Dakshinapan Fire: দক্ষিণ কলকাতার শপিং কমপ্লেক্স দক্ষিণাপণে আগুন, আতঙ্কে ক্রেতারা
Dakshinapan Complex: বেলা সাড়ে ১২টা নাগাদ ঢাকুরিয়ায় দক্ষিণাপণের একতলায় একটি শাড়ির দোকানে আগুন লাগে
সত্যজিৎ বৈদ্য, কলকাতা: দক্ষিণ কলকাতার (South Kolkata) শপিং কমপ্লেক্সে (Shopping Complex) আগুন (Fire)-আতঙ্ক। বেলা সাড়ে ১২টা নাগাদ ঢাকুরিয়ায় (Dhakuria) দক্ষিণাপণের (Dakshinapan ) একতলায় একটি শাড়ির (Saree) দোকানে আগুন (Fire) লাগে। আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে দমকলের ২টি ইঞ্জিন।
যেহেতু শাড়ির দোকানে আগুন লাগে, তাই আতঙ্ক আরও বৃদ্ধি পেয়েছে। প্রচুর শাড়িও মজুত রয়েছে সেখানে। আশেপাশের যে দোকান রয়েছে সেখানে যাতে আগুন ছড়িয়ে না পড়ে সেই বিষয়টির দিকেও লক্ষ্য রাখছেন দমকলকর্মীরা। বেলা সাড়ে ১২টা নাগাদ আগুনের শিখা দেখতে পান প্রত্যক্ষদর্শীরা।
এই দোকানটির আশেপাশেই শাড়ি-জামা কাপড়ের দোকান রয়েছে। ফলে আগুন যদি নিয়ন্ত্রণে না এসে কোনওভাবে ছড়িয়ে পড়ে সেক্ষেত্রে বড় বিপদও ঘটতে পারে বলে আতঙ্কগ্রস্থ ব্যবসায়ীরা।
আরও পড়ুন, 'হাইকোর্টের নির্দেশ মেনেই অনুব্রতকে কলকাতায় আনতে হবে', নির্দেশ সিবিআইয়ের বিশেষ আদালতের
এক প্রত্যক্ষদর্শী জানায়, 'সকাল ১১টার কিছু সময় পর হঠাৎই আগুনের ফুলকি দেখতে পাওয়া যায়। বোধহয় এসির শর্ট সার্কিট থেকে আগুন লাগে। আমাদের বন্ধুবান্ধবরা গ্যাস দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তারপর দমকল কর্মীরা এসে সেই আগুন সবভাবে নিয়ন্ত্রণে আনার যথেষ্ট চেষ্টা করছেন। পকেট ফায়ার মনে হয় বন্ধ হয়েছে। আতঙ্কের জন্য আশেপাশের দোকান বন্ধ রাখা হয়েছে।'
এদিকে, কিছুদিন আগে নাকতলায় বন্ধ ফ্ল্যাটে আগুন লেগে ঝলসে মৃত্যু হল খাঁচাবন্দি ৮টি বিড়াল ও একটি কুকুরের। নিছক দুর্ঘটনা নয়, আগুন লাগানো হয়েছে- অভিযোগ ফ্ল্যাটের মালকিনের। মিথ্যে অভিযোগ বলে দাবি ফ্ল্যাটের বাকি বাসিন্দাদের। কীভাবে লাগল আগুন, খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। অগ্নিকান্ড ঘটেছে তিলজলা, বনগাঁতেও।