Basanti Blast: ঘটনার ৩ দিন পর বাসন্তীতে বিস্ফোরণস্থলে ফরেন্সিক টিম, ক্ষুব্ধ গ্রামবাসীরা
South 24 Parganas: শনিবার ভরদুপুরে বিস্ফোরণে কেঁপে ওঠে দক্ষিণ ২৪ পরগনার বাসন্তী। পুড়ে ছাই হয়ে যায় খড়ের গাদা। বিস্ফোরণের তীব্রতায় ভেঙে খান খান হয়ে যায় কংক্রিটের দেওয়াল।
শান্তনু নস্কর, বাসন্তী: প্রায় ৭২ ঘণ্টা পর, মঙ্গলবার দুপুরে বাসন্তীর বিস্ফোরণস্থলে এল ফরেন্সিক টিম (Forensic team)। নমুনা সংগ্রহ করার পাশাপাশি, স্থানীয়দের সঙ্গে কথা বলেন ফরেন্সিক দলের সদস্যরা। ফরেন্সিক টিমের দেরিতে আসার অভিযোগে ক্ষোভ উগরে দিয়েছেন বাসিন্দারা। শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।
বিস্ফোরণস্থলে ফরেন্সিক টিম: শনিবার ভরদুপুরে বিস্ফোরণে কেঁপে ওঠে দক্ষিণ ২৪ পরগনার বাসন্তী। পুড়ে ছাই হয়ে যায় খড়ের গাদা। বিস্ফোরণের তীব্রতায় ভেঙে খান খান হয়ে যায় কংক্রিটের দেওয়াল। ঝলসে যায় চারজনের শরীর। এমন ভয়াবহ বিস্ফোরণের ৩দিন পর বাসন্তীর তৃণমূল পরিচালিত আমঝাড়া গ্রাম পঞ্চায়েতের ভারতীর মোড় এলাকায় এল ফরেন্সিক টিম। প্রায় ৭২ ঘণ্টা পর, মঙ্গলবার দুপুর ১টা নাগাদ ঘটনাস্থলে পৌঁছয় ৩ সদস্যের ফরেন্সিক দল। নমুনা সংগ্রহ করার পাশাপাশি, স্থানীয়দের সঙ্গে কথা বলেন ফরেন্সিক দলের সদস্যরা। ফরেন্সিকের দেরিতে আসা ও সব অভিযুক্ত এখনও গ্রেফতার না হওয়ায় ক্ষোভ উগরে দিয়েছেন বাসিন্দারা। বাসন্তীর বাসিন্দা আশাবুল শেখ বলেন, “এতবড় বিস্ফোরণ, যারা আহত হয়েছে তারাও তো অনেকের নাম বলেছে, তারা কীভাবে এলাকায় ঘুরে বেড়াচ্ছে। তাহলে আমাদের নিরাপত্তা কোথায়।’’
এদিকে, বাসন্তীতে বিস্ফোরণের ঘটনায় ইতিমধ্য়েই প্রকাশ্যে চলে এসেছে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। সরাসরি তৃণমূল পরিচালিত পঞ্চায়েত প্রধানের দিকে আঙুল তুলেছেন এলাকার যুব তৃণমূলনেতা ও পঞ্চায়েতের তৃণমূল সদস্য়। এই পরিস্থিতিতে, সাধারণ মানুষের অভিযোগকে হাতিয়ার করে সুর আরও চড়িয়েছে বিজেপি। বিজেপির জয়নগর সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক বিকাশ সর্দার বলেন, “শনিবার দুপুরে, ৩দিন হয়ে গেছে, একাধিক মানুষের আনাগোনা, তথ্য লোপাট, গোষ্ঠীদ্বন্দ্বে বিস্ফোরণ। এলাকার মানুষ আতঙ্কে।’’
গতবছর ডিসেম্বরে, পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরে বিস্ফোরণের তীব্রতায় ধূলিসাৎ আস্ত বাড়ি। উদ্ধার হয় তৃণমূলের বুথ সভাপতি-সহ ৩ জনের ঝলসানো দেহ।বিস্ফোরণকাণ্ডের ৪ দিনের মাথায় ঘটনাস্থলে গেছিল ফরেন্সিক দল। এবার দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীতে ভয়াবহ বিস্ফোরণের ৩দিন পর ঘটনাস্থলে গেল ফরেন্সিক।
আরও পড়ুন: TMC Leader Attacked : আক্রান্ত খোদ তৃণমূলের মহিলা কাউন্সিলর, উত্তর ২৪ পরগনার ইছাপুরে