Gangasagar : ঘন কুয়াশার জেরে পথ দুর্ঘটনায় জখম হলেন ৫ সাগরযাত্রী
শনিবার ভোরে ছিল ঘন কুয়াশা। দৃশ্যমানতা ছিল উল্লেখযোগ্য ভাবে কম। দুর্ঘটনাটি ঘটে সাগরের জোড়ামন্দির এলাকায়।
কলকাতা : নানা বয়সের নানা মুখ, নানা ভাষার মিলন ক্ষেত্রে গঙ্গাসাগর ( ganga sagar ) । পুণ্যলাভের আশায় হাজার হাজার মাইল ছুটে আসা ভক্ত, সন্ন্যাসী, দেশি-বিদেশি অতিথি। এরই মধ্যে ঘটে গেল অপ্রীতিকর ঘটনা। ঘন কুয়াশার জেরে পথ দুর্ঘটনায় জখম হলেন ৫ সাগরযাত্রী।
শনিবার ভোরে ছিল ঘন কুয়াশা। দৃশ্যমানতা ছিল উল্লেখযোগ্য ভাবে কম। দুর্ঘটনাটি ঘটে সাগরের জোড়ামন্দির এলাকায়। আহতদের সাগর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ২ জনের অবস্থা আশঙ্কাজনক। তাঁদের কলকাতায় স্থানান্তরিত করা হচ্ছে।
পুণ্যস্নান সেরে কলকাতার একদল পর্যটক ( Pilgrims ) গাড়িতে করে কচুবেড়িয়ায় ফিরছিলেন। সেইসময় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে বিদ্যুতের খুঁটিতে ধাক্কা মারে। তবে গাড়িটির গতি কেমন ছিল, কুয়াশার জন্য সমস্যার সৃষ্টি হয়েছিল কি না তা জানা যায়নি এখনও। গাড়িটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা উদ্ধারকাজে হাত লাগায়। পরে পুলিশ গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
শনিবার ঘন কুয়াশার ( Fog ) কারণে বাবুঘাট থেকেও বন্ধ গঙ্গাসাগরগামী বাস পরিষেবা। এদিন সাগরের কচুবেড়িয়ার লট এইট থেকে লঞ্চ ও ভেসেল পরিষেবা বন্ধ রাখা হয়। ভিড় এড়াতে বাবুঘাটের ট্রানজিট পয়েন্ট থেকেও বাস পরিষেবা বন্ধ করে দেয় প্রশাসন। বিপাকে গঙ্গাসাগর যাত্রীরা।
আরও পড়ুন :
মকর সংক্রান্তিতে এক ধাক্কায় ২০ র কাছাকাছি তাপমাত্রা, শীতের সকালেই গুমোট ভাব
ঘন কুয়াশার কারণে একঘণ্টা বন্ধ থাকে হাওড়া থেকে গঙ্গাসাগরগামী বাস পরিষেবা। সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত হাওড়া স্টেশন লাগোয়া বাস স্ট্যান্ড থেকে বাস পরিষেবা বন্ধ রাখা হয়। কুয়াশা কাটলে ফের শুরু হয় বাস চলাচল।
মিলেনিয়াম পার্ক থেকে লঞ্চ না ছাড়ায় বিপাকে পড়েন গঙ্গাসাগরগামী যাত্রীরা। বিভিন্ন রাজ্য, দূর দূরান্তের জেলা থেকে এসেছেন পুণ্যার্থীরা। অনলাইনে টিকিট কেটে বেসরকারি সংস্থার জলযানে এদিন গঙ্গাসাগর যাওয়ার কথা ছিল। ভোর থেকে মিলেনিয়াম পার্কে ভিড় করেন পুণ্যার্থীরা। তাঁদের অভিযোগ, কুয়াশার কারণে লঞ্চ ছাড়বে না বলে মেসেজ পাঠানো হয়। শেষ মুহূর্তে কীভাবে যাবেন, তা ভেবে কূল পাচ্ছেন না গঙ্গসাগর যাত্রীরা।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আপাতত জাঁকিয়ে শীতের সম্ভাবনা নেই। বঙ্গোপসাগরের উচ্চচাপ বলয় সম্পূর্ণ নষ্ট না হলে বঙ্গে শীত ফেরার আশা অধরাই থেকে যাবে এই মরসুমে।