Storm Death: রাজ্যজুড়ে প্রবল ঝড়ের বলি কিশোরী-সহ ৫
Weather Disaster Death:সোমবার সন্ধেয় প্রবল ঝড়ের দাপটে অন্তত ৫ জন প্রাণ হারালেন রাজ্যে। এর মধ্যে হাওড়ায় তিন জনের মৃত্য়ু হয়েছে যাঁদের মধ্যে এক জন কিশোরী। বাকি দু'টি উত্তর ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরের।
সুনীত হালদার, সমীরণ পাল ও বিটন চক্রবর্তী, হাওড়া, উত্তর ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুর: সোমবার সন্ধেয় প্রবল ঝড়ের দাপটে অন্তত ৫ জন প্রাণ হারালেন রাজ্যে। এর মধ্যে হাওড়ায় তিন জনের মৃত্য়ু হয়েছে যাঁদের মধ্যে এক জন কিশোরী। বাকি দু'টি উত্তর ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরের।
হাওড়ায় মৃত্য়ু...
উলুবেরিয়ায় প্রবল ঝড়ে টালিচাল ভেঙে মৃত্যু হয় এক বৃদ্ধের। আজ সন্ধে ঘটনাটি ঘটে উলুবেরিয়ার বাহিরা গ্রামে। মৃতের নাম রামচন্দ্র মন্ডল। বয়স ৬৫ বছর। পুলিশ সূত্রে খবর, রামচন্দ্র এদিন বিকেলে ঘরে একাই ছিলেন। হঠাৎই ঝড় ওঠায় টালির চাল হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। তাতে আহত হন তিনি। আশঙ্কাজনক অবস্থায় তাকে উলুবেরিয়া মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় গোটা গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। একই সময় বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হয় এক কিশোরীর। ঘটনাটি ঘটেছে শিবপুরের পিকে রায়চৌধুরী লেনে। খুশবু যাদব নামে ১২ বছরের ওই স্কুলপড়ুয়া যখন বিকেলে চড়কতলায় কোচিং সেন্টার থেকে বাড়ি ফিরছিল, সেই সময়ই ঝড়ে ইলেকট্রিক্যাল পোষ্টের ওভারহেড তার ছিড়ে যায়। সেই তার খুশবুর গায়ে পড়লে ঘটনাস্থলেই বিদ্যুৎপৃষ্ট হয়ে রাস্তায় ছিটকে পড়ে পঞ্চম শ্রেণির ছাত্রী। তাকে আশঙ্কাজনক অবস্থায় দক্ষিম হাওড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। হাওড়ায় তৃতীয় মর্মান্তিক ঘটনাটি ঘটেছে বাগনানে। বাগনানের বরুন্দায় গাছ চাপা পড়ে মারা যান রজনী পাণ্ডে নামে ৪২ বছরের এক মহিলা। জানা গিয়েছে, ঝড় বৃষ্টির সময় রাস্তার ধারে দাঁড়িয়ে থাকার সময় খেজুর গাছ চাপ পড়ে এই মর্মান্তিক পরিণতি।
পূর্ব মেদিনীপুর ও উত্তর ২৪ পরগনা:
মর্মান্তিক ঘটনা ঘটেছে ব্যারাকপুরে মঙ্গল পান্ডে পার্কে। সেখানে গাছ পড়ে কৌশিক ঢালি নামে বাইশ বছরের এক যুবকের মৃত্যু হয়ে বলে খবর। অন্য দিকে, ঝড়ের দাপটে বিদ্যুতের খুঁটি মাথায় পড়ে মারা যান পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া থানার শ্রীধরবসান গ্রামের সেক আসরফ খাঁ। ৬২ বছরের আসরফ চা খেতে বাজারে গিয়েছিলেন। ঝড় উঠলে বাজার থেকে তাড়াতাড়ি করে সাইকেল নিয়ে বাড়ি ফেরার সময় বাড়ির কাছেই ইলেকট্রিকের পোস্ট মাথায় পড়ে তাঁর। তাতেই মৃত্যু বলে জানা গিয়েছে। ইলেকট্রিক পোস্টের কাছে ছিল গাছ। সেই গাছ ভেঙে পড়ে ইলেকট্রিক খুঁটিতে। এলাকায় এই মুহূর্তে দুটি ইলেকট্রিকের খুঁটি ভেঙে রয়েছে। তার ছিঁড়ে রয়েছে এলাকায়। গোটা ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকাজুড়ে। কান্নায় ভেঙে পড়েছে পরিবার।