Municipality Recruitment Scam: 'কোডনেম' ভাঙতেই সুজিত বসুর নাম! সেই কারণেই ইডি-হানা?
ED Raid: ইডি সূত্রে দাবি, অয়ন শীলকে জেরায় সেই 'কোডনেম' ক্র্যাক করতে গিয়েই উঠে এসেছে সুজিত বসুর নাম
![Municipality Recruitment Scam: 'কোডনেম' ভাঙতেই সুজিত বসুর নাম! সেই কারণেই ইডি-হানা? ED raid at Fire Minister Sujit Bose house regarding Muncipality Recruitment Scam, why Sujit Bose is under ED Scanner Municipality Recruitment Scam: 'কোডনেম' ভাঙতেই সুজিত বসুর নাম! সেই কারণেই ইডি-হানা?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/12/0c796b87eeaf46ad30c446d8137303f21705046747440385_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
প্রকাশ সিনহা, কলকাতা: পুর নিয়োগ দুর্নীতি (Municipality Recruitment Scam) তদন্তে ফের রাজ্যের এক মন্ত্রীর বাড়িতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED raid)। শুক্রবার সকাল থেকে শ্রীভূমিতে দমকলমন্ত্রী সুজিত বসুর (Sujit Bose) ২টি বাড়িতে তল্লাশি চালাচ্ছে ইডি। এর আগে রথীন ঘোষ ও ফিরহাদ হাকিমের বাড়িতে তল্লাশি চালিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এবার ইডির স্ক্যানারে সুজিত বসু। কেন?
কেন্দ্রীয় এজেন্সি সূত্রে দাবি, শিক্ষা নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে ধৃত অয়ন শীলের অফিসে তল্লাশিতে কম্পিউটারে একটি ফোল্ডার পেয়েছিলেন তাঁরা। সেই ফোল্ডারে ছিল বহু তথ্য়। ওই দুর্নীতিকাণ্ডে কাদের কাছে কত টাকা গিয়েছে, সেই সংক্রান্ত 'কোডনেমে'র তালিকা ছিল। ইডি সূত্রে দাবি, অয়ন শীলকে জেরায় সেই 'কোডনেম' ক্র্যাক করতে গিয়েই উঠে এসেছে সুজিত বসুর নাম। পুর নিয়োগ দুর্নীতির তদন্তে গত ৫ অক্টোবর দক্ষিণ দমদম পুরসভার (Dumdum Municipality) উপ পুরপ্রধান ও তৃণমূল নেতা নিতাই দত্তর বাড়িতে তল্লাশি চালিয়েছিল ইডি। কেন্দ্রীয় এজেন্সি সূত্রে দাবি, সেখান থেকে নিয়োগ সংক্রান্ত ৭ পাতার নথি এবং পুরসভায় নিয়োগ সংক্রান্ত অ্য়াপয়েন্টমেন্ট লেটার উদ্ধার হয়। পরে নিতাই দত্তকে সিজিও-তে ডেকে একাধিকবার জিজ্ঞাসাবাদ করেন ইডি-র আধিকারিকরা। ইডি সূত্রে দাবি, সুজিত বসু দক্ষিণ দমদম পুরসভার ভাইস চেয়ারম্যান থাকাকালীন পুরসভায় নিয়োগে দুর্নীতি হয়েছে। বিভিন্ন পুরসভায় তখন নিয়োগের বরাত পেত অয়ন শীলের সংস্থা এবিএস ইনফোজোন। ইডি সূত্রে দাবি, সুজিত বসু দক্ষিণ দমদম পুরসভার ভাইস চেয়ারম্যান থাকাকালীন নিতাই দত্তই বকলমে তাঁর সেক্রেটারি ছিলেন। সেই নিতাই দত্তর সূত্র ধরেও সুজিত বসুর নাম উঠে এসেছে বলে দাবি ইডি সূত্রে।
সূত্রের খবর, পুরনিয়োগ দুর্নীতির তদন্তে দমকলমন্ত্রীর বাড়িতে চলছে জিজ্ঞাসাবাদ ও নথি সংগ্রহ। এদিন ইডি-র আধিকারিকরা দুটি দলে বিভক্ত হয়ে মন্ত্রী সুজিত বসুর শ্রীভূমির দুটি বাড়িতে পৌঁছে যান। ঘড়ির কাঁটায় তখন সকাল ৬টা বেজে ৩৯ মিনিট। যে বাড়িতে এখন সুজিত বসু থাকেন এবং যেটি তাঁর পুরনো ঠিকানা, দুটি বাড়িতে গিয়েই কলিংবেল বাজান ইডি-র তদন্তকারীরা। অভিযোগ, দুটি বাড়িতেই ঢুকতে গিয়ে বাধার মুখে পড়তে হয় ইডি-র আধিকারিকদের। অভিযোগ, মন্ত্রী সুজিত বসুর দুটি বাড়িতেই দায়িত্বে থাকা কর্মচারী ও কেয়ারটেকাররা প্রথমে দরজা খুলতে চাননি। ইডি-র আধিকারিকরা তা নিয়ে উষ্মা প্রকাশ করেন। ওয়ারেন্ট থাকা সত্ত্বেও, কেন তাঁদের ঢুকতে দেওয়া হচ্ছে না, এই প্রশ্ন তোলেন ইডি-র আধিকারিকরা। তা নিয়ে দু'পক্ষের মধ্যে বাদানুবাদও চলে কিছুক্ষণ। শেষ পর্যন্ত সকাল সাতটা বাজার কয়েক মিনিট আগে মন্ত্রী সুজিত বসুর দুটি বাড়ির দরজাই খুলে দেওয়া হয়। সূত্রের খবর, ঘরে ঢুকে জিজ্ঞাসাবাদ শুরু করেন ইডি-র আধিকারিকরা।
আরও পড়ুন: ইডির 'হেভিওয়েট' হানায় শুভেন্দুকে নিশানা কুণালের, তুললেন প্রশ্ন..
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)