Haripal News: চিকিৎসার গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগ, নার্সিংহোমের সামনে বিক্ষোভ মৃতের আত্মীয়দের
Haripal News: চিকিৎসার গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগে উত্তেজনা ছড়াল হুগলি জেলার হরিপালের শিয়াখালায়। অভিযুক্ত নার্সিংহোমের সামনে এই বিষয় নিয়ে বিক্ষোভ দেখান রোগীর আত্মীয়রা।
সোমনাথ মিত্র, হরিপাল: চিকিৎসার গাফিলাতির জেরে রোগী মৃত্যুর অভিযোগ করে একটি নার্সিংহোমের সামনে বিক্ষোভ (agitation) দেখালেন মৃতের আত্মীয়রা। বিষয়টিকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা ছড়ালে পুলিশ গিয়ে সম্পূর্ণ সহযোগিতার আশ্বাস দিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। উঠে যায় বিক্ষোভ। ঘটনাটি ঘটেছে হুগলি জেলার হরিপালের (Haripal news) শিয়াখালা এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গেছে ,হরিপালের বন্দিপুর এলাকার বাসিন্দা জহিরুল ইসলাম (৩৫) বেশ কিছুদিন পেটের যন্ত্রণায় ভুগছিলেন। বৃহস্পতিবার সকালে শিয়াখালায় অবস্থিত একটি নার্সিংহোমে পেটের যন্ত্রণা নিয়ে ভর্তি হয় চিকিৎসার জন্য। তারপরই রোগীর অ্যাপেনডিস হয়েছে বলে টিকিৎসকরা তাঁর অপারেশন করেন। রোগীর আত্মীয়দের অভিযোগ, অপারেশন শেষ হলেও রুগীর সাথে একবারও দেখা করতে দেওয়া হয়নি তাঁদের। এমনকী দেখা করার জন্য বারবার অনুরোধ করা হলেও রোগী ভালো আছেন বলে বের করে দেওয়া হয় রোগীর আত্মীয়দের। রাত দশটার সময় নার্সিংহোম কর্তৃপক্ষ রোগীর আত্মীয়দের জানায় যে ওই রোগী মারা গেছেন। এরপরই ক্ষোভে ফেটে পড়েন রোগীর আত্মীয়রা।। রাতে বিক্ষোভ দেখানোর পাশাপাশি আজ শুক্রবার সকাল থেকেই নাসিংহোমের সামনেই ত্রিপল খাটিয়ে বসে পড়ে বিক্ষোভ দেখাতে থাকেন রোগীর আত্মীয়রা। খবর পেয়ে পুলিশ দু-পক্ষকে নিয়ে আলোচনার পর এই ঘটনাযর উপযুক্ত তদন্তের আশ্বাস দিলে বিক্ষোভ তুলে নেন মৃতের আত্মীয়রা। নাসিংহোম কর্তৃপক্ষ জানিয়েছে, তদন্তে যা উঠে আসবে তা মেনে নেব। অন্যদিকে পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের পরেই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
এপ্রসঙ্গে মৃতের আত্মীয় শেখ সারাফত হোসেন জানান, অ্যাপেন্ডিক্স অপারেশনের সময় আমার ভাইপোর শিরা কেটে যায় । গতকাল দুপুরে অপারেশন হলেও আমাদের রাত পর্যন্ত রোগীর সঙ্গে সাক্ষাৎ করতে দেওয়া হয়নি, বলা হয় রোগী ভালো আছেন । আচমকা রাত ১০টার সময় জানানো হয় রোগী মারা গেছেন। আমরা চাই, ঘটনার উপযুক্ত আইনি ব্যবস্থা নিক প্রশাষন। এবং মৃতের পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ দেওয়া হোক।।
মৃতের আত্মীয়দের অভিযোগ প্রসঙ্গে নার্সিংহোমে এক কর্ণধার কাজী হৃদয়তুল্লা বলেন, অ্যাপেন্ডিক্স অপারেশনের সময় রোগীর অতিরিক্ত রক্তক্ষরণ হয়। আমরা সঙ্গে সঙ্গে অতিরিক্ত রক্ত সংগ্ৰহ করি। কিন্তু শরীরে রক্ত দেবার পরেও তাঁর জীবনক্ষা করা সম্ভব হয়নি। তবে যেকোন মৃত্যুই দুঃখজনক। রোগীর আত্মীয়রা যদি কোনও অভিযোগ করে থাকেন তাহলে তদন্ত হোক। তাতে সত্য উৎঘাটন হোক। তদন্তে যা প্রমাণিত হবে তা নিয়ে আমাদের কিছু বলার নেই।
হরিপাল থানার পুলিশ জানিয়েছে ,এই ঘটনায় অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করা হয়েছে। পাশাপাশি মৃতদেহটি ময়না তদন্তে পাঠানো হচ্ছে। রিপোর্ট এলে মৃত্যুর কারণ স্পষ্ট হবে।
আরও পড়ুন: Ramakrishna Mission property: সেবক হাউস রামকৃষ্ণ মিশনকে ফেরাল পুলিশ, মূল অভিযুক্তের খোঁজ মিলল?
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।