Governor Speech : 'আশা করব বাংলাকে প্রাপ্য টাকা দ্রুত পরিশোধ করবে কেন্দ্র' : রাজ্যপাল
WB Assembly : বিধানসভায় বাজেট অধিবেশনের শুরুতে রাজ্যপালের ভাষণেও এল কেন্দ্রীয় বঞ্চনার প্রসঙ্গ
কলকাতা : এর আগে বারবার কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলেছেন তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) বিভিন্ন সভামঞ্চ থেকে এনিয়ে সরব হয়েছেন। এবার বিধানসভায় বাজেট অধিবেশনের শুরুতে রাজ্যপাল সি ভি আনন্দ বোসের ভাষণেও এল কেন্দ্রীয় বঞ্চনার প্রসঙ্গ। রাজ্যপাল বললেন, "কেন্দ্রের কাছে বকেয়া রয়েছে প্রায় ১১ হাজার ৮০০ কোটি টাকা। যে কারণে উন্নয়নের কাজ করতে সমস্যা হচ্ছে। আশা করব, কেন্দ্র বাংলাকে প্রাপ্য টাকা দ্রুত পরিশোধ করবে।"
বুধবার বিধানসভায় বাজেট অধিবেশনের শুরুতে, রাজ্য়পাল সি ভি আনন্দ বোসের ভাষণ চলাকালীনই বিক্ষোভ দেখান বিজেপি বিধায়করা! ছত্রে ছত্রে শুধু রাজ্য সরকারের প্রশংসাই নয়, বাজেট অধিবেশনের শুরুতে রাজ্যপালের ভাষণে উঠে আসে কেন্দ্রীয় বঞ্চনার প্রসঙ্গও! রাজ্য সরকার কোন কোন ক্ষেত্রে, বিশেষ সাফল্য পায়নি, তার উল্লেখ ছিল রাজ্য়পালের ভাষণে। কিন্তু, কেন সেই সাফল্য আসেনি ? সেই কারণ হিসেবে রাজ্যপালের বক্তব্যে দায়ী করা হয়েছে কেন্দ্রীয় বঞ্চনাকেই!
কী বলেন রাজ্যপাল ?
রাজ্যপাল বলেন, যে তিনটি ক্ষেত্রে এবছর আমরা বিশেষ সাফল্য অর্জন করতে পারিনি সেগুলি হল, ১০০ দিনের কাজ, গ্রামীণ আবাসন ও গ্রামীণ সড়ক। ২০২১-২২ সাল পর্যন্ত পশ্চিমবঙ্গ এই ক্ষেত্রগুলিতে প্রথম স্থানে ছিল। কিন্তু, এবছর রাজ্য এখনও পর্যন্ত কেন্দ্রের কাছ থেকে তার প্রাপ্য টাকা পায়নি। ১১ হাজার ৮০০ কোটি টাকারও বেশি পাওনা এখনও বকেয়া রয়েছে। এর ফলে সাধারণ মানুষের জনকল্যাণের লক্ষ্যে প্রতিশ্রুতি পূরণের কাজে রাজ্য সরকারকে অনেক অসুবিধা ও অনেক বাধার মুখে পড়তে হচ্ছে। দরিদ্র মানুষের স্বার্থে কেন্দ্রীয় সরকার শীঘ্রই টাকা পাঠাবে বলে আমি আশা রাখি এবং আমার স্থির বিশ্বাস যে কেন্দ্রীয় সরকারের কাছ থেকে প্রাপ্য টাকা পেয়ে গেলে পশ্চিমবঙ্গ ১০০ দিনের কাজ, গ্রামীণ আবাসন ও গ্রামীণ সড়কের ক্ষেত্রগুলিতে পুনরায় শীর্ষস্থান অধিকার করবে।"
সম্প্রতি একাধিক কর্মসূচি থেকে, কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে সুর চড়িয়েছেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। বারবার তিনি দাবি করেছেন, একাধিক প্রকল্পে বকেয়া টাকা দিচ্ছে না মোদি সরকার। এবার বিধানসভায় রাজ্য়পালের ভাষণে সেই প্রসঙ্গ উঠে আসায়, তা নিয়ে সুর চড়িয়েছে বিজেপি। তাদের অভিযোগ, রাজ্যপালকে দিয়ে মিথ্যা ভাষণ রাজ্য সরকারের।
আরও পড়ুন ; রাজ্যপালের বক্তব্যের মাঝেই চোর ধরো, জেল ভরো স্লোগান, হট্টগোল বিধানসভায়