Ration Scam:বাকিবুর-মডেলেই কি অঙ্কিত ইন্ডিয়া লিমিটেডেও রেশন-দুর্নীতি? জানতে উলুবেড়িয়ায় তল্লাশি ইডির
ED Raid:বাকিবুর-মডেলেই কি অঙ্কিত ইন্ডিয়া লিমিটেডেও রেশন-দুর্নীতি? উত্তর খুঁজতে ২৭ ঘণ্টারও বেশি সময় ধরে উলুবেড়িয়ায় তল্লাশি চালাল ইডি।
সুনীত হালদার ও সমীরণ পাল, হাওড়া ও উত্তর ২৪ পরগনা: বাকিবুর-মডেলেই কি অঙ্কিত ইন্ডিয়া লিমিটেডেও রেশন-দুর্নীতি (Ration Scam)? উত্তর খুঁজতে ২৭ ঘণ্টারও বেশি সময় ধরে উলুবেড়িয়ায় (ED Uluberia Raid) তল্লাশি চালাল ইডি। বাকিবুরের চালকলের মতো খাদ্য দফতরের প্যানেলে নাম রয়েছে অঙ্কিত ইন্ডিয়া লিমিটেডের (Ankit India Limited), বলছে সূত্র। এফসিআইয়ের রেশনের গম ভাঙানোর জন্য খাদ্য দফতরের বরাতপ্রাপ্ত মিল অঙ্কিত ইন্ডিয়া লিমিটেড, শোনা গিয়েছে সে কথাও। এফসিআইয়ের গম ভাঙানো আটা কি নিজেদের ব্র্যান্ডিং করে খোলা বাজারে বিক্রি করত অঙ্কিত ইন্ডিয়া লিমিটেড? নাকি বাকিবুরের মতোই পরিমাণে কম দিয়ে হত দুর্নীতি? খতিয়ে দেখছে ইডি।
কী জানা গেল?
গত কাল, অর্থাৎ শনিবার দুপুর দেড়টা নাগাদ উলুবেরিয়ার কুলগাছিয়ার অঙ্কিত রাইস মিল হানা দেন ইডি আধিকারিকরা। সঙ্গে ছিল কেন্দ্রীয় বাহিনী। তার মধ্যে কর্মচারীদের জিজ্ঞাসাবাদ করা হয়, চলে তল্লাশিও। একদিন পেরিয়েও তল্লাশি চলতে থাকে। প্রায় ২৭ ঘণ্টা পর শেষ হয় অভিযান। সূত্রের খবর, অঙ্কিত রাইস মিল সরাসরি রাজ্যের কিষান মান্ডি থেকে ধান কিনত। সূত্রের খবর অনুযায়ী, সেখান থেকে একাধিক নথি পাওয়া গিয়েছে। শেষ পাওয়া খবর অনুযায়ী, কেন্দ্রের ইডি আধিকারিকরা কর্মচারীদের কাছে জানতে চেয়েছিলেন, কোন কোন জায়গা থেকে অঙ্কিত রাইস মিলে ধান আসে। যেটা জানা যায়, রাজ্য সরকারের বিভিন্ন কিষাণ মান্ডি থেকে ধান সরাসরি এই চালকলে আসত। তার পর সেখান থেকে চাল তৈরির পর বিভিন্ন ডিলার, ডিস্ট্রিটিবিউটরের কাছে যেত। এই চাল বণ্টনের ক্ষেত্রে কী ধরনের দুর্নীতি হয়েছে, ,সেটাই জানার চেষ্টা করছেন ইডি আধিকারিকরা, খবর সূত্রে। পাশাপাশি, ভুয়ো রেশন কার্ড ব্যবহার করে চাল উঠত কিনা, সেটাও দেখার চেষ্টা হচ্ছে বলে সূত্রের খবর। গত কাল ডোমজুড়ে অঙ্কিত ইন্ডিয়া লিমিটেডের যে আটা সংস্থা ছিল, সেখানে অভিযান চলেছে। গত কাল রাত সাড়ে তিনটে নাগাদ সেখানে তল্লাশি শেষ করে চলে যান ইডি আধিকারিকরা। একই সঙ্গে জানা যাচ্ছে, গত কাল অর্থাৎ বনগাঁর একাধিক জায়গাতেও অভিযান চালান ইডি আধিকারিকরা।
আর যা....
রেশনের সামগ্রী খোলা বাজারে বিক্রি করে মুনাফা লুটেছে অসাধু ব্যবসায়ীরা, খবর ইডি সূত্রে। এফসিআইয়ের গম ভাঙানো আটা নিজেদের ব্র্যান্ডিং করে খোলা বাজারে বিক্রি করা হয়, জানতে পেরেছে ইডি। খাদ্য দফতরের প্যানেলভুক্ত চালকল, আটাকলেও দুর্নীতির নথি মিলেছে বলে সূত্রের খবর। এই নিয়ে গত কাল থেকে ম্যারাথন তল্লাশিতে বহু তথ্য পেয়েছেন কেন্দ্রীয় এজেন্সির আধিকারিকরা। আগামীকাল সবটাই আদালতে দাবি করতে চলেছে ইডি, শোনা যাচ্ছে সে কথা।
আরও পড়ুন:হাতির তাণ্ডব থেকে বাঁচতে পুকুরে ঝাঁপ এক ব্যক্তির! তারপর?