21 July Poster: 'ডিম-ভাত খেতে যাওয়ার আগে বিমা করিয়ে নিন', হুগলিতে পোস্টার, সংঘাতে তৃণমূল-বিজেপি
Hooghly News: রবিবার কলকাতায় তৃণমূলের ২১ জুলাই সমাবেশ রয়েছে।
সৌরভ বন্দ্যোপাধ্যায়,সপ্তগ্রাম: রাত পোহালেই কলকাতায় তৃণমূলের ২১ জুলাই কর্মসূচি। আর তার আগে হুগলির সপ্তগ্রামে নামহীন পোস্টার দেখা গেল, যাতে লেখা রয়েছে, ২১ জুলাই ডিম-ভাত খেতে ধর্মতলায় যাওয়ার আগে বিমা করিয়ে নেওয়া প্রয়োজন। তৃণমূলের দাবি, এবারও পোস্টারকাণ্ডের নেপথ্যে রয়েছে বিজেপি। পাল্টা বিজেপি-র দাবি, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই ওই পোস্টার। (Hooghly News)
রবিবার কলকাতায় তৃণমূলের ২১ জুলাই সমাবেশ রয়েছে। সেই নিয়ে প্রস্তুতি তুঙ্গে। বাস-ট্রেনে চেপে জেলা থেকে কলকাতা পৌঁছচ্ছেন তৃণমূল নেতা-কর্মী-সমর্থকরা। অন্যান্য জেলার মতো প্রস্তুতি চলছে হুগলিতেও। আর সেই আবহেই হুগলির পোলবা-দাদপুর ব্লকের বিভিন্ন জায়গায় সাঁটা রয়েছে নামহীন পোস্টার। (TMC 21 July Poster)
ওই পোস্টারগুলিতে লেখা রয়েছে, 'যাঁরা ২১ জুলাই ডিম-ভাত খেতে কলকাতা যাচ্ছেন, তাঁর অবশ্যই নিজের বিমা করিয়ে বাড়ি থেকে বেরোবেন'। এ নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। কারণ আগেই তৃণমূলের ২১ জুলাইয়ের সমাবেশে যাওয়া আটকাতে, তাঁদের বাড়ি ঘেরাও করার হুঁশিয়ারি দিয়েছিলেন বিজেপি-র হুগলি সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক সুরেশ সাউ।
আরও পড়ুন: 21 July: ২১ জুলাই একাধিক ট্রেন বাতিল! সোশ্যাল মিডিয়ায় পোস্ট কুণাল ঘোষের; পাল্টা কী জানাল রেল?
গত ১৫ জুলাই সুরেশকে বলতে শোনা যায়, "বিজেপি, বিরোধী দলনেতা এবং আমাদের রাজ্য সভাপতি পরিষ্কার জানিয়েছেন যে ২১ তারিখ এই উচ্ছে, চিংড়ি, লঙ্কা, বেগুন, পটল, যারা অক্সিজেন নিতে ধর্মতলায় পৌঁছয়, তাদের বাড়ির সামনে বিজেপি-র ছেলেরা ঝান্ডা নিয়ে দাঁড়িয়ে থাকবে।" তাই তৃণমূলের দাবি, এই পোস্টারকাণ্ডের নেপথ্যে রয়েছে বিজেপি।
চুঁচুড়ার তৃণমূল বিধায়ক অসিত মজুমদার বলেন, "বিজেপি-র কিছু উচ্চিংড়ে জুটেছে, যাদের কোনও গ্রহণযোগ্যতা নেই সমাজে। রাতে পেটে কিছু পড়লেই, কিছু লিখে বিভিন্ন জায়গায় লাগিয়ে দেয়। সব অসভ্য দল। বিমা কার দরকার, তা ২১ তারিখে বাংলার মানুষ দেখবেন। বিজেপি-র মতো অসভ্য দল ছাড়া এসব আর কে করবে? এটা বিজেপি-রই কাজ।"
বিজেপি যদিও এই অভিযোগ খারিজ করে দিয়েছে। সুরেশের বক্তব্য, "সপ্তগ্রাম তৃণমূলের গোষ্ঠীকোন্দলে ভরে গিয়েছে। তাদের একাট অংশ হয়ত এই ধরনের পোস্টার লাগিয়েছে। যাদের ভোট দিতে দেয়নি তৃণমূল, তারা এই পোস্টার লাগিয়ে তৃণমূলকে বার্তা দিতে চেয়েছে।" এবারের লোকসভা নির্বাচনে হুগলি লোকসবা আসনটি বিজেপি-র থেকে ছিনিয়ে নিয়েছে তৃণমূল। তবে চুঁচুড়া, বলাগড়, সপ্তগ্রাম বিধানসভা আসনে এগিয়ে রয়েছে বিজেপি। ২১ জুলাই নিয়ে পোস্টার ঘিরে দুই দলের মধ্যে ফের সংঘাত দেখা দিয়েছে সেখানে।