Fake Passport: ওপার থেকে এসে ফের নাম ভাঁড়িয়ে এপারে বাস, পাসপোর্ট জালকাণ্ডে গ্রেফতার আরও ১
Passport Scam: মঙ্গলবার মধ্যমগ্রাম থানায় জিজ্ঞাসাবাদের পর এক ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। তখন জানা গেছিল, তার নাম পলাশ বিশ্বাস। পরে পুলিশ জানতে পারে, পুরো পরিচয়টাই ভুয়ো।

পার্থপ্রতিম ঘোষ, উত্তর ২৪ পরগনা : বাংলাদেশের নাগরিক। পশ্চিমবঙ্গে অনুপ্রবেশের পর ভোল বদলে, জাল নথির জোরে সেই হয়ে গেছে ভারতীয়। পাসপোর্ট চক্রের তদন্তে মধ্যমগ্রাম থেকে ধৃত ব্যক্তিকে জেরা করে এমনই বিস্ফোরক তথ্য উঠে এসেছে গোয়েন্দাদের হাতে। পাসপোর্ট জালিয়াতির তদন্তে গতকাল মধ্যমগ্রাম থানায় জিজ্ঞাসাবাদের পর এক ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। তখন জানা গেছিল, তার নাম পলাশ বিশ্বাস। পরে পুলিশ জানতে পারে, পুরো পরিচয়টাই ভুয়ো। এমনকি ধৃত ব্যক্তি বাবার নাম হারান বিশ্বাস বলে যে পরিচয় দিয়েছিলেন, সেটাই আদতে ভুয়ো। পুলিশ সূত্রে খবর, ধৃত ব্যক্তি আদতে বাংলাদেশের নাগরিক। বেআইনিভাবে এরাজ্যে ঢুকে পলাশ বিশ্বাস নাম ভাঁড়িয়ে ভারতীয় পরিচয়পত্র বানিয়ে ফেলেছিল সে। ভুয়ো পরিচয়ে পাসপোর্টও তৈরি করে ফেলে। আবেদন করে ভিসার জন্যও। পুলিশ সূত্রে খবর, বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশের পর, ভোল বদলে ফেলে ওই ব্যক্তি। মাথার চুল ছোট করে ছেঁটে ফেলে। পরিচয়পত্রে ঠিকানা হিসেবে উল্লেখ করা হয় কাশীপুরের ঘোষ বাগান লেন। কিন্তু তাতে পিন নম্বর দেওয়া হয় পঞ্চসায়রের। ধৃতকে পয়লা ফেব্রুয়ারি পর্যন্ত হেফাজতে পেয়েছে পুলিশ।
শুধু নাম কিংবা ভোলবদল নয়, পুরো পারিবারিক পরিচয়টাই ভুয়ো দিয়েছিল এই ব্যক্তি। ধৃত ব্যক্তি নিজের নাম পলাশ বিশ্বাস বলেছিল। এই তথ্য ভুয়ো। বাবার নাম বলেছিল হারান বিশ্বাস। এই নামেও কোনও ব্যক্তিরও হদিশ পাননি লালবাজারের তদন্তকারী আধিকারিকরা। বাংলাদেশের এই বাসিন্দা বেআইনিভাবে এদেশে আসার আগেই যোগাযোগ হয়েছিল সমরেশ বিশ্বাস, রিপন বিশ্বাস- পাসপোর্ট জালিয়াতিকাণ্ডের এইসব মাথাদের সঙ্গে। পশ্চিমবঙ্গে অনুপ্রবেশের পর টাকার বিনিয়ে ভুয়ো নথি বানিয়ে ফেলে ধৃত ওই বাংলাদেশের বাসিন্দা। এরপর পাসপোর্টের আবেদন করে মধ্যমগ্রাম থেকে ধৃত ওই ব্যক্তি। কদিনের মধ্যেই পাসপোর্ট পেয়েও যায় সে। ইউরোপের কোনও দেশে যাওয়ার জন্য ভিসার আবেদনও করেছিল এই ব্যক্তি। এখনও পর্যন্ত জানা গিয়েছে, কাজের সূত্রেই ইউরোপে যাওয়ার ভিসার আবেদন করেছিল সে। এই ভিসা আবেদনের পরই খোঁজখবরের মাধ্যমে পুলিশের নজরে আসে মধ্যমগ্রামের এই ব্যক্তি। তাকে প্রথমে জিজ্ঞাসাবাদের জন্য মধ্যমগ্রাম থানায় ডেকে পাঠানো হয়। পরে জিজ্ঞাসাবাদে অসঙ্গতি মেলায় সন্দেহভাজন এই ব্যক্তিকে গ্রেফতার করে লালবাজারের গোয়েন্দা শাখা।
বাংলাদেশ থেকে খুব সহজেই পশ্চিমবঙ্গে অনুপ্রবেশ করেছিল এই ব্যক্তি। তারপর অনায়াসেই ভুয়ো ভোটার কার্ড, আধার কার্ড এবং অন্যনায় নথি বানিয়ে ফেলে। এরপর পাসপোর্টের আবেদন করে তাও পেয়ে যায় হাতে। শেষে আবেদন করেছিল ভিসার। আর তারপরই পুলিশের জালে ধরা পড়েছে মধ্যমগ্রামের ওই ব্যক্তি যে নিজেকে পলাশ বিশ্বাস বলে পরিচয় দিয়েছিল। কারা এই ব্যক্তির ভুয়ো নথি বানিয়ে দিয়েছিল, কী জন্য এই ব্যক্তি ইউরোপে যেতে চাইছিল সেইসব জানতেই ধৃতদে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।






















