Golfgreen Death Update: গল্ফগ্রিনে যুবকমৃত্যু কাণ্ডে গ্রেফতার সিভিক ভলান্টিয়ার
Kolkata Police: ৫ অগাস্ট এম আর বাঙুর হাসপাতালে মৃত্যু হয় আজাদগড়ের বাসিন্দা দীপঙ্কর সাহার।
কলকাতা: গল্ফ গ্রিনে (Golf Green) পুলিশ হেফাজতে যুবককে পিটিয়ে মারার অভিযোগে সিভিক ভলান্টিয়ারকে গ্রেফতার করল কলকাতা পুলিশ (Kolkata Police)। ধৃতের বিরুদ্ধে ওই ঘটনায় যোগসাজশের অভিযোগ রয়েছে। ধৃতের বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের ধারায় মামলা রুজু করেছে পুলিশ। গত ৫ অগাস্ট এম আর বাঙুর হাসপাতালে মৃত্যু হয় আজাদগড়ের বাসিন্দা দীপঙ্কর সাহার। অভিযোগ, জিজ্ঞাসাবাদের নাম করে ওই যুবককে তুলে নিয়ে যায় পুলিশ। তারপর পিটিয়ে আধমরা করে রাস্তায় ফেলে দিয়ে যায় বলে অভিযোগ পরিবারের। এই ঘটনায় ইতিমধ্যেই সিট গঠন করা হয়েছে।
হাইকোর্টের দ্বারস্থ পরিবার:
এদিকে এই ঘটনায় হাইকোর্টের দ্বারস্থ হয়েছে মৃতের পরিবার। গল্ফগ্রিন থানায় পুলিশের মারে যুবকের মৃত্যুর অভিযোগ উঠেছিল। সেই ঘটনায় হাইকোর্টের দ্বারস্থ হয়েছে পরিবার। পুলিশের বিরুদ্ধে অতি সক্রিয়তার অভিযোগ। আগামী ৩০ অগস্ট শুনানির সম্ভাবনা।
কী অভিযোগ:
পুলিশের মারধরে যুবকের মৃত্যুর অভিযোগ উঠেছিল গল্ফগ্রিন থানা এলাকায়। দীপঙ্কর সাহা নামে এক যুবককে মারধরের অভিযোগ উঠেছে। পরে এম আর বাঙুর হাসপাতালে ওই যুবকের মৃত্যু হয়। মৃত দীপঙ্কর সাহার পরিবারের সদস্যদের দাবি, গত ররিবার দুপুর ২টোর সময় দীপঙ্করকে জিজ্ঞাসাবাদের জন্য বাড়ি থেকে নিয়ে যায় গল্ফগ্রিন থানার পুলিশ। অভিযোগ, রাত ৯টার সময় দীপঙ্করকে গুরুতর আহত অবস্থায় আজাদগড় মোড়ে ফেলে রেখে দিয়ে চলে যায় তারা। এরপর থেকে অসুস্থই ছিল দীপঙ্কর। পরিবারের সদস্যদের দাবি, ওই ঘটনার পরে বুধবার দীপঙ্কর অসুস্থ বোধ করায়, তাঁকে নিয়ে যাওয়া শিশুমঙ্গল হাসপাতালে। প্রাথমিক চিকিৎসা করিয়ে তাঁকে ওই রাতেই বাড়ি ফিরিয়ে আনা হয়। ঠিক তার পরেরদিন, বৃহস্পতিবার রাতে ফের গুরুতর অসুস্থ হয়ে পড়েন দীপঙ্কর। তখন তাঁকে এম আর বাঙুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শুক্রবার ভোরে তাঁর মৃত্যু হয়। সামনে এসেছে থানার সামনে সিসিটিভি ফুটেজও। সেখানে দীপঙ্করকে সঙ্গে নিয়ে দুই পুলিশকর্মী বেরিয়ে যাচ্ছেন বলে দেখা যাচ্ছে।
এই ঘটনায় গোড়া থেকেই বিক্ষোভ দেখিয়েছে বিরোধীরা। বাম থেকে বিজেপি-কংগ্রেস সকলেই এই ঘটনার প্রতিবাদ করেছে। মৃতের পরিবারের সঙ্গে দেখা করেছেন বাম-বিজেপি নেতৃত্ব। দীপঙ্করের পরিবারের সঙ্গে দেখা করতে তাঁদের বাড়িতে গিয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। এই ঘটনায় বারবার প্রশাসনের বিরুদ্ধেই আক্রমণ শানিয়েছেন বিরোধীরা।
আরও পড়ুন: 'আমার আমলে দুর্নীতি হয়নি', কলকাতায় ফিরে দাবি এসএসসি-র প্রাক্তন চেয়ারম্যানের