SIR Election Commission: ২০০২-র ভোটার লিস্ট দেখতে সমস্যা? কমিশনের নতুন ওয়েবসাইট চালু, ক্লিক করুন এই লিঙ্কে
2002 Voter List: কমিশনের ওয়েবসাইটে গেলে সমস্যার মুখে পড়তে হচ্ছে অনেককেই। ওয়েবসাইট কোথাও খুলছে, কোথাও খুলছে না। ক্লিক করুন নতুন ওয়েবসাইটে।

রুমা পাল, কলকাতা : SIR আবহে ২০০২-এর ভোটার তালিকা চাইলেও দেখা যাচ্ছে না। এমন অভিযোগ ছিল অনেকেরই । নির্বাচন কমিশনের ওয়েবসাইটে গেলে সমস্যার মুখে পড়তে হচ্ছে অনেককেই। ওয়েবসাইট কোথাও খুলছে, কোথাও খুলছে না। এই পরিস্থিতিতে নির্বাচন কমিশন সূত্রে আগেই জানা গিয়েছিল, কেন্দ্রীয় সরকারের অধীনস্থ ন্যাশনাল ইনফরমেটিক্স সেন্টার বা NIC-র থেকে তথ্য স্টেট ডেটা সেন্টারে স্থানান্তর করা হচ্ছে। এবার নতুন ওয়েবসাইট চালু করল নির্বাচন কমিশন। নতুন ওয়েবসাইট ceowestbengal.wb.gov.in । এখানে গেলেই দেখা যাবে, ২০০২ এর ভোটার তালিকায় আপনার নাম আছে কি না!
সার্ভার ডাউন কেন?
SIR ঘোষণার পর থেকেই সমস্যায় পড়ছিলেন ভোটাররা। বেশি লোক একসঙ্গে ওয়েবসাইটে ঢুকতে চাইছে বলে সমস্যা, জানিয়েছিল কমিশন। নির্বাচন কমিশন সূত্রে খবর, ওয়েবসাইটের সার্ভারে কিছু সমস্যা রয়েছে, তাই লিস্ট দেখায় সমস্যা রয়েছে। SIR শুরু হলে অনেকটাই সমস্যা দূর হয়ে যাবে। সার্ভারে এত লোক ঢুকছে যে সার্ভার ডাউন হয়ে যায়। সেই সার্ভার আপডেট করার কাজ চলছে। কেন্দ্রীয় সরকারের অধীনস্থ ন্যাশনাল ইনফরমেটিক্স সেন্টার বা NIC-র থেকে তথ্য স্টেট ডেটা সেন্টারে স্থানান্তর করা হচ্ছে।
সোমবার রাজ্যে এসআইআর ঘোষণা করে কমিশন। সেই সাংবাদিক বৈঠকেই স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে ২০০২ সালের ভোটার লিস্টে নাম থাকলেই চিন্তার কোনও কারণ নেই। তাই প্রত্যেকেই ঝাঁপিয়ে পড়েছেন নিজের বা বাবা-মায়ের নাম ২০০২ সালের ভোটার তালিকা থেকে খুঁজে নিতে। যাঁরা সেই সময় ভোটার তালিকায় নাম তোলার জন্য বয়সে যোগ্য ছিলেন না, তাঁরা নিজের বাবার নামও খুঁজছেন ২০০২ এর তালিকায়। সকলে মিলে সেই তালিকায় ঝাঁপিয়ে পড়া থেকেই বিপত্তি নাকি। অনেকের অভিযোগ, সোমবার সকাল থেকেই নাকি প্রবল সমস্যা শুরু হয়েছে কমিশনের ওয়েবসাইটে। তাই এবার ভোটার লিস্টের পিডিএফ দেখতে নতুন ওয়েবসাইটে ক্লিক করা যেতে পারে।
কারচুপির অভিযোগ
অন্যদিকে কমিশনের দিকে কারচুপির অভিযোগ তোলে তৃণমূল কংগ্রেস। 'চুপিচুপি ভোটে কারচুপি শুরু হয়ে গিয়েছে। ভোটার তালিকার 'হার্ড কপি', কমিশনের ওয়েবসাইটে আপলোড তালিকার মধ্যে বিস্তর ফারাক' বলে দাবি করেন, তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ ! এই পরিস্থিতিতে নতুন ওয়েবসাইট ceowestbengal.wb.gov.in লঞ্চ করল কমিশন।























