Eye Operation Controversy:এখনও ফেরেনি দৃষ্টিশক্তি, 'ভবিষ্যতে সংক্রমণ রুখতে কী পদক্ষেপ?' অস্ত্রোপচারকাণ্ডের রিপোর্ট তলব
Kolkata News: রাজ্য সরকারের তৈরি করা তদন্ত কমিটির রিপোর্টে উল্লেখ করা হয়েছে, চোখের অপারেশনের জন্য ব্যবহৃত ওষুধ ও ফ্লুইডের গুণগত মান সঠিক ছিল না।
ঝিলম করঞ্জাই, কলকাতা: গার্ডেনরিচ সরকারি হাসপাতালে ছানি অপারেশনে বিপত্তি(Eye Operation Controversy)। অস্ত্রোপচারকাণ্ডের পরই উচ্চপর্যায়ের বৈঠকে স্বাস্থ্যসচিব। রাজ্যের সব হাসপাতালের চক্ষুবিভাগের প্রধানদের নিয়ে বৈঠক করলেন তিনি। বৈঠকে হাজির হাসপাতালের মাইক্রোবায়োলজি বিভাগের প্রধানরাও।
উচ্চপর্যায়ের বৈঠকে স্বাস্থ্যসচিব: অস্ত্রোপচারকাণ্ড নিয়ে ইতিমধ্যেই জমা পড়েছে রিপোর্ট। রাজ্য সরকারের তৈরি করা তদন্ত কমিটির রিপোর্টে উল্লেখ করা হয়েছে, চোখের অপারেশনের জন্য ব্যবহৃত ওষুধ ও ফ্লুইডের গুণগত মান সঠিক ছিল না। রিপোর্ট জমা পড়ার পরই বৈঠকে স্বাস্থ্যসচিব। সূত্রের খবর, গার্ডেনরিচের চিকিৎসকদের কাছে স্বাস্থ্যসচিব জানতে চান, 'ভবিষ্যতে সংক্রমণ রুখতে কী পদক্ষেপ?' ৭ দিনের মধ্যে রিপোর্ট তলব করেছেন স্বাস্থ্যসচিব। রাজ্যের সব হাসপাতালকেই সতর্ক থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। সব মেডিক্যাল কলেজ ও হাসপাতালকে স্বাস্থ্য ভবন নির্দেশ দিয়েছে। নির্দেশিকায় বলা হয়েছে,'চোখে অস্ত্রোপচারের ক্ষেত্রের নিয়মাবলি মানা হচ্ছে কিনা, জানাতে হবে দুদিনে।'
ঘটনা কী?
গত সপ্তাহের শুক্র এবং শনিবার, গার্ডেনরিচ সুপার স্পেশালিটি হাসপাতালে ছানি অপারেশন হয় ২০-২৫ জন রোগীর। অস্ত্রোপচারের পরেই ঘটে বিপত্তি। রোগীদের চোখে সংক্রমণ দেখা দেয়।হাসপাতাল সূত্রে খবর, দেখা যায়- ছানি অপারেশনের পর কেউ চোখে দেখতে পাচ্ছেন না। কেউ ঝাপসা দেখছেন। তড়িঘড়ি রোগীদের পাঠানো হয় কলকাতার Regional Institute of Ophthalmology বা RIO-তে। অস্ত্রোপচার করা রোগীদের প্রত্যেকের চোখে সংক্রমণ ধরা পড়ে। সেখানে বেশ কয়েকজনের নতুন করে অস্ত্রোপচারও হয়। RIO সূত্রে খবর, ভর্তি থাকা ১৬ জন রোগীর মধ্যে অনেকেই চোখে দেখতে পাচ্ছেন না। স্বাভাবিক অবস্থায় ফিরতে আরও সাত দিন সময় লাগবে বলে হাসপাতল সূত্রে খবর।
রিপোর্ট পেশ: স্বাস্থ্য দফতর সূত্রে খবর, গার্ডেনরিচ সুপার স্পেশালিটি হাসপাতালের OT-তে ছানি অপারেশনের সময় রোগীদের চোখে যে ওষুধ এবং ফ্লুইড ব্যবহার হয়েছিল, তা সরবরাহ হয়েছিল রাজ্য সরকারের সেন্ট্রাল মেডিক্যাল স্টোর থেকে। সেই ওষুধ এবং ফ্লুইডের গুণগত মান ঠিক ছিল না বলে রিপোর্ট দিয়েছে রাজ্য সরকারের তৈরি করা তদন্ত কমিটি।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: BDO Aiburobhat: আইবুড়োভাত খেয়ে বিতর্কে, কী হয়েছে? বিডিওকে চিঠি জেলাশাসকের