West Bengal Health Commission: টাকার জন্য আটকনো যাবে না দেহ, বেসরকারি হাসপাতালকে কড়া নির্দেশ স্বাস্থ্য কমিশনের
Hospital Rule: যদি বিল সংক্রান্ত কোনও সমস্যা হয় সেক্ষেত্রে দ্রুত স্বাস্থ্য কমিশনকে জানাতে হবে। স্বাস্থ্যসাথী কার্ড সংক্রান্ত বিষয়েও একটি নির্দেশ দেওয়া হয়েছে।
সন্দীপ সরকার, কলকাতা: বেসরকারি স্বাস্থ্য় পরিষেবায় নজর স্বাস্থ্য কমিশনের। নার্সিংহোম এবং বেসরকারি হাসপাতালের উদ্দেশে কড়া বার্তা দিল কমিশন। বুধবার একটি বৈঠক হয়। সেখানে বার্তা দেওয়া হয়, টাকার জন্য দেহ আটকে রাখা যাবে না। ডেথ সার্টিফিকেট ইস্যু হওয়া মাত্রই ছেড়ে দিতে হবে মৃতদেহ। যদি বিল সংক্রান্ত কোনও সমস্যা হয় সেক্ষেত্রে দ্রুত স্বাস্থ্য কমিশনকে জানাতে হবে। স্বাস্থ্যসাথী কার্ড সংক্রান্ত বিষয়েও একটি নির্দেশ দেওয়া হয়েছে।
কী বলা হয়েছে?
বৈঠকে বলা হয়েছে, স্বাস্থ্যসাথী কার্ডে চিকিৎসা হয়েছে এবং ১৫ কিলোমিটারের মধ্যে বাড়ি, এমন কোনও রোগীর মৃত্য়ু হলে, হাসপাতাল থেকে দেহ নিয়ে যেতে কোনও টাকা নেওয়া যাবে না।
বুধবার এক বৈঠকে, বেসরকারি হাসপাতাল ও নার্সিংহোমগুলিকে একগুচ্ছ নির্দেশ দিয়েছে স্বাস্থ্য় কমিশন। অতীতে, সাম্প্রতিক কালে এমন অভিযোগ বারবার সামনে এসেছে যে বিল নিয়ে সমস্যার জেরে বা টাকা মেটানো হয়নি বলে অভিযোগ তুলে বেসরকারি হাসপাতাল দেহ আটকে রেখেছে। এরই মাঝে কয়েকদিন আগেই জাতীয় মানবাধিকার কমিশনের তরফে রাজ্য় সরকারকে একটি চিঠি দেওয়া হয়। সেখানে মৃতদেহের প্রতি যথোপযুক্ত সম্মান দেওয়ার কথা বলা হয়। সেই চিঠি স্বাস্থ্য় কমিশনকে পাঠায় রাজ্য় সরকার। তারপরেই বুধবার বেসরকারি হাসপাতাল এবং নার্সিংহোমগুলির সঙ্গে বৈঠকে এমন নির্দেশ দিল স্বাস্থ্য় কমিশন। বলা হয়েছে, বিল নিয়ে কোন অসুবিধা হলে তৎক্ষণাৎ স্বাস্থ্য কমিশনকে জানাতে হবে। কিন্তু মৃতদেহ আটকে রাখতে পারবে না বেসরকারি হাসপাতাল নার্সিংহোম।
পাশাপাশি মৃতদেহ নিয়ে যাওয়ার ব্য়াপারেও নির্দেশ দিয়েছে স্বাস্থ্য় কমিশন। তারা জানিয়েছে, স্বাস্থ্যসাথী কার্ডে চিকিৎসা হয়েছে এবং ১৫ কিলোমিটারের মধ্যে বাড়ি এমন কোনও রোগীর মৃত্য়ু হলে, হাসপাতাল থেকে মৃতদেহ বাড়িতে নিয়ে যাওয়ার জন্য কোনও টাকা নেওয়া যাবে না। বেসরকারি হাসপাতাল বা নার্সিংহোম যে পুরসভা এলাকায়, মৃতের বাড়ি যদি সেই এলাকার মধ্যেই পড়ে, সেক্ষেত্রেও মৃতদেহ বাড়িতে পৌঁছে দিতে কোনও টাকা নেওয়া যাবে না।
স্বাস্থ্য় কমিশনের চেয়ারম্য়ান অসীমকুমার বন্দ্য়োপাধ্য়ায় বলেন, 'ডেথ সার্টিফিকেট দেওয়ার সঙ্গে সঙ্গে ডিসচার্জ দেওয়ার কাজ শুরু করতে হবে। টাকার জন্য দেহ আটকানো যাবে না। আমরা বলেছি, আপনাদের কোনও অসুবিধা হলে আমাদের জানাবেন।'
গত জানুয়ারি মাসে, জলপাইগুড়িতে মায়ের দেহ কাঁধে নিয়ে রাস্তা দিয়ে হেঁটে যেতে দেখা গেছিল এক তরুণকে। অভিযোগ ছিল, দেহ নিয়ে যেতে তিন হাজার টাকা দাবি করেছিল অ্য়াম্বুল্য়ান্স। টাকার অভাবে কাঁধে করে দেহ নিয়ে যেতে হয় পরিবারকে। এই ঘটনা ঘিরে তোলপাড় হয়েছিল। এরপর রাজ্য় সরকার সিদ্ধান্ত নেয়, কারও দেহ নিয়ে যাওয়ার সামর্থ না থাকলে হাসপাতাল কর্তৃপক্ষকে জানাতে হবে। হাসপাতাল কর্তৃপক্ষ পুরসভা কিংবা পঞ্চায়েতের সঙ্গে কথা বলে দেহ নিয়ে যাওয়ার ব্য়বস্থা করবে। বুধবার স্বাস্থ্য় কমিশনও নির্দেশ দিল, মৃতের বাড়ি দূরে হলেও মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে মৃতদেহ বহনকারী গাড়ির ভাড়া নিতে হবে। মর্গ নেই, এমন ছোট নার্সিংহোম বা বেসরকারি হাসপাতালে কারও মৃত্য়ু হলে পার্শ্ববর্তী বড় বেসরকারি হাসপাতালের মর্গ ব্যবহার করতে দিতে হবে। আলাদা বিশেষজ্ঞ কমিটি তৈরি করে, মর্গে মৃতদেহ রাখার খরচ ঠিক করবে স্বাস্থ্য কমিশন।]
Panchayat Poll 2023: রাজ্য নির্বাচন কমিশনারের জয়েনিং রিপোর্ট গ্রহণ করলেন না রাজ্যপাল