Fuel Price Hike : চিন্তা বাড়াচ্ছে জ্বালানির জ্বালা, পরপর দু'দিন চড়ল পেট্রোল-ডিজেলের দাম
Petrol Diesel Price in Kolkata : উত্তরপ্রদেশ-সহ পাঁচ রাজ্যে ভোট মিটতেই, সাড়ে চারমাস পর ফের বাড়ল পেট্রোল, ডিজেলের দাম। আগেই বেড়েছে রান্নার গ্যাসের দাম।
কলকাতা : ইতিমধ্যে ছেঁকা দিচ্ছে গ্যাসের মূল্য (LPG Cylinder Price), পাশাপাশি এবার ক্রমাগত কপালের ভাঁজ চওড়া করতে শুরু করল জ্বালানির দামও (Fuel Price Hike)। নাগাড়ে পরপর দু’ দিন বাড়ল জ্বালানির দাম। কলকাতায় প্রতি লিটার পেট্রোলের দাম (Petrol Price Hike) ৮৩ পয়সা বাড়ল। আর ডিজেলের ক্ষেত্রে দামবৃদ্ধি (Diesel Price Hike) হল ৮০ পয়সা। যার জেরে বুধবার থেকে কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম গিয়ে দাঁড়াল ১০৬ টাকা ৩৪ পয়সা। আর দাম বেড়ে আপাতত মহানগরে ডিজেলের লিটারপ্রতি দাম হল ৯১ টাকা ৪২ পয়সা। প্রসঙ্গত, উত্তরপ্রদেশ-সহ পাঁচ রাজ্যে ভোট (Assembly Elections) মিটতেই, সাড়ে চারমাস পর ফের বাড়ল পেট্রোল, ডিজেলের দাম। সবমিলিয়ে করোনা আবহ (Corona Pandemic) কাটিয়ে ছন্দে ফেরার চেষ্টায় থাকা মধ্যবিত্তের চিন্তা আরও একটু বাড়ল। জ্বালানির দামবৃদ্ধিতে নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্যের দামবৃদ্ধি থেকে মূল্যবৃদ্ধির আশঙ্কা, মাথাচাড়া দিতে শুরু করেছে সবই।
ভোট মিটতেই বৃদ্ধি জ্বালানির দামে
উত্তরপ্রদেশ সহ দেশের পাঁচ রাজ্যের বিধানসভা ভোট মেটার পরই জ্বালানির মূল্যবৃদ্ধি হবে বলেই আশঙ্কা করছিল ওয়াকিবহাল মহল। সেই আশঙ্কা সত্যি করেই একধাক্কায় গৃহস্তের রান্নার গ্যাসের দাম বেড়েছে ৫০ টাকা। আপাতত কলকাতায় ১৪.২ কিলোগ্রাম রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম বেড়ে হয়েছে ৯৭৬ টাকা, এত দিন তা ছিল ৯২৬ টাকা।
দেশের অন্য বড় শহরে জ্বালানির কত দাম
লিটারপ্রতি ৮০ পয়সা বেড়ে দিল্লিতে পেট্রোলের দাম হয়েছে ৯৭ টাকা ১ পয়সা, ডিজেল ৮৮ টাকা ২৭ পয়সা। মুম্বইয়ে লিটারে ৮৫ পয়সা বেড়ে পেট্রোলের দাম ১১১ টাকা ৬৭ পয়সা ও ডিজেলের দাম দাঁড়িয়েছে ৯৫ টাকা ৮৫ পয়সা। চেন্নাইতে লিটারপ্রতি ৭৬ পয়সা বেড়েছে জ্বালানির দাম। সেখানে পেট্রোলের দাম ১০২ টাকা ৯১ পয়সা ও ডিজেলের দাম ৯২ টাকা ৯৫ পয়সা।
এর আগে, রবিবার শিল্পের জন্য ডিজেলের দামও একধাক্কায় প্রতি লিটারে ২৫ টাকা বৃদ্ধি করা হয়। সামরিক সরঞ্জাম প্রস্তুতকারী, রেল সরঞ্জাম প্রস্তুতকারী, পরিবহণ, তাপবিদ্যুৎ, সিমেন্ট, রাসায়নিক এবং অন্য শিল্প সংস্থার বেশি জ্বালানির প্রয়োজন পড়ে। এ ছাড়াও বিমানবন্দর, শপিং মল এবং অন্য শিল্প ক্ষেত্রেও জ্বালানির চাহিদা তুলনামূলক বেশি। তাই একসঙ্গে বেশি পরিমাণ পেট্রল বা ডিজেল কিনতে হয় তাদের। তাদেরই লিটারে ২৫ টাকা বেশি দিয়ে কিনতে হচ্ছে ডিজেল।
আরও পড়ুন- পেট্রোল, ডিজেল ও রান্নার গ্যাসের দামে লম্বা লাফ, কলকাতায় কোনটার কত দাম