Coochbehar News: কাঠ পাচারকারীদের ধাওয়া করতে গিয়ে কোচবিহারে জনতার হাতে আক্রান্ত বনকর্মী
Forest Officials Got Attacked: বনকর্মীদের উপর অতর্কিত হামলা উত্তেজিত জনতার। ঘটনায় জখম এক বনকর্মী। অভিযোগ, জনতার ছোড়া ইট-পাথরে বন দফতরের গাড়ির কাচও ভেঙে যায়।
শুভেন্দু ভট্টাচার্য, তুফানগঞ্জ: বনকর্মীদের (forest department)উপর অতর্কিত হামলা (attack) উত্তেজিত জনতার (residents)। ঘটনায় জখম (injured) এক বনকর্মী (forest official)। অভিযোগ, জনতার ছোড়া ইট-পাথরে বন দফতরের গাড়ির কাচও ভেঙে যায়। বুধবার রাতে তুফানগঞ্জের (tufangunj) বক্সিরহাটের বাঁশরাজা এলাকার ঘটনা। জখম বনকর্মীকে উদ্ধার করে প্রথমে তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু সূত্রের খবর, তাঁর আঘাত গুরুতর। ফলে পরবর্ততে কোচবিহার মেডিক্যাল কলেজ ও হাসপাতালে রেফার করা হয় তাঁকে।
কী হয়েছিল?
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আলিপুরদুয়ার জেলার শামুকতলা রেঞ্জের ছজন বনকর্মী একটি পিক আপ ভ্যান করে অবৈধ কাঠ-সহ মাফিয়াদের গাড়ির পিছনে ধাওয়া করেছিলেন। কিন্তু সেই অভিযানেই ওই ছজন বনকর্মী আলিপুরদুয়ার জেলা পেরিয়ে ঢুকে পড়েন তুফানগঞ্জের বক্সিরহাটের বাঁশারাজা এলাকায়। তাঁদের দাবি, সংশ্লিষ্ট আটিয়া মোচড় বনদফতরকে জানিয়েই ঢুকেছিলেন। অথচ তার পরও বিপত্তি। প্রত্যক্ষদর্শীদের একাংশের দাবি, পর পর দুটি গাড়িকে পুলিশি ব্যারিকেড ভেঙে বেরিয়ে যেতে দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন স্থানীয় মানুষজন। কিছু ক্ষণ পর ফের সেই দুটি গাড়িই বাঁশরাজার দিকে এলে ইট ও পাথ ছুড়তে থাকেন এলাকার মানুষরা। তাতে কাঠ মাফিয়াদের গাড়ির কাচ ভাঙলেও অভিযুক্তরা সেখান থেকে পালিয়ে যায়। কিন্তু গাড়ি থামিয়ে দেন বনকর্মীরা। অভিযোগ, সে সময়ই বনকর্মীদের উপর অতর্কিত হামলা চালায় উত্তেজিত জনতা । ঘটনায় গুরুতর আহত হয় এক বনকর্মী। খবর পেয়ে তুফানগঞ্জ মহকুমা অতিরিক্ত পুলিশ আধিকারিকের নেতৃত্বে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় বক্সিরহাট থানার পুলিশ। ভাঙা অবস্থায় বন দফতরের গাড়িটিকে নিয়ে যাওয়া হয় আলিপুরদুয়ারে। যদিও এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি বলেই পুলিশ সূত্রে খবর। তবে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা রয়েছে। গোটা এলাকা থমথমে।
আগেও আক্রান্ত বনকর্মীরা...
কর্তব্য পালন করতে গিয়ে বনকর্মীদের আক্রান্ত হওয়ার ঘটনা নতুন নয়। গত মার্চেই জলপাইগুড়ির সরস্বতীপুরে জঙ্গলে আগুন লাগানো রুখতে গিয়ে আক্রান্ত হয়েছিলেন বন দফতরের বেশ কয়েক জন! ওই ঘটনায় বিট অফিসার-সহ ৪ জনের চোট লাগে। গজলডোবা মিলনপল্লি থানায় অভিযোগ দায়ের করেছিল বন দফতর। পুলিশ সূত্রে খবর মিলেছিল,দুষ্কৃতীদের খোঁজ চলছে।
এবার কোচবিহারে কাঠ-পাচারকারীদের ধাওয়া করতে গিয়ে জনতার হাতে আক্রান্ত হওয়ার অভিযোগ।
আরও পড়ুন:টাকা না তোলায় মাদক মামলা, তৃণমূল নেতার নিশানায় অনুব্রত