Fake Medicine: রক্তচাপ নিয়ন্ত্রণের ওষুধ ভেজাল ! ২ টি সংস্থাকে সাসপেন্ড রাজ্য় ড্রাগ কন্ট্রোলের
Fake Pressure Medicine : দু'টি ব্যাচ নম্বরের ওষুধ জাল, রাজ্য ড্রাগ কন্ট্রোলকে জানাল বিহার ড্রাগ কন্ট্রোল

কলকাতা: ফের জাল ওষুধের খোঁজ, রক্তচাপ নিয়ন্ত্রণের ভেজাল ওষুধ। দু'টি ব্যাচ নম্বরের ওষুধ জাল, খোঁজ পেল বিহার ড্রাগ কন্ট্রোল। রাজ্য ড্রাগ কন্ট্রোলকে জানাল বিহার ড্রাগ কন্ট্রোল। মে মাসে সারা দেশে ৫৮ রকমের নিম্নমানের ওষুধের সন্ধান। নির্দিষ্ট ব্যাচের ৫৮ রকমের ওষুধে মিলেছে নিম্নমানের পদার্থ। সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ড্রাগ কন্ট্রোলকে জানাল কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোল। জাল ওষুধ কাণ্ডের জের, দুটি সংস্থাকে সাসপেন্ড রাজ্য় ড্রাগ কন্ট্রোলের। ডিডিএম ফার্মা ও জয়সওয়াল ফার্মা-কে ৩ মাসের জন্য সাসপেন্ড করা হয়েছে।
ভেজাল ওষুধে যবনিকা পড়ছেই না। কিছুদিন আগেই মিলেছিল ইউরিম্যাক্স D-এর একটি ব্যাচের জাল ওষুধ। খোঁজ পেয়ে রাজ্য ও কেন্দ্রকে জানিয়েছিল রাজ্য ড্রাগ কন্ট্রোল। গত মাসেই দেশ জুড়ে গুণমান যাচাইয়ে ফেল করেছে ১৯৮টি ওষুধ। যার মধ্যে কোনওটা নকল! কোনও ইঞ্জেকশনের ভায়ালে মিলেছে ক্ষতিকারক ব্যাকটেরিয়া! এই পরিস্থিতিতে এবার রাজ্যে ফের একটি নামী বহুজাতিক ব্র্য়ান্ডের ওষুধের ভেজাল সংস্করণের হদিশ মিলল।
রাজ্য ড্রাগ কন্ট্রোল সূত্রে খবর, হাওড়া থেকে সংগ্রহ করা হয়েছিল নমুনা। সেই নমুনা পরীক্ষা করে দেখা গিয়েছে, ইউরিম্যাক্স D নামে একটি ওষুধের নির্দিষ্ট একটি ব্যাচ জাল করা হয়েছে। এই ওষুধ প্রস্টেট ও কিডনির রোগীদের জন্য অত্যন্ত জরুরি।কেন্দ্রীয় সরকারের Central Drugs Standard Control Organization বা CDSCO (উচ্চারণ: সিডিএসকো)-কে লেখা চিঠিতে রাজ্য ড্রাগ কন্ট্রোলের পক্ষ থেকে জানানো হয়েছে, ওই ওষুধটি NSQ অর্থাৎ Not of Standard Quality.
এর আগে গত ২১ ফেব্রুয়ারি হাওড়ার আমতায় জাল ওষুধ চক্রের পর্দাফাঁস হয়।মান্না এজেন্সি নামে একটি ওষুধ সরবরাহকারী সংস্থার গুদামে হানা দিয়ে বাজেয়াপ্ত করা হয় প্রায় ১৭ লক্ষ টাকার জাল ওষুধ। সংস্থার মালিক বাবলু মান্নাকে গ্রেফতার করা হয়। সেই হাওড়াতেই এবার মিলল, নামী বহুজাতিক ব্রান্ডের ওষুধের ভেজাল সংস্করণ।সূত্রের খবর, রাজ্য ড্রাগ কন্ট্রোলের পরীক্ষাগারে এই ফলাফল মিলেছে। ইতিমধ্যেই প্রয়োজনীয় পদক্ষেপের জন্য এই তথ্য কেন্দ্রের ড্রাগ কন্ট্রোল ও স্বাস্থ্য দফতরকে জানান হয়েছে।
গত মার্চে উল্টোডাঙ্গার একটি হাসপাতাল থেকে মেলে নামী সংস্থার নকল অ্যালবুমিন ইঞ্জেকশন।স্বাস্থ্যমন্ত্রকের CDSCO (উচ্চারণ: সিডিএসকো)-র এপ্রিল মাসের রিপোর্ট অনুযায়ী, গুণমান যাচাইয়ে ফেল করেছে ১৯৮টি ওষুধ!গত বছরের ডিসেম্বরে, ভবানীপুরের গোডাউন থেকে উদ্ধার হয় ৬ কোটি ৬০ লক্ষ টাকার জাল ওষুধ! সেই সব ঘটনার রেশ কাটতে না কাটতে ফের জাল ওষুধ মিলল ।






















