Manik Bhattacharya : ঘনিষ্ঠ তাপস মণ্ডলের বয়ান হাতিয়ার, আজ ফের মানিক ভট্টাচার্যকে আদালতে পেশ
ED on Manik : তৃণমূল বিধায়ক ও প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যকে জেলে রেখে ফের জেরা করার আবেদন জানাবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা

কলকাতা : নিয়োগ দুর্নীতি মামলায় মানিক ভট্টাচার্যকে (Manik Bhattacharya) আজ ফের আদালতে পেশ। ইডি (Enforcement Directorate) সূত্রে খবর, মানিক ঘনিষ্ঠ তাপস মণ্ডলের (Tapas Mondal) বয়ানকেই হাতিয়ার করতে চলেছে তারা। ডিএলএড (DL. Ed) কলেজে ভর্তির জন্য নগদ টাকা নিতেন মানিক, তাপসের এই বয়ানকে সামনে রেখেই আজ আদালতে সওয়াল করবে ইডি। সেই সঙ্গে তৃণমূল বিধায়ক (TMC MLA) ও প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যকে জেলে রেখে ফের জেরা করার আবেদন জানাবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, খবর সূত্রের।
কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগ-
প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যর বিরুদ্ধে কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগ উঠেছে। এবিপি আনন্দকে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে তাঁর ঘনিষ্ঠ তাপস মণ্ডল দাবি করেছেন, পদের সুযোগ নিয়ে, ছেলেরও আয়ের ব্যবস্থা করে দিয়েছিলেন তৃণমূল বিধায়ক মানিক। তাঁর ছেলের সংস্থার অ্যাকাউন্টে কোটি কোটি টাকা মিলেছে বলে দাবি করা হয় ইডি সূত্রেও।
চাকরিপ্রার্থীদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলা! অফলাইন রেজিস্ট্রেশনের নামে কোটি কোটি টাকা আদায়! তারপর ব্যক্তিগত স্বার্থে সেই টাকা আত্মসাৎ!
টেট-দুর্নীতিতে, এই চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতি মানিক ভট্টাচার্যের বিরুদ্ধে! তবে অভিযোগের তালিকা এখানেই শেষ নয়। এবিপি আনন্দকে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে, মানিক ভট্টাচার্যের বিরুদ্ধে আরও মারাত্মক অভিযোগ তুলেছেন তাঁর ঘনিষ্ঠ তাপস মণ্ডল। টেট দুর্নীতিতে ধৃত মানিকের ঘনিষ্ঠ তাপস মণ্ডল বলছেন, পর্ষদের অফিসের পাঁচতলায় একটি এজেন্সি কাজ করত। তারাই এই ছাত্র-ছাত্রী ভর্তির বিষয়ে সব দেখত। যাদের ঠিক করে দিয়েছিল সভাপতি হিসেবে মানিকবাবুই।
তাপস মণ্ডলের আরও চাঞ্চল্যকর দাবি, নিজে টাকা নেওয়ার পাশাপাশি তৃণমূল বিধায়ক এবং প্রাথমিক শিক্ষা পর্ষদের তৎকালীন সভাপতি মানিক ভট্টাচার্য
নিজের পদ এবং প্রভাবকে কাজে লাগিয়ে ছেলেরও আয়ের ব্যবস্থা করে দিয়েছিলেন!
এর আগেও তৃণমূল বিধায়ক ও প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেন তাপস মণ্ডল। টাকা নিতে মহিষবাথানের অফিসে লোক পাঠাতেন মানিক।
ডিএলএড কলেজে অফলাইনে ছাত্র ভর্তির টাকা যেত মানিকের কাছেই। সিজিও কমপ্লেক্সে ইডি-র দফতরে হাজিরা দিতে এসে বিস্ফোরক মন্তব্য করেন মানিক ঘনিষ্ঠ তাপস মণ্ডল। ইডি সূত্রে দাবি, ডিএলএড কলেজে অফলাইন রেজিস্ট্রেশনের জন্য মোটা অঙ্কের টাকা নেওয়া হত। ছশোরও বেশি কলেজে পড়ুয়া পিছু নেওয়া হত ৫ হাজার টাকা করে। সেই টাকা সরাসরি যেত মানিক ভট্টাচার্যর কাছে, আগেই অভিযোগ করে ইডি। ইডি-র অভিযোগে সিলমোহর দেন তাপস মণ্ডল।
আরও পড়ুন ; গরুপাচার মামলায় আজ ফের দিল্লিতে ইডি-র সদর দফতরে তলব অনুব্রত-ঘনিষ্ঠ ব্যবসায়ী মলয় পিটকে






















