Howrah Train: হাওড়া স্টেশনকে ঢেলে সাজানোর পরিকল্পনা পূর্ব রেলের, চলবে বন্দে ভারত মেট্রো?
Eastern Railway Howrah: সমস্যা দূর করতে পূর্ব রেল কর্তৃপক্ষ একগুচ্ছ পরিকল্পনা হাতে নিয়েছে। যা রেলমন্ত্রক থেকেও অনুমোদন পেয়েছে বলে জানা গেছে।
সুনীত হালদার এবং ব্রতদীপ ভট্টাচার্য, কলকাতা: যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে, হাওড়া স্টেশনকে (Howrah Station) ঢেলে সাজানোর পরিকল্পনা নিয়েছে পূর্ব রেল (Eastern Railway)। আগামী আর্থিক বর্ষেই (Fiscal Year) এই কাজ শুরু হবে বলে জানিয়েছেন পূর্ব রেলের হাওড়া ডিভিশনের (Howrah Rail) ডিআরএম মণীশ জৈন।
প্রতিদিন হাওড়া স্টেশন থেকে ১০ লক্ষেরও বেশি যাত্রী যাতায়াত করেন। স্টেশন থেকে প্রায় ২৫০ জোড়া লোকাল (Local Train) এবং ২৫২টি দূরপাল্লার মেল এবং এক্সপ্রেস ট্রেন (Express Train) যাতায়াত করে। আর এই বিপুল সংখ্যক ট্রেন চালাতে কার্যত হিমশিম খাচ্ছে রেল কর্তৃপক্ষ। সবচেয়ে বড় সমস্যা হল লোকাল ট্রেন প্লাটফর্ম না পাওয়ার কারণে দীর্ঘক্ষণ ইয়ার্ডে দাঁড়িয়ে থাকতে হয়। ফলে লোকাল ট্রেন কখন ধীরগতিতে বা কখনো নির্ধারিত সময়ের দেরিতে প্লাটফর্মে ঢোকে। এতে অফিস যাত্রীরা সমস্যায় পড়েন।
এই সমস্যা দূর করতে পূর্ব রেল কর্তৃপক্ষ একগুচ্ছ পরিকল্পনা হাতে নিয়েছে। যা রেলমন্ত্রক থেকেও অনুমোদন পেয়েছে বলে জানা গেছে। পূর্ব রেলের হাওড়া ডিভিশনের ডিআরএম মণীশ জৈন জানিয়েছেন ট্রেন সময় ঢোকার ক্ষেত্রে যে সকল বাধা আছে সেগুলো দূর করা হবে। নতুন পরিকল্পনার মধ্যে রয়েছে হাওড়া স্টেশনে প্লাটফর্মের সংখ্যা বাড়ানো, লাইনের সংখ্যা বাড়ানো, প্ল্যাটফর্মের দৈর্ঘ্য বৃদ্ধি করা যাতে ২৪ কোচের ট্রেন দাঁড়াতে পারে।
এর পাশাপাশি ইয়ার্ডের ইন্টারলকিং সিগনালিং সিস্টেমের উন্নতি করা হবে যাতে ট্রেন দ্রুত স্টেশনে ঢুকতে পারে। এদিন তিনি আরও বলেন এই বছরের শেষ দিকে কাজ শুরু হবে। কিছুদিন আগে রেলমন্ত্রী বন্দে ভারত মেট্রোর কথা বলেছেন। সেক্ষেত্রে হাওড়া-বর্ধমানের মধ্যে এই ট্রেন চালানোর ভাবনা রেলের রয়েছে। তাতে যাত্রীরা অনেক কম সময়ে গন্তব্যস্থলে পৌঁছে যেতে পারবেন।
আরও পড়ুন, 'মনে রাখবেন, মোদির ওপরই ভরসা দেশবাসীর, মিথ্যে অভিযোগ করে লাভ নেই', সাফ বার্তা প্রধানমন্ত্রীর
অন্যদিকে, আগামীকাল ১৪ ঘণ্টা পাওয়ার ব্লক বর্ধমান স্টেশনের ১ ও ২ নম্বর প্ল্যাটফর্মে। বাতিল বেশ কিছু লোকাল ও দূরপাল্লার ট্রেন। কারণ রেলওভার ব্রিজের বয়স ১০০ বছরেরও বেশি। একে বয়সের ভার, তার ওপর উচ্চতা কম। দিন দিন তাই সমস্যা বাড়ছিল। সেই কারণে, বর্ধমান স্টেশনের ১ থেকে ৮ নম্বর প্ল্যাটফর্মের ওপর দিয়ে যাওয়া পুরনো ওভারব্রিজটি ভাঙার কাজ শুরু হয়েছে। এই কাজের জন্য ২৬ তারিখ থেকে নিয়ন্ত্রণ করা হচ্ছে ট্রেন চলাচল। বাতিল হচ্ছে বেশ কিছু লোকাল ও দূরপাল্লার ট্রেন।
এক বিজ্ঞপ্তিতে পূর্ব রেল জানিয়েছে, বৃহস্পতিবার ১৪ ঘণ্টার জন্য পাওয়ার ব্লক থাকবে বর্ধমান স্টেশনের ১ ও ২ নম্বর প্ল্যাটফর্মে। তার জেরে বৃহস্পতিবার ৩১ জোড়া লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। তার মধ্যে হাওড়া-বর্ধমান মেন লাইনে বাতিল হয়েছে ৩৪টি এবং কর্ড় লাইনে ২৮টি ট্রেন বাতিল করা হয়েছে। পাশাপাশি, বৃহস্পতিবার বাতিল হয়েছে ৪১টি দূরপাল্লার ট্রেনও। এদিন মধ্যরাত থেকে বৃহস্পতিবার সন্ধে ৬ টা পর্য়ন্ত বাতিল থাকেবে ট্রেনগুলি। রেল সূত্রে খবর, প্রিমিয়াম ট্রেনগুলি অন্য লাইন দিয়ে ঘুরিয়ে দেওয়া হচ্ছে।
পরিস্থিতি সামাল দিতে, রবিবার হাওড়া-বর্ধমান মেন শাখায় শক্তিগড় পর্যন্ত এবং কর্ড শাখায় মশাগ্রাম পর্যন্ত বেশ কয়েক জোড়া স্পেশাল লোকাল ট্রেন চালানো হয়। বর্ধমান-আসানসোল শাখায় লোকাল ট্রেন চলাচল করে গলসি পর্য়ন্ত।
কাজের দিনে এক সঙ্গে এত ট্রেন বাতিল হওয়ায় চরম ভোগান্তির আশঙ্কা যাত্রীদের। তাঁদের প্রশ্ন, ছুটির দিনে না করে কেন, সপ্তাহের মাঝে পাওয়ার ব্লক করা হচ্ছে।