North Dinajpur: ফলস সিলিং ভেঙে পড়ল রায়গঞ্জ মেডিক্যালে, অল্পের জন্য রক্ষা পড়ুয়াদের
False Ceiling Breaks Down:বড়সড় দুর্ঘটনার হাত থেকে বাঁচলেন রায়গঞ্জ গর্ভমেন্ট মেডিক্য়াল কলেজের পড়ুয়ারা। অ্যাকাডেমিক ব্লকের হলের ভিতর হঠাৎ ফলস সিলিং ভেঙে পড়ার ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়ায় রায়গঞ্জ মেডিক্যালে।
নান্টু দে, উত্তর দিনাজপুর: বড়সড় দুর্ঘটনার (accident) হাত থেকে বাঁচলেন (save) রায়গঞ্জ গর্ভমেন্ট মেডিক্য়াল কলেজের (Raiganj Government Medical College) পড়ুয়ারা (student)। অ্যাকাডেমিক ব্লকের (academic block) হলের ভিতর হঠাৎ ফলস সিলিং (false ceiling) ভেঙে পড়ার ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়ায় রায়গঞ্জ মেডিক্যালে। কেউ জখম না হলেও আতঙ্ক (fear) ছড়ায় পড়ুয়াদের মধ্যে।
কী ঘটেছিল?
রায়গঞ্জের আব্দুল ঘাটায় তৈরি সরকারি মেডিক্যাল কলেজের অ্যাকাডেমিক ব্লকে গত মার্চ থেকে পঠনপাঠন শুরু হয়। এই ব্লকের লাগোয়া এলাকাতেই হস্টেল রয়েছে। প্রাথমিক ভাবে প্রশাসন সূত্রে খবর, পঠনপাঠনের পর পড়ুয়ারা বেরিয়ে যাওয়ার কয়েক মিনিটের মধ্যেই অ্যাকাডেমিক ব্লকের ফলস সিলিং ভেঙে পড়ে। ক্লাস চলাকালীন এই ঘটনা ঘটলে কত বড় বিপদ হতে পারত, সেটা ভেবেই চিন্তায় অনেকে। পাশাপাশি একটি প্রশ্নও দেখা দিয়েছে। তা হল, নবনির্মিত ভবনে লেখাপড়া শুরুর মাত্র কয়েক মাসের মধ্যে কী ভাবে ঘটল এমন ঘটনা? ওই ভবনের বাকি ফলস সিলিংগুলিই বা কতটা নিরাপদ? তা নিয়েও যথেষ্ট উদ্বিগ্ন পড়ুয়া থেকে শিক্ষক, সকলেই। বিষয়টি নিয়ে রায়গঞ্জ সরকারি মেডিক্যাল কলেজের অধ্যক্ষ কৌশিক সমাজদারের সঙ্গে কথা বলে এবিপি আনন্দ। ভবনের নিরাপত্তা নিয়ে সরাসরি কোনও উত্তর তিনি দেননি। তবে এদিনের ঘটনায় তিনি যে উদ্বিগ্ন, সেটা অবশ্য গোপন করেননি অধ্যক্ষ। সঙ্গে জানিয়েছেন, এ বিষয়ে পদক্ষেপ করতে নির্মাণকারী সংস্থার কাছে আবেদন জানাবেন।
পরিকাঠামো নিয়ে অভিযোগ বহু...
রাজ্য়ের সরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতালের পরিকাঠামো ও পরিষেবা নিয়ে অভিযোগের এমনিতেই শেষ নেই। কখনও অকারণ রেফার, কখনও আবার রোগীর পরিবারকে হয়রানি--অভিযোগ বহুবিধ। ক্ষেত্রবিশেষে প্রয়োজনীয় ওষুধটুকুও মেলে না বলে অভিযোগ উঠেছে বার বার। রোগীর স্ট্রেচার ঠেলা থেকে অক্সিজেনের নল লাগানো, বহু পরিষেবা দেওয়ার জন্যই পরিজনদের কাছে টাকা চাওয়ার কথাও শোনা যায়। আর এক একটি শয্যায় যে একাধিক রোগী থাকেন, সে ছবিও আকছার দেখা যায় সরকারি হাসপাতালগুলিতে। তাছাড়া বিভিন্ন ধরনের দামি ও জীবনদায়ী ওষুধের কেলেঙ্কারির খবর তো রয়েছেই। কিন্তু এবার খোদ ডাক্তারি পড়ুয়াদের যে ভাবে বিপদের মুখে পড়তে হল, তা কল্পনা করেই শিউরে উঠছেন অনেকে। ক্লাস চলাকালীন এই বিপত্তি ঘটলে কী হত?দুঃস্বপ্নেও ভাবতে পারছেন না তাঁরা।
আরও পড়ুন:ব্যাপক হবে ভোট, জেলে বসেই পঞ্চায়েত ভোটের ভাবনা অনুব্রতর?