Hooghly News: ৪ ঘন্টারও উপর কলেজে বন্দি, মুক্তি পেতেই দৌড় অধ্যাপক-অধ্যাপিকাদের, 'নির্দিষ্ট সময়ে আসতে হবে..'
Hooghly Haripal College TMCP Agitation: ৪ ঘন্টার ও বেশি সময় কলেজে বন্দি রইলেন অধ্যাপক অধ্যাপিকারা, কী দাবি তৃণমূল ছাত্র পরিষদের ?
সোমনাথ মিত্র, হুগলি: চার ঘন্টা পর মুক্ত হলেন হরিপাল বিবেকানন্দ মহাবিদ্যালয়ের অধ্যাপক অধ্যাপিকারা। নির্দিষ্ট সময়ে কলেজে আসতে হবে অধ্যাপক অধ্যাপিকাদের, যাথযথভাবে ক্লাস নিতে হবে,কলেজে বায়োমেট্রিক চালু করতে হবে এই সমস্ত একাধিক দাবি দাওয়া নিয়ে হরিপাল বিবেকানন্দ মহাবিদ্যালয়ে তৃণমূল ছাত্র পরিষদের সঙ্গে অধ্যাপক অধ্যাপিকাদের আলোচনা চলাকালীন ৪ ঘন্টার ও বেশি সময় কলেজে বন্দি রইলেন অধ্যাপক অধ্যাপিকারা।
বাড়ি ফেরার জন্য রাত ৯টা নাগাদ কলেজ গেট থেকে রীতিমতো দৌড় দিলেন অধ্যাপক অধ্যাপিকারা। তৃণমূল ছাত্র পরিষদের সদস্য তারকানাথ দাস জানান, 'আমাদের ৭ দফা দাবির অবশেষে টিচার্স ইন চার্জ মেনে নিয়েছেন। আজ সকাল থেকেই তৃনমূল ছাত্র পরিষদ আন্দোলনে ছিল। প্রথমে শিক্ষকরা মানতে চাননি আমাদের দাবি । তারপর আমরা স্লোগান, অবস্থান বিক্ষোভ করি। তারপর আমাদের দাবি মেনে নেওয়া হয়েছে।'
তৃণমূল সদস্য বলেন, আমাদের দাবি ছিল, কলেজে বায়োমেট্রিক চালু করতে হবে, পঠনপাঠন ঠিকঠাক করাতে হবে, মহাবিদ্যালয় এর সমস্ত উন্নয়ন মূলক কাজ ছাত্র পরিষদের সাথে আলোচনার মাধ্যমে করতে হবে এগুলোর পাশাপাশি আরও কয়েকটা দাবি রয়েছে যে গুলো কলেজ কর্তৃপক্ষ মেনে নিয়েছে।' কলেজের এক অধ্যাপক সম্পদ চৌধুরী জানান, 'ওনাদের একাধিক দাবি ছিল। সেগুলো না মেটা অবধি আমরা আটকে ছিলাম। আপাতত আলোচনা সাপেক্ষে সমস্যা মিটেছে। আরো একটা নতুন দাবি ওনারা করেছেন, সেটা নিয়ে পড়ে আলোচনা পরে হবে।' কলেজে নিদির্ষ্ট সময়ে আসেন না অধ্যাপক অধ্যাপিকারা। সেই অভিযোগ প্রসঙ্গে নাম প্রকাশে অনিচ্ছুক এক অধ্যাপিকা জানান, 'ওনাদের অভিযোগ সম্পূর্ণ ভুল। ওনাদের একাধিক দাবি দাওয়া ছিল। আমি খুব ক্লান্ত।'
আরও পড়ুন, রাত পেরোলেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির আশঙ্কা, কলকাতায় কেমন থাকবে তাপমাত্রা ?
উল্লেখ্য এই একই দাবি-দাওয়া নিয়ে গত শনিবার প্রায় চার ঘন্টার কাছাকাছি কলেজের অধ্যাপক ও অধ্যাপিকাদের আটকে রাখার অভিযোগ ওঠে তৃণমূল ছাত্র পরিষদের সদস্যদের বিরুদ্ধে । তারপর সোমবার এ বিষয়ে আলোচনা করে সমস্যার সমাধান করা হবে বলে কলেজ কর্তৃপক্ষ আশ্বাস দেওয়ায় শনিবার ঘেরাও মুক্ত হন অধ্যাপক অধ্যাপিকারা। আজ সেই নিয়ে আলোচনা চলছিল । কিন্তু আলোচনা ফলপ্রসু না হওয়ায় রাত প্রায় রাত ন'টা অবধি হরিপাল বিবেকানন্দ মহাবিদ্যালয় কার্যত বন্দি রইলেন অধ্যাপক ও অধ্যাপিকারা।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।