Fake Medicine: প্রেশারের ওষুধের গুণমান নিয়ে প্রশ্ন, প্রস্তুতকারী সংস্থাকেই ব্ল্যাক লিস্টেড করার সিদ্ধান্ত রাজ্য স্বাস্থ্য দফতরের
Fake Medicine Helax health Care PVT LTD Black Listed প্রেশারের ওষুধের গুণমান নিয়ে প্রশ্ন, ৩ বছরের জন্য কালো তালিকাভুক্ত করে দেওয়া হল এই ওষুধ প্রস্তুতকারক সংস্থাকে !

ঝিলম করঞ্জাই, কলকাতা: প্রেশারের ওষুধের গুণমান নিয়ে প্রশ্ন ওঠায় প্রস্তুতকারী সংস্থাকেই ব্ল্যাক লিস্টেড করে দেওয়ার সিদ্ধান্ত নিল রাজ্য স্বাস্থ্য দফতর। ৩ বছরের জন্য কালো তালিকাভুক্ত করে দেওয়া হল রুরকির ওষুধ প্রস্তুতকারক সংস্থা হেল্যাক্স হেলথকেয়ার প্রাইভেট লিমিটেডকে।
আরও পড়ুন, ধারালো অস্ত্র হাতে বাবা-মায়ের উপর ঝাঁপিয়ে পড়ল ছেলে ! ডেকেও সাড়া পেল না প্রতিবেশীরা, ঘরে ঢুকতেই..
একদিকে পরপর শিশুমৃত্য়ুর আবহে, কাফ সিরাপ নিয়ে সতর্ক কেন্দ্র এবং রাজ্য় সরকার। অন্যদিকে গুণমান নিয়ে প্রশ্ন ওঠায় এরাজ্য়ে কালো তালিকাভুক্ত করে দেওয়া হল রক্তচাপ কমানোর ওষুধ প্রস্তুতকারী একটি সংস্থাকে। পশ্চিমবঙ্গের সরকারি হাসপাতালগুলিতে রক্তচাপ কমানোর ওষুধ সরবরাহ করে রুরকির একটি ওষুধ প্রস্তুতকারী সংস্থা। হেল্যাক্স হেলথকেয়ার প্রাইভেট লিমিটেড নামে ওই সংস্থার তৈরি TELMISARTAN 40 ওষুধটি উচ্চরক্তচাপের রোগীদের দেওয়া হয়।এই সংস্থাকেই ৩ বছরের জন্য কালো তালিকাভুক্ত করার সিদ্ধান্ত নিল রাজ্য স্বাস্থ্য দফতর।
এই সংস্থার ১৪ টি ব্যাচের ওষুধ ল্যাবে পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল। দেখা গেছে, ১৪ টি ব্যাচের ওষুধে কোনওটারই গুণমান ঠিক নেই। ওষুধের মোড়ক খুললে গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে ওষুধ। আজকাল রক্তচাপের সমস্য়া ঘরে ঘরে। রক্তচাপ কমানোর ওষুধ খেতে হয় অনেককেই। স্বাভাবিকভাবে ওষুধকে কালো তালিকাভুক্ত করার খবরে আশঙ্কা তৈরি হয়েছে।চিকিৎসক আশিস মিত্র বলেন, ডায়াবেটিস, কিডনির অসুখের ক্ষেত্রেও রক্তচাপ কমানোর ওষুধ অত্যন্ত প্রয়োজনীয়। এরকম হলে ৪০ দিনের জায়গায় ৮০ দিনে কাজ হবে। স্ট্রোক বা হার্ট অ্যাটাক হতে পারে।
প্রসঙ্গত, মধ্যপ্রদেশ ও রাজস্থানে পরপর শিশুমৃত্যুর ঘটনার পর কাফ সিরাপ নিয়ে সতর্ক রাজ্য সরকার। ওই দুই রাজ্যে যে সংস্থা কাফ সিরাপ সরবরাহ করে, তারা পশ্চিমবঙ্গে ওই ওষুধ সরবরাহ করে কি না, বিভিন্ন ওষুধ ডিস্ট্রিবিউটর সংস্থাকে খোঁজ নিয়ে দেখতে বলা হয়েছে। এদিকে আজও মধ্যপ্রদেশে মৃত্যু হয়েছে এক শিশুর। মধ্য়প্রদেশ এবং রাজস্থানে একের পর এক শিশুমৃত্য়ু। এবং তারপরই শিশুদের কাফ সিরাপ দেওয়া নিয়ে কেন্দ্রীয় স্বাস্থ্য়মন্ত্রকের একগুচ্ছ নির্দেশিকা। জোড়া ঘটনার প্রেক্ষিতে কাফ সিরাপ নিয়ে নানা প্রশ্ন উঠছে অনেকের মনে। বিশেষ করে যাঁরা সন্তানকে কাফ সিরাপ দেন, সেই অভিভাবকরা অত্য়ন্ত উদ্বিগ্ন। তাঁদের প্রশ্ন,কাফ সিরাপেই কি লুকিয়ে বিপদ?এই প্রেক্ষাপটে কেন্দ্রীয় সরকারের নির্দেশিকা পেয়ে সতর্ক রাজ্যের স্বাস্থ্য দফতর। ২ বছরের কম বয়সি শিশুদের কাফ সিরাপ দেওয়ার প্রয়োজন নেই বলে যে অ্যাডভাইসরি কেন্দ্রীয় স্বাস্থ্য়মন্ত্রক জারি করেছে, তা রাজ্যের সর্বত্র পাঠিয়ে দেওয়া হয়েছে।
সার্ভিস ডক্টরস ফোরাম সাধারণ সম্পাদক সজল বিশ্বাস বলেন, রাজ্য সরকারের তরফে নোটিসে স্পষ্ট বলা হয়েছে টেন্ডারের চুক্তি ভেঙেছে হেলেক্স হেলথকেয়ার প্রাইভেট লিমিটেড। তাই ৩ বছরের জন্য সংস্থাকে কালো তালিকাভুক্ত করা হচ্ছে। জীবনদায়ী ওষুধ নিয়ে এই ছিনিমিনি বন্ধ হবে কবে? উৎকণ্ঠায় রোগী ও রোগীর পরিজনরা।
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )






















