Kaikhali Fire: কৈখালিতে বহুতলে বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকল
Kaikhali Fire Incident: ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের চারটি ইঞ্জিন।
কলকাতা: কৈখালির কাছে দশদ্রোণ এলাকায় বহুতলে আগুন। পাঁচতলা বাড়ির উপরে গেঞ্জি কারখানায় আগুন লেগেছে। দেখা যাচ্ছে আগুনের লেলিহান শিখা। ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের চারটি ইঞ্জিন। আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছেন দমকল কর্মীরা। স্থানীয় মানুষজনও আগুন নিয়ন্ত্রণে এগিয়ে এসেছেন। (Kaikhali Fire)
কৈখালির দশদ্রোণ এলাকার একটি বহুতল বাড়িতে আগুন লাগে। এখনও পর্যন্ত যা খবর, শনিবার সকাল পৌনে ৮টা নাগাদ আগুন লাগে। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হল দমকল বিভাগকে। কিছু ক্ষণের মধ্যেই ঘটনাস্থলে এসে পৌঁছয় দমকলের চারটি ইঞ্জিন। কিন্তু আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি এখনই। পাঁচতলা উচ্চতায় পৌঁছতে সমস্যায় পড়তে হচ্ছে দমকল কর্মীদের। (Kaikhali Fire Incident)
স্থানীয়রা জানিয়েছেন, যে বাড়ির গেঞ্জি কারখানায় আগুন লেগেছে, সেখানে ঘটনার সময় পাঁচ তলায় বেশ কয়েক জন আটকে পড়েন। আর কেউ আটকে রয়েছেন কিনা, তা জানা যায়নি এখনও পর্যন্ত। আগুন যাতে আশেপাশের এলাকায় ছড়িয়ে না পড়ে, সেই চেষ্টা চলছে। আগুন নেভানোর কাজে হাত লাগিয়েছেন স্থানীয় বাসিন্দারাও। এই পরিস্থিতিতে আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। পরিস্থিতি সামাল দিচ্ছেন দমকলকর্মীরা। সকলকে নিরাপদ দূরত্বে থাকতে বলা হয়েছে আপাতত। দ্রুত আগুন নেভানোর চেষ্টা চলছে। কী থেকে আগুন লাগল, তা এখবও জানা যায়নি।
আরও পড়ুন: CV Ananda Bose Controversy: ঠিক কী কী হয়েছিল? এবিপি আনন্দে মুখ খুললেন রাজভবন-কাণ্ডের অভিযোগকারিণী
ঘটনাস্থলে পৌঁছেছে স্থানীয় থানার পুলিশও। কেউ ভিতরে আটকে রয়েছেন কিনা, খতিয়ে দেখা হচ্ছ। বাড়িতে অন্য যাঁরা ছিলেন সকলকে বের করে আনা হয়েছে। গেঞ্জি কারখানার কোনও কর্মী অগ্নিকাণ্ডের সময় ভিতরে ছিলেন কি না, সেই নিয়ে ধন্দ দেখা গিয়েছে। এখনও পর্যন্ত আগুন লাগার সঠিক কারণ জানা যায়নি। আপাতত আগুন সামাল দেওয়াতেই জোর দেওয়া হচ্ছে।
কৈখালির যে বাড়িতে আগুন লেগেছে, সেটি একটি বসত। ওই বাড়ির লাগোয়া আরও বেশ কিছু বাড়ি রয়েছে। বাড়ির পাঁচ তলায় উপরে গেঞ্জি কারখানায় অনুমতি মিলল কী করে, সেই নিয়ে প্রশ্ন উঠছে। এর আগে, বড়বাজারের ঘিঞ্জি এলাকায় অগ্নিকাণ্ডে আগুনের ঘটনায় দ্রুত আগুন ছড়িয়ে পড়তে দেখা দেয়। সেখানে তড়িঘড়ি সকলকে সরিয়ে নিয়ে যাওয়া হয়। এদিন কৈখালির যেবাড়ির পাঁচতলায় আগুন লেগেছে, তার চারতলায়ও মানুষ থাকেন। বাড়িটির নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রাও।