SFI Rally: হাতে ঝান্ডা, মুখে স্লোগান নির্বাচনের দাবিতে SFI'র মিছিল, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি-ধুন্ধুমার
SFI Calcutta University: কলেজ-বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে এসএফআইয়ের মিছিল ঘিরে কলেজ স্ট্রিটে ধুন্ধুমার। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি।
উজ্জ্বল মুখোপাধ্যায়, কলকাতা: কলেজ (College)-বিশ্ববিদ্যালয়ে (University) ছাত্র সংসদ নির্বাচনের এসএফআইয়ের (SFI) মিছিল ঘিরে ধুন্ধুমার। কলকাতা বিশ্ববিদ্যালয়ের (Calcutta University) কলেজ স্ট্রিট ক্যাম্পাসে (College Street Sampus) ঢোকার মুখে পুলিশের (Police) সঙ্গে ধস্তাধস্তি। কটাক্ষ ছুড়ে দিয়েছে তৃণমূল (TMC)।
ঠিক কী হয়েছে?
নির্বাচনের দাবিতে SFI'র মিছিল। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি। গেট ভাঙলেন SFI কর্মী-সমর্থকরা। হাতে হাতে ঝান্ডা। মুখে মুখে স্লোগান। কলেজ-বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে এসএফআইয়ের মিছিল ঘিরে কলেজ স্ট্রিটে ধুন্ধুমার। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি। বন্ধ গেট খুলে পুলিশের বাধা টপকে ঢুকে পড়লেন SFI কর্মী-সমর্থকরা।
৬ বছর হয়ে গেল। রাজ্যের কলেজগুলিতে ছাত্র সংসদ নির্বাচন হয়নি। ৩ বছর ধরে ছাত্র ভোট হয়নি যাদবপুর-সহ একাধিক বিশ্ববিদ্যালয়ে। এই প্রেক্ষাপটে দ্রুত ছাত্র ভোট করানোর দাবিতে সোমবার কলকাতা বিশ্ববিদ্যালয় অভিযানের ডাক দেয় এসএফআই। রাজাবাজার থেকে মিছিল শুরু হয়ে কলেজ স্ট্রিট ক্যাম্পাসে ঢোকার মুখে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বেধে যায়।
আরও পড়ুন, হাসপাতালে হাসপাতালে অ্যাডিনো ভাইরাসে আক্রান্ত, মৃত শিশু, সংখ্যা নিয়ে রিপোর্টে বাড়ল উদ্বেগ
এদিন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে ডেপুটেশন দিয়ে অবিলম্বে নির্বাচনের দাবি জানায় SFI নেতৃত্ব। তৃণমূলের সোশাল মিডিয়া সেলের ইনচার্জ দেবাংশু ভট্টাচার্য বলেন, 'দাবি দাওয়া থাকতেই পারে। তা বলে কলেজের গেট ভেঙে দেওয়া। এতো সিপিএমের যে কালচার আমরা দেখে এসেছি, পরবর্তী প্রজন্মও যদি তাই করে তবে মানুষ কি করবে? ক্যাম্পাসের বাইরের লোক ঢুকে যাওয়া তো ঠিক নয়। সরকারও নির্বাচন চাই।'
সোমবারের এই অভিযানের প্রচার ঘিরে শুক্রবার এসএফআইয়ের ওপর হামলার অভিযোগ ওঠে টিএমসিপির বিরুদ্ধে। ঘটনার প্রতিবাদে শনিবার কলেজ স্ট্রিটে অবরোধ করে এসএফআই। উত্তেজনার পারদ আরও চড়ল সোমবার।