিরাপত্তার স্বার্থেই এমন সিদ্ধান্ত বলে জানানো হয়। এএমনিতে মেট্রোর পরিকাঠামোর দিকটিতে বিশেষ ভাবে নজর দেওয়া হচ্ছে এই মুহূর্তে। অতি সম্প্রতিই দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ রুটে ব্যাটারি এনার্জি স্টোরেজ সিস্টেম বসানোর সিদ্ধান্ত নেওয়া যায়। এর ফলে বিদ্যুৎ বিপর্যয় নেমে এলেও, সুড়ঙ্গের মধ্যে আটকে থাকবে না মেট্রো।