TET News : সংরক্ষিত বিভাগে ৮২ পেলে TET এ পাস, বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশ আপাতত বহাল
TET Pass Marks : বিচারপতি গঙ্গোপাধ্যায়ের রায়ের উপর এই মুহূর্তে হস্তক্ষেপ করবে না আদালত', জানালেন বিচারপতি সৌগত ভট্টাচার্য
সৌভিক মজুমদার, কলকাতা : টেটের পাশ নম্বর নিয়ে আপাতত বহাল থাকল বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের (Abhijit Ganguly) রায়। বিচারপতি সৌগত ভট্টাচার্য জানিয়ে দিলেন, 'বিচারপতি গঙ্গোপাধ্যায়ের রায়ের উপর এই মুহূর্তে হস্তক্ষেপ করবে না আদালত'।
কী জানাল আদালত ?
গত বছরের তেসরা নভেম্বর টেট পাস (TET Pass) সংক্রান্ত একটি মামলায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দেন,
২০১৪-র ৫ জন এবং ২০১৭’র ১৬ জন, মোট যে ২১ জন সংরক্ষিত বিভাগের প্রার্থী টেটে ১৫০-র মধ্যে ৮২ পেয়েছেন, তাঁদের টেট উত্তীর্ণ হিসাবে গণ্য করতে হবে এবং ২০২২ এর প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহনের সুযোগ দিতে হবে।
বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশকে চ্যালেঞ্জ
বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টের ডিভিশন বেঞ্চে মামলা করেন কয়েকজন চাকরিপ্রার্থী। সেই মামলায় বিচারপতি সৌগত ভট্টাচার্য '২০১৪ ও ২০১৭-র টেটে সংরক্ষিত বিভাগে ৮২ নম্বর প্রাপ্তদের টেট উত্তীর্ণ হিসেবে গণ্য করতে হবে। ২০২২-র প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহনের সুযোগ দিতে হবে'। (Calcutta High Court)
মামলার প্রেক্ষাপট
গত ৩ নভেম্বর টেট পাস সংক্রান্ত এই মামলায় যে নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, সেই রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যান কয়েকজন চাকরিপ্রার্থী। নিয়ম অনুযায়ী, সংরক্ষিত প্রার্থীদের ক্ষেত্রে টেট পাসের জন্য ন্যূনতম ৫৫ শতাংশ নম্বর পেতে হয়। ১৫০ নম্বরের পরীক্ষায় ৮২.৫ পেলে তা ৫৫ শতাংশ হয়। আর ৮২ নম্বর পেলে হয় তার হার দাঁড়ায় ৫৪.৬৭ শতাংশ। এই অবস্থায় বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টের ডিভিশন বেঞ্চে মামলা করেছিলেন কয়েকজন চাকরিপ্রার্থী। সেই মামলার শুনানি হয় বিচারপতি সুব্রত তালুকদার ও বিচারপতি সুপ্রতিম ভট্টাচার্যর বেঞ্চে। সেখানে দুই বিচারপতির মধ্যে মতানৈক্য হয়। বিচারপতি সুব্রত তালুকদারের মতে, ১৫০-র মধ্যে ৮২ পেলেই টেট উত্তীর্ণ বলে ধরতে হবে। অন্যদিকে, বিচারপতি সুপ্রতিম ভট্টাচার্যের মত, টেটে ১৫০-র মধ্যে ৮২.৫ বা তার বেশি পেলে, তবেই উত্তীর্ণ হিসেবে মান্যতা দেওয়া যাবে। নিয়ম অনুযায়ী, এবার এই মামলার শুনানির জন্য তৃতীয় বেঞ্চ গঠন করবেন হাইকোর্টের প্রধান বিচারপতি। এরপর মামলা যায় বিচারপতি সৌগত ভট্টাচার্যর তৃতীয় বেঞ্চে । সেই মামলায় বিচারপতি গঙ্গোপাধ্য়ায়ের রায় বহাল রাখল বিচারপতি ভট্টাচার্যর বেঞ্চ।
আরও পড়ুন :
'মা ছোট বেলায় ছেড়ে চলে গেছে, বাবা অত্য়ন্ত রাগী', কসবার স্কুল পড়ুয়া মৃত্যুতে এবার 'ডিপ্রেশনের তত্ত্ব'