Fuel Price Hike: মানুষের বেঁচে থাকাকে কঠিন করে দিচ্ছে বিজেপি, জ্বালানির মূল্যবৃদ্ধি নিয়ে তোপ কুণালের
TMC attacks BJP: ‘তৃণমূলের প্রতিবাদে উত্যক্ত হয়ে রাজ্যে করা হচ্ছে বৃহত্তর ষড়যন্ত্র। কেন গ্রেফতার করা হচ্ছে না শুভেন্দু অধিকারীকে? সংসদের ভিতরে-বাইরে এর প্রতিবাদ হবে’, বললেন কুণাল ঘোষ।
রুমা পাল, কলকাতা: ‘ভোটের (Elections) আগে কেন বাড়ল না পেট্রোল-ডিজেলের (Petrol-Diesel Price Hike) দাম? এই দাম বাড়ানোর সিদ্ধান্ত সম্পূর্ণ রাজনৈতিক। তৃণমূলের (TMC) প্রতিবাদে উত্যক্ত হয়ে রাজ্যে করা হচ্ছে বৃহত্তর ষড়যন্ত্র। মানুষের বেঁচে থাকাকে কঠিন করে দিচ্ছে বিজেপি (BJP)। সংসদের ভিতরে-বাইরে এর প্রতিবাদ হবে। মানুষকে অনুরোধ, বিজেপি-কে ভোট দেবেন না’, সাংবাদিক বৈঠকে বললেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ।
জ্বালানির মূল্যবৃদ্ধি নিয়ে বিজেপি-কে তোপ কুণালের
ভারতে সর্বকালীন রেকর্ড গড়েছে পেট্রোলের দাম। ডিজেলের দাম একশোর চৌকাঠে। কলকাতায় ৮৪ পয়সা বেড়ে পেট্রোলের দাম হয়েছে ১১২ টাকা ১৯ পয়সা। ৮০ পয়সা বেড়ে ডিজেলের দাম হয়েছে ৯৭ টাকা ২ পয়সা। এই নিয়ে গত ১২ দিনে ১০ বার বাড়ল জ্বালানির দাম। পেট্রোলের দাম বেড়েছে ৭ টাকা ৫২ পয়সা। ডিজেলের দাম এই ১২ দিনে বেড়েছে ৭ টাকা ২৩ পয়সা। পেট্রোপণ্যের দাম বৃদ্ধি নিয়ে বিজেপি-কে আক্রমণ করছে তৃণমূল কংগ্রেস সহ বিরোধী দলগুলি। আজ ফের এই ইস্যুতে বিজেপি-কে আক্রমণ করলেন কুণাল।
সিবিআই-কে রাজনৈতিক স্বার্থে ব্যবহারের অভিযোগ
পাশাপাশি সিবিআই-কে (CBI) রাজনৈতিকভাবে ব্যবহার করা হচ্ছে বলেও অভিযোগ করেন কুণাল। তাঁর দাবি, ‘সিবিআইকে রাজনৈতিক স্বার্থ ব্যবহার করা হচ্ছে। প্রধান বিচারপতি যথার্থই মূল্যায়ন করেছেন। কেন গ্রেফতার করা হচ্ছে না শুভেন্দু অধিকারীকে? (Suvendu Adhikari)’
সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি (CJI) এন ভি রামানা (NV Ramana) সিবিআই-এর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। ১৯তম ডিপি কোহলি মেমোরিয়াল লেকচারে তিনি বলেন, ‘শুরুতে সিবিআই-এর উপর মানুষের গভীর আস্থা ছিল। কিন্তু গত কয়েক বছরে সিবিআই-এর বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠছে। রাজনৈতিক নেতৃত্বের বদল হবে, আপনাদের সংস্থা কিন্তু স্থায়ী। বহু ক্ষেত্রেই সিবিআই তদন্তের আবেদন আসে। কিন্তু তারপর সিবিআই-এর অবস্থান সংস্থার বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলে।’
প্রধান বিচারপতির এই বক্তব্যকেই সমর্থন করে বিজেপি-র বিরুদ্ধে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অপব্যবহারের অভিযোগ এনেছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক।