Durgapur News: চাকরিতে অগ্রাধিকার দিতে হবে স্থানীয়দের, তৃণমূল নেতার নেতৃত্বে বিক্ষোভ দুর্গাপুরে
Paschim Bardhaman News: আন্দোলনকারীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে কারখানা কর্তৃপক্ষ স্থানীয়দের কোনও গুরুত্ব দিচ্ছে না।
মনোজ বন্দ্যোপাধ্যায়, পশ্চিম বর্ধমান: স্থানীয়দের চাকরির দাবিতে দুর্গাপুরে (Durgapur) একটি বেসরকারি ইস্পাত কারখানায় (Steel Plant) বিক্ষোভ দেখাল এলাকাবাসী। নেতৃত্বে ছিলেন এক তৃণমূল নেতা (TMC)। বাম এবং বিজেপি-র দাবি, নাটক করছে তৃণমূল। পাল্টা জবাব দিয়েছে শাসক শিবির। এমনকি যে নেতা বিক্ষোভে নেতৃত্ব দেন, তাঁর সঙ্গে দূরত্ব তৈরি করতে দেখা যায় স্থানীয় নেতৃত্বকে।
স্থানীয়দের চাকরির দাবিতে বিক্ষোভ
সকাল থেকেই বেসরকারি ইস্পাত কারখানার গেটের সামনে চলছে বিক্ষোভ। যাঁরা বিক্ষোভ দেখাচ্ছেন, তাঁরা প্রত্যেকেই এলাকার বাসিন্দা। সকলেরই দাবি, কারখানায় কর্মী নিয়োগ করতে হলে, অগ্রাধিকার দিতে হবে স্থানীয়দের। আর এই আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন স্থানীয় তৃণমূল নেতা মনোজ মুখোপাধ্যায়। এই দৃশ্য ধরা পড়ল দুর্গাপুরে।
আন্দোলনকারীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে কারখানা কর্তৃপক্ষ স্থানীয়দের কোনও গুরুত্ব দিচ্ছে না। তার বদলে বাইরে থেকে নিয়োগ করা হচ্ছে। দুর্গাপুরের তৃণমূল নেতা মনোজ মুখোপাধ্যায়। তিনি বলেন, "স্থানীয়দেরই চাকরিতে নিতে হবে, নাহলে ভবিষ্যতে আরও বড় আন্দোলনে নামব।"
আরও পড়ুন: Suvendu Adhikari: ছাত্র পরিষদের নেতা-নেত্রীদের বেআইনি ভাবে চাকরি! বিস্ফোরক অভিযোগ শুভেন্দুর
কারখানায় স্থানীয়দের নিয়োগের বিষয়টি সমর্থন করলেও, এই ইস্যুতে তৃণমূলকেই কাঠগড়ায় তুলেছে বাম এবং বিজেপি নেতৃত্ব। যদিও বিরোধীদের তরফ থেকে আক্রমণ ধেয়ে আসতেই, পাল্টা জবাব দিতে দেরি করেন তৃণমূলের শ্রমিক সংগঠন INTTUC নেতৃত্বও।
সংগঠনের জেলা সভাপতি জানিয়েছেন, তাঁদের ইউনিয়নের নেতৃত্বে কোনও আন্দোলন হয়নি। তৃণমূলের কোনও নেতা আন্দোলনে যোগ দিয়ে থাকলে, তিনি নিজের দায়িত্বে করেছেন। ওই কারখানায় দুই বছর ধরে কোনও নিয়োগ হয়নি বলে জানিয়েছেন তিনি। ফলে INTTUC’র মাধ্যমে বাইরের লোক ঢোকানোর কথা আসছে কোথা থেকে, তা নিয়ে প্রশ্ন তুলেছেন জেলা সভাপতি।
তৃণমূল নেতার নেতৃত্বেই বিক্ষোভ
প্রায় এক ঘণ্টার ওপর অবস্থান চলার পর, পুলিশ ও কারখানা কর্তৃপক্ষের আশ্বাসে পরিস্থিতি স্বাভাবিক হয়।