SSC Recruitment Scam : SSC নিয়োগ-দুর্নীতির মামলায় জোড়া FIR করে তদন্ত শুরু করল ED
ED In SSC Recruitment Scam : নিয়োগ দুর্নীতির নেপথ্যে বেআইনি ভাবে টাকার লেনদেন হয়েছে বলে প্রাথমিকভাবে মনে করছেন ED
প্রকাশ সিনহা, দীপক ঘোষ ও কৃষ্ণেন্দু অধিকারী : SSC’র নিয়োগ দুর্নীতি একাধিক মামলার তদন্ত করছে CBI! ইতিমধ্যেই প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারী-সহ SSC’র একাধিক আধিকারিককে জিজ্ঞাসাবাদ করেছেন কেন্দ্রীয় গোয়েন্দারা। বেআইনি আর্থিক লেনদেনের হদিশ পেতে, অনুসন্ধানে নামে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটও। সূত্রের খবর এবার SSC’র গ্রুপ C, গ্রুপ ও প্রাথমিকে নিয়োগ-দুর্নীতি মামলায় জোড়া FIR করে তদন্ত শুরু করল ED।
আরও পড়ুন : এক লিঙ্কে রাজ্যের সব খবর
নিয়োগ দুর্নীতির নেপথ্যে বেআইনি ভাবে টাকার লেনদেন হয়েছে বলে প্রাথমিকভাবে মনে করছেন ED’র তদন্তকারীরা। শুধু তাই নয়...সূত্রের খবর, প্রাথমিক তদন্তে ED’র আধিকারিকরা জানতে পেরেছেন, বেআইনি নিয়োগের জন্য জেলায় জেলায় এজেন্ট ছিল। তারা চাকরি দিতে রীতিমতো অফিস খুলে বসেছিল। সেখানেই টাকার লেনদেন হত । সেই টাকা কারা দিয়েছিলেন? কাদের টাকা দেওয়া দেওয়া হয়েছিল? তা খতিয়ে দেখবেন তদন্তকারীরা।
পাশাপাশি, এই দুর্নীতিতে কোন কোন প্রভাবশালীর যোগ রয়েছে ED’র তদন্তে তাও খতিয়ে দেখা হবে বলে সূত্রের খবর। CBI’এর পর এবার SSC’র নিয়োগ দুর্নীতির তদন্তে ED, ইতিমধ্যেই ED’র তদন্তকারীরা ৫ অভিযোগকারীর বয়ান রেকর্ড করার পাশাপাশি, তাঁদের থেকে নথিও সংগ্রহ করেছেন।