Accident News: মহিলা কটূক্তি করতে করতেই গাড়িতে ধাক্কা, উল্টে পিষে মৃত্যু! মধ্যরাতে মর্মান্তিক ঘটনা!
Car Accident News: পুলিশ সূত্রে খবর, ওই গাড়িতেও ৫ জন ছিল। যুবতীকে কটূক্তি করার পাশাপাশি, ওই গাড়িটি দু’-দু’বার তাঁদের গাড়িকে ধাক্কা মারে।

মনোজ বন্দ্যোপাধ্যায়, বর্ধমান: কোথায় সুরক্ষা? কোথায় নিরাপত্তা? জাতীয় সড়কে মহিলার হেনস্থা ও মৃত্যু ফের বড় প্রশ্ন তুলে দিল এ রাজ্যে। চন্দননগর থেকে গয়ায় যাওয়ার পথে, কাঁকসার পানাগড়ে ১৯ নম্বর জাতীয় সড়কে গাড়ি নিয়ে গাড়িকে ধাওয়া, মহিলা যাত্রীকে কটূক্তি, অভিযুক্তদের গাড়ির ধাক্কায় নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি উল্টে মহিলার মৃত্যুর অভিযোগ। মত্ত অবস্থায় মহিলাকে লাগাতার কটূক্তি। গাড়ি থামিয়ে মহিলার উপর হামলার পরিকল্পনা করা হয়েছিল বলে জানান হয়।
জানা গিয়েছে, রবিবার রাত সাড়ে ১২টা নাগাদ চন্দননগরের বাসিন্দা ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থার আধিকারিক বছর সাতাশের সুচন্দ্রা চট্টোপাধ্যায় তাঁর ৩ সহকর্মীকে নিয়ে বিহারের গয়ায় যাচ্ছিলেন। গাড়ি চালকের অভিযোগ, বুদবুদে পেট্রোল পাম্পে জ্বালানি ভরার পর থেকেই তাঁদের পিছু নেয় আরেকটি গাড়ি।
পুলিশ সূত্রে খবর, ওই গাড়িতেও ৫ জন ছিল। যুবতীকে কটূক্তি করার পাশাপাশি, ওই গাড়িটি দু’-দু’বার তাঁদের গাড়িকে ধাক্কা মারে। তার জেরে নিয়ন্ত্রণ হারিয়ে চায়ের দোকানে ধাক্কা মেরে উল্টে যায় গয়াগামী গাড়িটি। হাসপাতালে নিয়ে গেলে ওই যুবতীকে মৃত বলে ঘোষণা করা হয়। দুটি গাড়িই বাজেয়াপ্ত করেছে কাঁকসা থানার পুলিশ। অভিযুক্তরা অধরা।
আরও পড়ুন, টাকা চুরি করে প্রেমিকাদের নিয়ে কুম্ভে 'পুণ্য স্নানে চোর', বাড়ি ফিরতেই জেলে!
এদিকে, সপ্তাহের প্রথম কাজের দিনে শহরে জোড়া দুর্ঘটনা। ওয়েলিংটন স্কোয়ারে স্কুল বাসের ধাক্কায় মৃত্যু হয়েছে এক পথচারী মহিলার। সকাল ৯টা নাগাদ দুর্ঘটনা ঘটে। রাস্তা পার হওয়ার সময় মহিলাকে ধাক্কা মারে স্কুল বাস। এর আগে সকাল সাড়ে ৮টা নাগাদ রবীন্দ্র সদনের কাছে এক্সাইড মোড়ে দ্বিতীয় দুর্ঘটনাটি ঘটে। দুই বাসের রেষারেষিতে গুরুতর জখম হন এক মহিলা। তাঁকে SSKM হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
