Train Cancel : হাওড়া, শালিমার থেকে বাতিল গুচ্ছ গুচ্ছ দূরপাল্লার ট্রেন ! ভেস্তে যেতে পারে বেড়ানোর প্ল্যান
ইতিমধ্যেই যাঁদের ট্রেনযাত্রার পরিকল্পনা রয়েছে, তাঁরা একবার চোখ বুলিয়ে নিতে পারেন তালিকায়।

নয়াদিল্লি: রক্ষণাবেক্ষণ ও অন্যান্য কারণে পূর্ব রেলের একাধিক ট্রেনের সময়সূচি বদল হয়েছে। বাতিল হয়েছে বেশ কয়েকটি ট্রেন। হাওড়া ও শালিমার থেকে দূরপাল্লার বেশ কয়েকটি ট্রেনের সময়সূচি বদল ও বাতিল করা হয়েছে। তাই যাঁদের ইতিমধ্যেই যাঁদের ট্রেনযাত্রার পরিকল্পনা রয়েছে, তাঁরা একবার চোখ বুলিয়ে নিতে পারেন তালিকায়। রেল লাইন ও বিভিন্ন ধরনের রক্ষণাবেক্ষণের জন্য বেশ কতগুলি ট্রেনে সময় পরিবর্তন করার ঘোষণা করেছে পূর্ব রেলওয়ে। নিয়ন্ত্রণ করা হয়েছে রুটও ৷ মঙ্গলবার এই নির্দেশিকা জারি করেছে পূর্বরেল ।
- ট্রেন নং ২০৯৭১: উদয়পুর-শালিমার সাপ্তাহিক এক্সপ্রেস: ৮ মার্চ বাতিল করা হয়েছে।
- ট্রেন নং ১৮০০৫: হাওড়া-জগদলপুর সম্বলেশ্বরী এক্সপ্রেস: ৯ মার্চ বাতিল করা হয়েছে।
- ট্রেন নম্বর ১৮০৩৩ ও ১৮০৩৪ : হাওড়া-ঘাটশিলা-হাওড়া মেমু : ৯ মার্চ বাতিল করা হয়েছে।
- ট্রেন নং ২০৯৭২: শালিমার-উদয়পুর সাপ্তাহিক এক্সপ্রেস : ৯ মার্চ বাতিল করা হয়েছে।
- ট্রেন নং ১৮৬১৫: হাওড়া-হাতিয়া ক্রিয়া যোগ এক্সপ্রেস : ৯ মার্চ এবং ২২ মার্চ বাতিল করা হয়েছে।
- ট্রেন নং ১৮০০৬: জগদলপুর-হাওড়া সম্বলেশ্বরী এক্সপ্রেস: ৮ মার্চ তারিখে বাতিল করা হয়েছে।
- ট্রেন নং ১৮০১১ ও ১৮০১২: হাওড়া-চক্রধরপুর-হাওড়া এক্সপ্রেস: ৮ এবং ২২ মার্চ ২০২৫ তারিখে বাতিল করা হয়েছে।
- ট্রেন নং ১৮৬১৬: হাতিয়া-হাওড়া ক্রিয়া যোগ এক্সপ্রেস: ৮ এবং ২১ মার্চ বাতিল করা হয়েছে।
- ট্রেন নং ১২৮৩৩: আহমেদাবাদ-হাওড়া এক্সপ্রেস : ২১ মার্চ বাতিল করা হয়েছে।
- ট্রেন নং ২২৮৬২: কান্তভাজি - হাওড়া ইস্পাত এক্সপ্রেস: ২২ মার্চ বাতিল করা হয়েছে।
- ট্রেন নং ২২৮৬১: হাওড়া-কাঁটাবাজি ইস্পাত এক্সপ্রেস : ২৩ মার্চ বাতিল করা হয়েছে।
- ট্রেন নম্বর ১২৮৩৪ : হাওড়া-আহমেদাবাদ এক্সপ্রেস: ২২ মার্চ করা হয়েছে।
- ট্রেন নম্বর ১২০২১ ও ১২০২২: হাওড়া-বারবিল জন শতাব্দী এক্সপ্রেস: ২২ ও ২৩ মার্চ বাতিল করা হয়েছে।
ভারতীয় রেলকে দেশের লাইফলাইন বলা হয়। ভারতীয় রেল যোগাযোগ দেশের প্রত্যন্ত অঞ্চলগুলিতে বিস্তৃত। ভারতীয় রেলওয়ে ক্রমাগত নেটওয়ার্ক সম্প্রসারণ করছে। এর জন্য রেলওয়েকে বিভিন্ন স্টেশনে নতুন রেললাইন যুক্ত করতে হচ্ছে । আর এই কাজের জন্য রেলওয়ে কার্যক্রম বন্ধ রাখতে হবে। এছাড়াও রেললাইন মেরামতি, রেলস্টেশনের উন্নতি এবং সুযোগ-সুবিধা বৃদ্ধির জন্যও ক্রমাগত কাজ চালিয়ে যেতে হয় রেলকে। অনেক সময় ট্রেনগুলিকে ঘুরিয়ে বাতিল করতে হয়। মার্চ মাসেও এমনই কিছু কারণে বেশ কিছু ট্রেন বাতিল করা হচ্ছে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
