(Source: ECI | ABP NEWS)
Eastern Railway: মুম্বই, চেন্নাইয়ের পর এবার কলকাতা ও শহরতলিতে AC লোকাল ট্রেনের পরিষেবা ! জানুন কোন শাখায় চলবে ? কত দাম টিকিটের ?
Eastern Railway AC Local Train service: ট্রেন যাত্রীদের জন্য় সুখবর, এবার শিয়ালদা থেকে এই স্টেশন পর্যন্ত চলবে AC লোকাল ট্রেন! টিকিটের দাম কত ?

অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা: ট্রেন যাত্রীদের জন্য় সুখবর। এবার শিয়ালদা থেকে কৃষ্ণনগর পর্যন্ত চলবে AC লোকাল ট্রেন। পূর্ব রেল সূত্রে খবর, আপাতত শিয়ালদা মেন লাইনে চালানো হবে ট্রেনটি। শিয়ালদা থেকে কৃষ্ণনগর পর্যন্ত এবার চলবে AC লোকাল ট্রেন। কষ্টের যাত্রা এবার হবে আরামদায়ক। পূর্ব রেল সূত্রে খবর, চেন্নাইয়ের ইন্টিগ্রাল কোচ ফ্য়ক্টরিতে বানানো হয়েছে ১২ বগির রেকটি।
বুধবার সেটি কলকাতায় এসে পৌঁছেছে। মুম্বই, চেন্নাইয়ের পর এবার কলকাতা এবং শহরতলিতে পাওয়া যাবে AC লোকাল ট্রেনের পরিষেবা। রেল সূত্রে দাবি, প্রাথমিকভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, আপাতত শিয়ালদা মেন লাইনে চালানো হবে ট্রেনটি। মেট্রোর মতোই এতে থাকছে জিপিএস বেসড অ্য়ানাউন্সমেন্ট সিস্টেম, টকব্য়াকের ব্য়বস্থা।
মেট্রোর মতোই শুধুমাত্র স্টেশন এলেই খুলবে ট্রেনের দরজা। এতে দুর্ঘটনার আশঙ্কা কমবে বলেই মনে করা হচ্ছে।পূর্ব রেল সূত্রে খবর, দ্রুত আরেকটি রেক আনা হবে। ২টি রেক পরীক্ষার পর যাত্রী পরিষেবা শুরু হবে।স্বাভাবিকভাবেই এই খবর পেতেই মুখে হাসি ফুটেছে নিত্য়যাত্রীদের। কিন্তু অনেকেরই প্রশ্ন, আরাম পেতে গিয়ে শেষে পকেটে ছ্য়াঁকা খেতে হবে না তো।
পূর্ব রেল সূত্রে দাবি, শিয়ালদা থেকে দমদম পর্যন্ত AC লোকাল ট্রেনের ভাড়া হবে ২৯ টাকা। শিয়ালদা থেকে ব্য়ারাকপুর পর্যন্ত ভাড়া হবে ৫৬ টাকা। শিয়ালদা থেকে কৃষ্ণনগর পর্যন্ত ভাড়া ১৩২ টাকা। রেল সূত্রে খবর, এসি লোকাল ট্রেন শুরু হলে প্রতিদিনকার টিকিট, সাপ্তাহিক টিকিট, ১৫ দিনের টিকিট, মান্থলি টিকিট কাটা যাবে।























