Hiran On Dev : দেবের উপর খুব রাগ? দেবের জন্যই ছবি পান না? কী জবাব দিলেন হিরণ?
Hiran Chatterjee 'যদি সত্যি না হয়, তাহলে আমি দাঁড়াব ওনার পাশে। দেব সাংবাদিক বৈঠক করে বলুক।'
কলকাতা : ' পাচারের টাকায় সিনেমা করায়, মিঠুন চক্রবর্তীকে ( Mithun Chakraborty ) পারিশ্রমিক ফেরত দিতে হবে না তো ? ' শনিবাসরীয় দুপুরে মুখ খুলে দেব - মিঠুন সম্পর্কে বিস্ফোরক মন্তব্য করলেন বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায় ( Hiran Chatterjee ) । সরাসরি বলেদিলেন দেব এনামুল হকের ( Enamul Haque ) থেকে টাকা নিয়ে ছবি করেছেন। এখানেই থামেননি টাকার অঙ্কটাও দিলেন বলে। বললেন ৫ কোটি টাকা তিনি এনামুলের থেকে নিয়েছেন।
টলিগঞ্জে ফিল্ম পাড়ায় নিজের সতীর্থর সম্পর্কে এমন চাঁচাছোলা অভিযোগ করলেন অভিনেতা-বিধায়ক। তাহলে কি দেবের উপর খুব রাগ হিরণের ? ' রাগ? একদমই না। দেব ( Dev ) অত্যন্ত ভাল ছেলে। অত্যন্ত ভাল বন্ধু।
ইডিতে লুকিয়ে লুকিয়ে গেছিলেন। সিবিআইতে গেলেন। লিফটে করে উঠছেন, ঢুকছেন। তারপর তো দেখলাম খবর। গোপন সূত্রে খবর পেলাম, ৫ কোটি টাকা উনি ওনার অ্যাকাউন্টে নিয়েছেন। যদি এটা সত্যি হয়, তাহলে হয়ত মিঠুনদাকে টাকা ফেরত দিতে হতে পারে। যদি সত্যি না হয়, তাহলে আমি দাঁড়াব ওনার পাশে। দেব সাংবাদিক বৈঠক করে বলুক। ' তিনি আরও বলেন, ' দীপক অধিকারী ওরফে দেব, তিনি এনামুল হকের থেকে টাকা নিয়েছেন। তাইজন্য তাকে সিবিআই ও ইডি ডেকে পাঠিয়েছে। মিঠুন দা সরল মানুষ ওনার জন্য় চিন্তা হয় '
আরও পড়ুন :
Hiran On Dev : 'এনামুলের থেকে টাকা নিয়েছে' দেব নিয়ে বিস্ফোরক হিরণ, মিঠুনকে নিয়ে 'দুশ্চিন্তা'
গুঞ্জন, ইন্ডাস্ট্রি দেবময়। তাই ছবি পান না হিরণ। এটা কী সত্যি? ABP Ananda র সঙ্গে এক্সক্লুসিভ সাক্ষাৎকারে তাই নিয়েও মুখ খুললেন হিরণ চট্টোপাধ্যায়। বললেন, ' না। না। এসব আমি জানি না। দেব তো আমার আগে সিনেমা করেছেন। আমি তো পরে এসেছি ইন্ডাস্ট্রিতে। কিন্তু তা সত্ত্বেও 'নবাব নন্দিনী' হিট করেছে। 'ভালবাসা ভালবাসা ' দেব করেনি, আমি করেছি, হিট করেছে।'
হিরণের মন্তব্য় নিয়ে দেব কিংবা মিঠুন চক্রবর্তী কেউই এখনও প্রকাশ্য়ে কোনও প্রতিক্রিয়া দেননি। তবে, খড়গপুর সদরের বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়ের তৃণমূলে যোগদানের সম্ভাবনা নিয়ে যে জল্পনা তুঙ্গে উঠেছিল, তাতে আজ জল ঢেলেই দিলেন হিরণ। প্রথমে শুক্রবার শুভেন্দু অধিকারীর সঙ্গে হিরণের সাক্ষাৎ, আর শনিবার দীর্ঘ সাংবাদিক বৈঠক করে তৃণমূলে যাওয়ার সম্ভাবনা নস্য়াৎ করে দেন বিজেপি বিধায়ক হিরণ।