Ghatal College Chaos: ঘাটাল কলেজে ভর্তি-দুর্নীতির অভিযোগ, SFI-এর অভিযান ঘিরে তুলকালাম
West Midnapore: SFI-এর অভিযোগ, ইউনিয়নের নাম করে জাল রসিদ দিয়ে ঘাটাল কলেজ পড়ুয়াদের কাছ থেকে টাকা তুলছে TMCP.

সোমনাথ দাস, ঘাটাল: পশ্চিম মেদিনীপুরের ঘাটাল কলেজে ভর্তি-দুর্নীতির অভিযোগে SFI-এর অভিযান ঘিরে তুলকালাম। স্লোগান-পাল্টা স্লোগান, তৃণমূল ছাত্র পরিষদের সদস্যদের সঙ্গে বচসা বেধে যায় SFI সদস্যদের। মিছিল করে ঘাটাল থানার সামনে এসে বিক্ষোভ দেখায় বাম ছাত্র সংগঠন। অস্তিত্ব টিকিয়ে রাখতে মিথ্যা অভিযোগ, পাল্টা দাবি তৃণমূল ছাত্র পরিষদের।
ছাত্র ভর্তিতে দুর্নীতির অভিযোগে বুধবার ঘাটাল কলেজ অভিযানের ডাক দিয়েছিল SFI. SFI-এর অভিযোগ, ইউনিয়নের নাম করে জাল রসিদ দিয়ে ঘাটাল কলেজ পড়ুয়াদের কাছ থেকে টাকা তুলছে TMCP. এর প্রতিবাদে এদিন কলেজের সামনে বিক্ষোভ দেখায় SFI. গেটের এপারে থাকা TMCP সদস্যদের সঙ্গে বচসা বেধে যায়। SFI রাজ্য সম্পাদক দেবাঞ্জন দে বলেন, "কারও অসুবিধা করার লক্ষ্য আমাদের নয়। শুধু সবাইকে সচেতন করার লক্ষ্য যে, ঘাটাল কলেজে তৃণমূলের মাতব্বরেরা এইভাবে ক্রিমিনালদের সিন্ডিকেট চালাচ্ছে। গোটা পশ্চিমবাংলায় সমস্ত ক্যাম্পাসে ক্রাইম সিন্ডিকেট চালাচ্ছে। এই ক্যাম্পাসেও সিন্ডিকেট চালাচ্ছে...জাল রসিদ দিয়ে TMCP নেতা ক্যাম্পাসে বসে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দুর্নীতি করাচ্ছে।''
পড়ুয়াদের কাছ টাকা তোলার অভিযোগ উড়িয়ে দিয়েছে তৃণমূল ছাত্র পরিষদ। উল্টে SFI-কেই কাঠগড়ায় তুলেছে তারা। যোগাযোগ করা হলেও ভর্তি-দুর্নীতির অভিযোগ নিয়ে মুখে কুলুপ এঁটেছে ঘাটাল কলেজ কর্তৃপক্ষ।এদিন ঘাটাল থানা পর্যন্ত মিছিল করে SFI. থানার সামনে বিক্ষোভও দেখান বাম ছাত্র সংগঠনের সদস্যরা। পরে পুলিশের আশ্বাসে অবরোধ ওঠে। ঘাটাল কলেজের তৃণমূল ছাত্র পরিষদের সহ সভাপতি সুমন ঘাঁটি বলেন, "SFI-এর গুন্ডাবাহিনী কলেজ অশান্ত করার চেষ্টা করছে। ইউনিয়ন দখল করতে চাইছে। ওরা অশান্তি করতে ক্যাম্পাসে এসেছে যারা বিধানসভায় শূন্য।''
চলতি মাসেই মেদিনীপুর কলেজে SFI ও TMCP সদস্যদের বচসা ও হাতাহাতি ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। কলেজের বাইরে ক্য়াম্প করে হেল্প ডেস্ক করেছিল বিভিন্ন রাজনৈতিক দলের ছাত্র সংগঠন। কাউন্সেলিং চলাকালীনই সেই ক্য়াম্প থেকেই হচ্ছিল সদস্য সংগ্রহ অভিযান। আর তা ঘিরেই উত্তপ্ত হয় পরিস্থিতি। দু'পক্ষই পরস্পর বহিরাগতদের নিয়ে অশান্তি পাকানোর অভিযোগ তোলে। মেদিনীপুর কলেজের SFI নেত্রী শাঁওলি দত্তর অভিযোগ ছিল, "কলেজের রানিং স্টুডেন্ট একটা মেয়ে সে কলেজে ঢুকতে যাচ্ছে, টিএমসিপিরা তাঁদের উপর এমন জোর জবরদস্তি করছে সে কান্না করে ভেতরে ঢুকতে চেষ্টা করছে। আমরা থার্ড ইয়ারের স্টুডেন্ট।আমাদের বহিরাগত বলছে।''






















