Train Cancel: হাওড়া-তারকেশ্বর-আরামবাগ-গোঘাট লাইনে ট্রেন চলাচলে বিঘ্ন ঘটবে শনি ও রবিবার, ট্রেনের সময় দেখে বেরোবেন
Howrah Tarkeshar Goghat Division Train Cancel: আগামী শনিবার ও রবিবার ট্রেন বাতিল নিয়ে জরুরি ঘোষণা পূর্ব রেলের

কলকাতা: আগামী শনিবার ও রবিবার ট্রেন বাতিল নিয়ে জরুরি ঘোষণা পূর্ব রেলের। হাওড়া ডিভিশনে ব্রিজ পুনর্নির্মান কাজের জন্য ট্রেন বাতিল থাকবে। হাওড়া ডিভিশনের তারকেশ্বর ব্রাঞ্চ শাখায় ব্রিজ নিয়ে কাজ হবে। ১৫ ফেব্রুয়ারি ও ১৬ ফেব্রুয়ারি আপ ও ডাউন লাইনে, ১০ ঘণ্টার পাওয়ার ও ট্রাফিক ব্লকের প্রয়োজন হবে। সপ্তাহান্তে যাত্রী ভোগান্তির আশঙ্কায় গভীরভাবে দুঃখপ্রকাশও করেছে পূর্বরেল।
১৫ ফেব্রুয়ারি শনিবার যে ট্রেনগুলি বাতিল থাকবে-
ডাউনে : তারকেশ্বর-হাওড়া লোকাল (৩৭৩৫৪)
আপে : হাওড়া-তারকেশ্বর লোকাল (৩৭৩৪৯, ৩৭৩৫১)
১৬ ফেব্রুয়ারি রবিবার যে ট্রেনগুলি বাতিল থাকবে (ডাউনে )-
তারকেশ্বর-হাওড়া লোকাল (৩৭৩১২, ৩৭৩১৪, ৩৭৩১৬, ৩৭৩১৮, ৩৭৩২০, ৩৭৩২২,৩৭৩২৮, ৩৭৩৫৬)
তারকেশ্বর-শেওড়াফুলি লোকাল (৩৭৪১২, ৩৭৪১৬)
গোঘাট-হাওড়া লোকাল (৩৭৩৭৩৭২)
গোঘাট- তারকেশ্বর লোকাল (৩৭৩৯০)
আরামবাগ-হাওড়া লোকাল (৩৭৩৬০)
হরিপাল-হাওড়া লোকাল (৩৭৩০৮)
১৬ ফেব্রুয়ারি রবিবার যে ট্রেনগুলি বাতিল থাকবে (আপে )-
হাওড়া-গোঘাট লোকাল (৩৭৩৭১, ৩৭৩৭৩)
হাওড়া-তারকেশ্বর লোকাল (৩৭৩০৯, ৩৭৩৫৩,৩৭৩১১, ৩৭৩১৩, ৩৭৩১৫, ৩৭৩১৭)
শেওড়াফুলি-তারকেশ্বর লোকাল (৩৭৪১১,৩৭৪১৫)
হাওড়া-আরামবাগ লোকাল ( ৩৭৩৫৯)
হাওড়া-হরিপাল লোকাল (৩৭৩০৭)
ট্রেন বাতিলে যাত্রী ভোগান্তির আশঙ্কা গভীরভাবে দুঃখপ্রকাশ
স্পেশাল বা দেরিতে চলা ট্রেন এবং ব্লক চলাকালীন নতুন চালু হওয়া ট্রেন কিংবা পার্সেল ট্রেন কিংবা টিওডি যদি থাকে, তবে ব্লক চলাকালীন যথাযথভাবে নিয়ন্ত্রণ বা পথ পরিবর্তন করা হবে। যাত্রীদের স্টেশনের পাবলিক অ্যাড্রেস সিস্টেম অনুসরণ করার জন্য অনুরোধ জানিয়েছে পূর্ব রেলওয়ে। এবং ট্রেন বাতিলে যাত্রী ভোগান্তির আশঙ্কা গভীরভাবে দুঃখপ্রকাশও করা হয়েছে।
প্রসঙ্গত, গত সপ্তাহে ৮ ফেব্রুয়ারি শনিবারও হাওড়া ডিভিশনে একাধিক ট্রেন নিয়ন্ত্রণ করা হয়েছিল। হাওড়া ডিভিশনে ট্রাফিক ও পাওয়ার ব্লকের জন্য, ট্রেন নিয়ন্ত্রণ করা হয়েছিল। পূর্ব রেল সূত্রে খবর এসেছিল, সীমিত উচ্চতার সাবওয়ের জন্য, আরসিসি বক্স সেগমেন্ট এবং বেস স্ল্যাব স্থাপন করতে, হাওড়া ডিভিশনের আজিমগঞ্জ-কাটোয়া শাখায় খাগড়াঘাট রোড এবং কর্ণসুবর্ণ স্টেশনের মধ্যে, লেভেল ক্রসিং নাম্বার ২৪/ এ/ ৯-তে, গত শনিবার ৬ ঘণ্টার জন্য ট্রাফিক ও পাওয়ার ব্লকের প্রয়োজন হয়েছিল।
;
আরও পড়ুন, বাংলাদেশিদের গ্রেফতার করতে অপারেশন 'পেহেচান', নয়ডা থেকে গ্রেফতার ১০ !
(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
