Nadia News: ডিভোর্সের আগের রাতে গুলি করে খুন স্ত্রীকে, পলাতক স্বামী
Hanskhali Murder Case: ডিভোর্সের আগের রাতে স্ত্রীকে গুলি করে খুন করার অভিযোগ স্বামীর বিরুদ্ধে। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে নদিয়ার হাঁসখালি থানা এলাকায়।
সুজিত মণ্ডল,নদিয়াঃ ডিভোর্সের আগের রাতে স্ত্রীকে গুলি করে খুন (Murder Case) করার অভিযোগ স্বামীর বিরুদ্ধে। পলাতক স্বামী। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে নদিয়ার হাঁসখালি থানার কৈখালীতে (Nadia Hanskhali Thana)। জানা গিয়েছে, মৃত মহিলার নাম সুজাতা বিশ্বাস (Sujata Biswas)।
আরও পড়ুন, এইমসে বেআইনি নিয়োগ ! আজই বিজেপি বিধায়কের মেয়েকে জিজ্ঞাসাবাদ করবে সিআইডি
১২ বছর আগে দেখাশোনা করে বিয়ে হয় হাঁসখালির বাসিন্দা শিশুর বিশ্বাসের সঙ্গে সুজাতা বিশ্বাসের
জানা গিয়েছে, ১২ বছর আগে দেখাশোনা করে বিয়ে হয় হাঁসখালির বাসিন্দা শিশুর বিশ্বাসের সঙ্গে সুজাতা বিশ্বাসের। দুটি কন্যা সন্তান রয়েছে তাঁদের। দাম্পত্য কলহের জন্য তিন বছর আগে রানাঘাট আদালতে ডিভোর্সের মামলা রুজু হয়। সেদিনই ডিভোর্সের ফাইনাল শুনানি ছিল। অভিযোগ, গতকাল রাতে সুজাতা বিশ্বাসের বাপের বাড়িতে নিজের ছোট মেয়েকে স্ত্রীর কাছে দিতে বাইকে করে আসে ত্রিশূল বিশ্বাস। সুজাতা বিশ্বাস ঘর থেকে বেরোতেই তাকে লক্ষ্য করে গুলি চালায় ত্রিশূল বিশ্বাস। তার পেছনেই ছিলেন সুজাতার বোন। তিনি প্রত্যক্ষদর্শী। তিনি জানান, জামাইবাবু দিদিকে গুলি করেছে।
ঘটনার পর আহত সুজাতা বিশ্বাসকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। ঘটনার তদন্ত শুরু করেছে হাঁসখালি থানার পুলিশ।
নদিয়ার হাঁসখালিকে ঘিরে অপরাধ কিছুতেই পিছু ছাড়ছে না
প্রসঙ্গত, নদিয়ার হাঁসখালি নামকে ঘিরে অপরাধ কিছুতেই পিছু ছাড়ছে না। এর আগে ধর্ষণ করে দাহ করার অভিযোগ ওঠে হাঁসখালিতে। তৃণমূল নেতার ছেলে ওই ঘটনায় প্রধান অভিযুক্ত হিসেবে চিহ্নিত হয়। এই ঘটনায় প্রথম রাজ্যের তরফে সিট গঠন করা হলেও পরে তা সরিয়ে দেয় কলকাতা হাইকোর্ট। রাজ্যের এই জেলার ঘটনায় প্রচুর জল ঘোলা হয়েছে। এই ঘটনার পর কলকাতা হাইকোর্টের নির্দেশে সিবিআই এই মামলা হাতে নেয়। তৃণমূল নেতা সহ ছেলে এবং তাঁদের বন্ধুদেরকে তলব করে সিবিআই। এবং গ্রেফতার করা হয় মূল অভিযুক্তকে। মূলত শাসকদলের নাম জড়াতেই এই ঘটনায় বিতর্কের ঝড় ওঠে। এদিকে সেই ঘটনার পরপরই ফের নৃশংস ঘটনা ঘটল রাজ্যের এই জেলাতেই। স্বাভাবিকভাবেই নদিয়ার হাঁসখালি এবার নারী নিরাপত্তাজনিত প্রশ্ন উঠেছে। কতটা নিরাপদ এই জেলার বাসিন্দারা। তবে পুরো ঘটনারই ইতিমধ্যেই তদন্তে নেমেছে পুলিশ।