Hooghly News: পাঁচ মাস পর খুলল ভদ্রেশ্বর জুটমিল, হাজিরা দিলেও কাজ বন্ধই রাখলেন শ্রমিকরা
Hooghly Jute Mill: কেটেও কাটছে না জটিলতা। ৫ মাস পর মিলের তালা খুললেও, ফের অচলাবস্থা তৈরি হয়েছে হুগলির ভদ্রেশ্বরে শ্যামনগর নর্থ জুটমিলে।
সৌরভ বন্দ্যোপাধ্যায়, হুগলি: মাস পাঁচেক পর মিল খুললেও, জট কাটল না হুগলির (Hooghly News) ভদ্রেশ্বরে শ্যামনগর নর্থ জুটমিলে (Bhadreswar Jute Mill)। কর্মস্থলে গিয়েও কাজে যোগ দিলেন না শ্রমিকরা। তাঁদের দাবি, কম শ্রমিক দিয়ে বেশি কাজ করাতে চাইছে কর্তৃপক্ষ। যদিও এনিয়ে জুটমিল কর্তৃপক্ষ কিছু বলতে চায়নি।
কারখানায় গেলেও কাজ করলেন না শ্রমিকরা
কেটেও কাটছে না জটিলতা। পাঁচ মাস পর মিলের তালা খুললেও, ফের অচলাবস্থা তৈরি হয়েছে হুগলির ভদ্রেশ্বরে শ্যামনগর নর্থ জুটমিলে। শনিবার মিলে গিয়েও কাজে যোগ দিলেন না শ্রমিকরা।
শ্রমিক অসন্তোষের কারণে পাঁচ মাস আগে ঝাঁপ পড়েছিল নর্থ জুটমিলে। এর পর প্রশাসনিক স্তরে দফায় দফায় বৈঠক হয়। শেষ বার বৈঠক হয়েছিল ২৫ মে। তার পর শনিবার সকালে মিল খোলে।
তাহলে কেন নতুন করে জটিলতা তৈরি হল? কী বলছেন ক্ষুব্ধ শ্রমিকরা?
আরও পড়ুন: Durgapur News: চাকরিতে অগ্রাধিকার দিতে হবে স্থানীয়দের, তৃণমূল নেতার নেতৃত্বে বিক্ষোভ দুর্গাপুরে
শ্রমিকদের দাবি,পারিশ্রমিক কমিয়ে বেশি কাজ পেতে চাইছেন কর্তৃপক্ষ। সিটুর দাবি, কর্তৃপক্ষই এই পরিস্থিতির জন্য দায়ী। যদিও শাসক দলের শ্রমিক সংগঠনের দাবি, শ্রমিকদের ভুল বোঝানো হচ্ছে। নতুন করে অচলাবস্থা তৈরি হওয়া নিয়ে কিছু বলতে চাননি শ্যামনগর নর্থ জুটমিল কর্তৃপক্ষ।
অন্য দিকে, এ দিনই দুর্গাপুরে তৃণমূল নেতার নেতৃত্বেই বিক্ষোভ দেখান ইস্পাত কারখানার শ্রমিকরা। সকাল থেকেই বেসরকারি ইস্পাত কারখানার গেটের সামনে চলছে বিক্ষোভ। যাঁরা বিক্ষোভ দেখাচ্ছেন, তাঁরা প্রত্যেকেই এলাকার বাসিন্দা। সকলেরই দাবি, কারখানায় কর্মী নিয়োগ করতে হলে, অগ্রাধিকার দিতে হবে স্থানীয়দের। আর এই আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন স্থানীয় তৃণমূল নেতা মনোজ মুখোপাধ্যায়।
স্থানীয়দের অগ্রাধিকার দেওয়ার দাবিতে দুর্গাপুরে তৃণমূল নেতার নেতৃত্বে বিক্ষোভ
আন্দোলনকারীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে কারখানা কর্তৃপক্ষ স্থানীয়দের কোনও গুরুত্ব দিচ্ছে না। তার বদলে বাইরে থেকে নিয়োগ করা হচ্ছে। দুর্গাপুরের তৃণমূল নেতা মনোজ মুখোপাধ্যায়। তিনি বলেন, "স্থানীয়দেরই চাকরিতে নিতে হবে, নাহলে ভবিষ্যতে আরও বড় আন্দোলনে নামব।"