Hooghly-Chinsurah Municipality: বকেয়া বেতনের দাবিতে অবরোধ, পুর-পরিষেবা অচল করে দেওয়ার হুঁশিয়ারি
Salary Problem: ২ মাসের বেতন বকেয়া। পুর কর্তৃপক্ষ থেকে শুরু করে তৃণমূলের বিধায়ক, সকলেই আশ্বাস দিয়েছেন।
সৌরভ বন্দ্যোপাধ্যায়, হুগলি: বড়দিনের সকালে বকেয়া বেতনের দাবিতে পথ অবরোধ করলেন হুগলি-চুঁচুড়া পুরসভার অস্থায়ী কর্মীরা। ২ মাস ধরে বেতন মেলেনি বলে তাঁদের অভিযোগ। অস্থায়ী কর্মীরা কাজ বন্ধ করায়, পুর-পরিষেবা শিকেয় উঠেছে। চুঁচুড়ার তৃণমূল বিধায়ক আশ্বাস দেওয়ার পর অবরোধ উঠে যায়।
বেতনের দাবিতে পথ অবরোধ: ২ মাসের বেতন বকেয়া। পুর কর্তৃপক্ষ থেকে শুরু করে তৃণমূলের বিধায়ক, সকলেই আশ্বাস দিয়েছেন। কিন্তু, কাজের কাজ হয়নি। তাই বড়দিনের সকালে চুঁচুড়ায় পথ অবরোধ করলেন হুগলি চুঁচুড়া পুরসভার অস্থায়ী কর্মীরা। বুধবার সকাল ৮টা থেকে চুঁচুড়ার পিপুলপাতি মোড়ে শুরু হয় অবরোধ।bঅস্থায়ী পুর কর্মীদের দাবি, ২ মাস ধরে বেতন মিলছে না। মঙ্গলবার পুর কর্তৃপক্ষ আশ্বাস দিলেও অ্যাকাউন্টে টাকা জমা পড়েনি। পুরসভার অস্থায়ী পুর কর্মী মিতা রাজবংশী বলেন, "কাজ করেছি যে মঙ্গলবার আমাদের মাইনে দেবে। কেক কিনতে পারব। খেতে পারব। আজ আমাদের পেটে লাথি মারল। কে আমাদের জন্য আছে। MLA বলছে আমি, কাউন্সিলর বলছে আমি, সবাই বলছে আমি, কেউ নেই আমাদের জন্য।''
খবর পেয়ে বিক্ষোভকারীদের সঙ্গে দেখা করতে যান চুঁচুড়ার তৃণমূল বিধায়ক অসিত মজুমদার। সেই সময় কয়েকজন অস্থায়ী পুর কর্মীর অ্যাকাউন্টে টাকা ঢোকে। এই ঘটনায় ব্যাঙ্কের ঘাড়ে দায় চাপিয়েছেন তৃণমূল বিধায়ক অসিত মজুমদার। তিনি বলেন, "ব্যাঙ্কের প্রবলেম ছিল। এটা রিজার্ভ ব্যাঙ্কের ফল্ট। এদের মাইনে ঢুকতে আরম্ভ করেছে। মাইনে কাটা হলে আমি দেখব।'' অস্থায়ী পুর কর্মীরা কাঠগড়ায় তুলেছেন পুর চেয়ারম্যানকে। অস্থায়ী পুর কর্মী রাধেশ্যাম কংসবণিক বলেন, "পুরসভার চেয়ারম্যানেরই যতরকম টালবাহানা। আমাদের নিয়ে ছিনিমিনি খেলছে। আমাদের যদি সময় মতো বেতন না হয় তাহলে সেটা সহজে উঠবে না।'' নিয়মিত বেতন না পেলে ভবিষ্যতে পুর-পরিষেবা অচল করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন হুগলি-চুঁচুড়া পুরসভার অস্থায়ী কর্মীরা।
এদিকে দলীয় কোন্দলের জেরে কার্যত অচলাবস্থা গোঘাটের তৃণমূল পরিচালিত কুমারগঞ্জ পঞ্চায়েতে। অভিযোগ, পঞ্চায়েতে যানই না সদস্যদের একাংশ। এবার গ্রামে ঘুরে ঘুরে তৃণমূলের উপপ্রধান ও অন্যান্য সদস্যদের বিরুদ্ধে মাইকে প্রচার করালেন তৃণমূলেরই পঞ্চায়েত প্রধান। পাল্টা জবাব দিয়েছেন উপপ্রধান ও বিরোধীরা।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Poush Mela 2024: স্টল বিলি নিয়ে বেনিয়মের অভিযোগ, বিতর্ক শান্তিনিকেতনের পৌষ মেলায়