TMC Leader Attacked : আক্রান্ত খোদ তৃণমূলের মহিলা কাউন্সিলর, উত্তর ২৪ পরগনার ইছাপুরে
Police : অভিযোগ, ইছাপুরের ২০ নম্বর রেলগেটের সামনে একটি গাড়ি থেকে তাঁর উদ্দেশে কটূক্তি করা হয়। বাইক থামিয়ে ২ যুবক ও ১ যুবতী তাঁকে মারধর করেন বলেও অভিযোগ। এলাকার বাসিন্দারা তাঁদের হাতেনাতে ধরে ফেলে।
সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা : তৃণমূলের (TMC) মহিলা কাউন্সিলরের ওপর হামলার অভিযোগ উঠল উত্তর ২৪ পরগনার (North 24 Pargans) ইছাপুরে (Ichapur) l ঘটনায় এক তরুণী সহ ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ (Police)। এই ঘটনা সামনে আসতেই তৃণমূলকে নিশানা করেছে বিজেপি (BJP)। পাল্টা জবাব দিয়েছে শাসক দল।
আক্রান্ত খোদ মহিলা কাউন্সিলর
ফের প্রশ্নের মুখে নারী নিরাপত্তা। ইছাপুরে আক্রান্ত হলেন খোদ তৃণমূলের মহিলা কাউন্সিলর (TMC Woman Councillor)। হামলার অভিযোগ উঠল ১ যুবতী ও ২ যুবকের বিরুদ্ধে। উত্তর ব্যারাকপুর পুরসভার (North Barracpore Municipality) আক্রান্ত তৃণমূল কাউন্সিলরের দাবি, সোমবার রাতে দলীয় কর্মসূচি সেরে স্বামীর বাইকে চড়ে বাড়িতে ফিরছিলেন l অভিযোগ, ইছাপুরের ২০ নম্বর রেলগেটের সামনে একটি গাড়ি থেকে তাঁর উদ্দেশে কটূক্তি করা হয়। বাইক থামিয়ে ২ যুবক ও ১ যুবতী তাঁকে মারধর করেন বলেও অভিযোগ। এলাকার বাসিন্দারা তাঁদের হাতেনাতে ধরে ফেলে। পুলিশের হাতে তুলে দেয়। সোশাল মিডিয়ায় (Social Media) সেই ঘটনা পোস্ট করেন তৃণমূল কাউন্সিলর।
পুলিশে অভিযোগ দায়ের
নোয়াপাড়ায় থানায় (Noapara Police Station) লিখিত অভিযোগ দায়ের করেন আক্রান্ত কাউন্সিলর। এই ঘটনা সামনে আসতেই তৃণমূলকে বিঁধেছে বিজেপি। নোয়াপাড়া বিজেপির মণ্ডল সভাপতি উজ্জ্বল সেন বলেছেন, 'এই ঘটনা নতুন কিছু নয়, গোষ্ঠীদ্বন্দ্ব নয় তো'। পাল্টা দমদম-ব্যারাকপুর (Dumdum-Barracpore) সাংগঠনিক জেলার সভাপতি পাল্টা বলেছেন, 'ওদের কাজ সবতেই গোষ্ঠীদ্বন্দ্ব দেখা। প্রশাসনকে বলব ব্যবস্থা নিতে।' পুলিশের প্রাথমিক অনুমান, গাড়ি রাখাকে কেন্দ্র করে বচসার জেরে এই ঘটনা ঘটেছে।
আরও পড়ুন- বেজে গেল দামামা, কবে থেকে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড পাবে পরীক্ষার্থীরা ? জানিয়ে দিল পর্ষদ
কয়েকদিন আগেই প্লাস্টিকের ক্যারিব্যাগ ব্যবহারের অভিযোগ খতিয়ে দেখতে গিয়ে মিষ্টি ব্যবসায়ীর সঙ্গে বচসায় জড়ান হুগলির (Hooghly) উত্তরপাড়া (Uttarpara)-কোতরং (Kotrong) পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের তৃণমূল (TMC) কাউন্সিলর অজয় সিংহ। ব্যবসায়ী ও তাঁর স্ত্রীকে মারধর ও অশালীন আচরণের অভিযোগ উঠল তাঁর বিরুদ্ধে। সিসি ক্যামেরায় ধরা পড়ে হাতাহাতির ছবি। যদিও মিষ্টি ব্যবসায়ীর দাবি, ক্যারিব্যাগ ইস্যু নয়, পুরভোটের সময় তাঁর দোকানে বিজেপির ব্যানার লাগানো হয়। সেই আক্রোশ থেকেই হামলা বলে অভিযোগ করেছেন ব্যবসায়ী। মারধরের কথা অস্বীকার করে ব্যবসায়ীর বিরুদ্ধে গালিগালাজের পাল্টা অভিযোগ করেছেন তৃণমূল (tmc) কাউন্সিলর। দু’পক্ষই থানায় অভিযোগ দায়ের করেছে। বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন উত্তরপাড়া-কোতরং পুরসভার চেয়ারম্যান দিলীপ যাদব।