Hooghly News: স্নান করতে গিয়ে বিপত্তি, গঙ্গায় তলিয়ে গেলেন যুবক
Sheoraphuli News: যুবকের জ্যাঠতুতো দাদা মুকুল দাস জানান, হরিপালের নারায়ঁপুরো তাঁদের বাড়ি। গ্রামে আগামী মঙ্গলবার পুজো আছে। যে পুজো কমিটির সভাপতি প্রীতম।

সৌরভ বন্দ্যোপাধ্যায়, হুগলি: স্নান করতে নেমে বিপত্তি। শেওড়াফুলির নিস্তারিণী কালি মন্দির ঘাটে গঙ্গায় তলিয়ে গেলেন এক যুবক। তাঁর নাম প্রীতম দাস। বয়স ২১ বছর। যুবকের খোঁজে তল্লাশি শুরু করেছে বিপর্যয় মোকাবিলা দফতর।
গঙ্গায় তলিয়ে গেলেন যুবক: সকাল থেকেই দফায় দফায় বৃষ্টি। দুর্যোগের আশঙ্কা আগেই জানিয়েছিল হাওয়া অফিস। এরই মধ্যে স্নান করতে গিয়ে তলিয়ে গেলেন যুবক। যুবকের জ্যাঠতুতো দাদা মুকুল দাস জানান, হরিপালের নারায়ঁপুরো তাঁদের বাড়ি। গ্রামে আগামী মঙ্গলবার পুজো আছে। যে পুজো কমিটির সভাপতি প্রীতম। মাস দেড়েক আগে কলকাতায় একটা চাকরি পায় ভাই। পুজোর আগে আজ রবিবার তাই গঙ্গা স্নান করে গঙ্গা জল নিয়ে বাড়ি যাবে বলে ঠিক করে। ভোর পাঁচটার ট্রেন ধরে হরিপাল থেকে শেওড়াফুলি আসে। গঙ্গায় স্নান করতে নেমে তলিয়ে যায়। যুবকের তলিয়ে যাওয়ার খবর পেয়ে শ্রীরামপুর থানার পুলিশ আসে গঙ্গার ঘাটে ।খবর দেওয়া হয় বিপর্যয় মোকাবিলা দফতরে। স্পিডবোট নিয়ে এসে তল্লাশি শুরু হয়।
এর আগে গত ২৮ এপ্রিল সোমবার রাতে বাসন্তীতে নৌকা উল্টে গিয়ে নিখোঁজ হয়ে যান দুই জন। নদীতে তল্লাশিতে নামে পুলিশ ও স্থানীয় মানুষজন। স্থানীয় সূত্রে জানা যায় আচমকা কালবৈশাখী ঝড়ে বাসন্তীর হোগল নদীতে উল্টে যায় একটি পর্যটক ভর্তি ভুটভুটি। সেই সময় ওই নৌকাটিতে পাঁচজন ছিলেন বলে প্রাথমিক ভাবে জানা যায়। পুলিশ সূত্রে খবর মেলে, অশান্ত আবহাওয়ার জন্য নদীও উত্তাল ছিল। সেই সময় নদীতে তল্লাশি করা সমস্যার ছিল। জানা গিয়েছে, প্রথমে নিখোঁজ হয় তিনজন। পরে একজন উদ্ধার হয়। এই ঘটনায় এখনও পর্যন্ত দুজন নিখোঁজ রয়েছে বলে স্থানীয় পুলিশ জানিয়েছে। জানা গিয়েছে, বাসন্তীর হোগল নদীতে একটি খালের মধ্যে নোঙর করে রাখা ছিল নৌকোটি। এরপর তল্লাশি শুরু করেছে বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মীরা। ডুবুরি ও নামানো হয়।
দক্ষিণবঙ্গের আবহাওয়া: দক্ষিণবঙ্গে আজও রয়েছে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস। একইসঙ্গে ৩০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। বজ্রবিদ্যুৎসহ হালকা মাঝারি বৃষ্টি চলবে। বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি কলকাতা সহ সব জেলাতেই। রবিবার ঝড় বৃষ্টির পরিমাণ একটু বেশি হবে বলেই অনুমান। সোম ও মঙ্গলবার বিক্ষিপ্তভাবে কয়েক জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস। নিম্নচাপের জেরে বুধবার থেকে ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গে।






















