(Source: ECI/ABP News/ABP Majha)
Food Sub-Inspector Recruitment : ফুড সাব ইন্সপেক্টর পদে ৯৫৭ জনের প্যানেল বাতিল করল SAT
অভিযোগ কম নম্বর পাওয়া পরীক্ষার্থীদের কারও কারও নাম তালিকায় উপর দিকে উঠে এসেছে। এর ফলে যাঁরা ইতিমধ্যেই নিয়োগপত্র পেয়েছেন, তাঁদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়ল।
সৌভিক মজুমদার, কলকাতা : ফুড সাব ইন্সপেক্টর পদে ৯৫৭ জনের প্যানেল বাতিল করল SAT ( West Bengal Administrative Tribunal )। এর ফলে শতাধিক নিয়োগপত্র পাওয়া ও কাজে যোগ দেওয়া ব্যক্তির ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়ল।
প্রেক্ষাপট
ফুড সাব ইন্সপেক্টর পদে নিয়োগ নিয়ে অস্বচ্ছতা, সংরক্ষণ নীতি লঙ্ঘনের অভিযোগে মামলা হয়। এই মামলায় নিয়োগে দুর্নীতির অভিযোগে ৯৫৭ জনের প্যানেল বাতিল করে স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইবুনাল ( West Bengal Administrative Tribunal )। ২০১৮ সালে এই প্যানেল গঠন করা হয়। আগের প্যানেল বাতিল করে নতুন প্যানেল প্রকাশের নির্দেশ দিয়েছে SAT।
ঠিক কী দুর্নীতি
অভিযোগ কম নম্বর পাওয়া পরীক্ষার্থীদের কারও কারও নাম তালিকায় উপর দিকে উঠে এসেছে। এর ফলে যাঁরা ইতিমধ্যেই নিয়োগপত্র পেয়েছেন, তাঁদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়ল।
এক নজরে এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর
- রামপুরহাট হত্যাকাণ্ড নাড্ডার কাছে রিপোর্ট পেশ বিজেপির কেন্দ্রীয় প্রতিনিধি দলের। নাগরিকের মৌলিক অধিকার রক্ষায় ব্যর্থ তৃণমূল সরকার। উল্লেখ রিপোর্টে। কেন্দ্রের হস্তক্ষেপ দাবি।
- রামপুরহাটকাণ্ড বিজেপির বড় ষড়যন্ত্র। তদন্তের আগেই কীভাবে রিপোর্ট নাড্ডাকে? প্রভাবিত হবে তদন্ত। প্রশ্ন তুলে তোপ মমতার।
- বগটুইয়ে তৃণমূল নেতা ভাদু শেখের খুনে গ্রেফতার আরও ৩। সিসিটিভি এবং ফোনের সূত্র ধরে মালদা, রামপুরহাট, ঝাড়গ্রাম থেকে পাকড়াও। ধৃতের সংখ্যা বেড়ে ৪।
- রামপুরহাটকাণ্ডে অভিযুক্তদের খোঁজে বগটুইয়ের ৫ জায়গায় তল্লাশি সিবিআইয়ের। এএসআইকে জিজ্ঞাসাবাদ। নজরে দমকল আধিকারিক ও পুলিশের নীচুতলার কর্মীরা। এএসআই-কে জিজ্ঞাসাবাদ।
-বিজেপিকে হুমকির ভিডিও ভাইরাল। কমিশনের শাস্তির মুখে পাণ্ডবেশ্বরের তৃণমূল বিধায়ক। ৭ দিনের জন্য সবরকম প্রচারে নিষেধাজ্ঞা।
- উদয়ন (বিজেপি তথা বিরোধীদের মনোনয়ন জমার ব্যবস্থা করে দেব)। পঞ্চায়েত ভোটে বিরোধীদের আশ্বাস উদয়নের। দলে কোণঠাসা, পাল্টা বিজেপি।
- মালদার চাঁচলে কার্তুজ তৈরির কারখানার হদিশ। উদ্ধার কার্তুজ ও অস্ত্র তৈরির সরঞ্জাম। গ্রেফতার বাড়ির মালিক। বীরভূমের খয়রাশোল থেকে ফের উদ্ধার বোমা।