Mathabhnga News: পঞ্চায়েতের দখল নিয়ে দ্বন্দ্ব, বিজেপি প্রধানের চেয়ার ভাঙায় অভিযুক্ত তৃণমূল
TMC And BJP Clash: লোকসভায় বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক হেরে যাওয়ার পর একের পর এক পঞ্চায়েত হাতছাড়া হয়েছে বিজেপির। গেরুয়া শিবিরের অভিযোগ তাদের জয়ী সদস্যদের ভয় দেখিয়ে নিজেদের দলে টানা হচ্ছে।
শুভেন্দু ভট্টাচার্য, মাথাভাঙা: পঞ্চায়েতের দখল নিয়ে দ্বন্দ্বের জেরে বিজেপি (BJP) প্রধানের চেয়ার ভাঙার অভিযোগ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। বিষয়টিকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা দেখা গেল কোচবিহারের (Cooch Behar) মাথাভাঙা (Mathabhnga ২ নম্বর ব্লকের বড় শৌলমারি গ্রাম পঞ্চায়েতে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গ্রাম পঞ্চায়েতের দখল কার হাতে থাকবে এই নিয়ে তৃণমূল বিজেপির মধ্যে কিছুদিন ধরে গণ্ডগোল চলছিল। পরিস্থিতি এমন জায়গায় যায় যে বিজেপির নির্বাচিত প্রধানের চেয়ার ভেঙে ফেলার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। গত পঞ্চায়েত নির্বাচনে এই গ্রাম পঞ্চায়েতের বিজেপি ১৪ এবং তৃণমূল ৯ টি আসন দখল করে।
কিন্তু, লোকসভা নির্বাচনে এই কেন্দ্রে তৃণমূল কংগ্রেস জয়লাভের পর বিজেপির দুজন পঞ্চায়েত সদস্য তৃণমূলে যোগদান করে। যার ফলে তৃণমূলের সদস্য সংখ্যা বেড়ে হয় ১১ এবং বিজেপির কমে হয় ১২। দুদিন আগেই বিজেপির আরও একজন পঞ্চায়েত সদস্য তৃণমূলে যোগদান করায় তৃণমূলের সদস্য সংখ্যা বের হয় ১২ এবং বিজেপি ১১। এই ঘটনার পরের দিনই গ্রাম পঞ্চায়েতের দখল নেয় তৃণমূল। এদিকে গতকালই ফের ওই বিজেপি পঞ্চায়েত সদস্য আবার নিজের পুরনো দলে ফিরে যায়। আজকে বিজেপি প্রধান শৌলমারি গ্রাম পঞ্চায়েতে ঢুকতে গেলে উত্তেজনা তৈরি হয়। গ্রাম পঞ্চায়েতের সামনে বিক্ষোভ দেখাতে থাকে তৃণমূল। অভিযোগ বিজেপি প্রধান বেরিয়ে যাওয়ার পর প্রধানের চেয়ার বাইরে নিয়ে এসে ভাঙচুর চালায় তৃণমূল কংগ্রেস। বিষয়টিকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা তৈরি হয়েছে। তৃণমূলের বিরুদ্ধে গায়ের জোর পঞ্চায়েত দখল করার অভিযোগ জানানো হয়েছে বিজেপির তরফে।
প্রসঙ্গত উল্লেখ্য, লোকসভা নির্বাচনে বিজেপি প্রার্থীর হারার পর থেকেই বিজেপির জয়ী পঞ্চায়েত সদস্যরা একের পর এক তৃণমূল শিবিরে যোগদান করছেন। এর ফলে একাধিক পঞ্চায়েত হাতছাড়া হয়েছে বিজেপির।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।