Singur News: রাত থেকে নেই বিদ্যুৎ, নাজেহাল সিঙ্গুরের বিস্তীর্ণ এলাকা, সকালে গাড়ি পৌঁছতেই বিক্ষোভ, ছুটে এল পুলিশও
Hooghly News: রবিবার সকালে সিঙ্গুরের বাসুবাটি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বেলিকুলে উত্তেজনা ছড়ায়।

সোমনাথ মিত্র, সিঙ্গুর: তীব্র গরমে নাজেহাল অবস্থা। আর তার দোসর হয়ে উঠেছে অনিয়মিত বিদ্যুৎ পরিষেবা। দমবন্ধকর পরিস্থিতি হুগলির সিঙ্গুরের বেশ কিছু জায়গায়। শনিবার রাত থেকে বিদ্যুৎ নেই সেখানে। রবিবার সকালে বিদ্যুৎ দফতরের গাড়ি পৌঁছতেই ক্ষোভে ফেটে পড়লেন সকলে। গাড়ি আটকে রেখে চলল বিক্ষোভ। পরিস্থিতি এতটাই তেতে ওঠে যে থানা থেকে ছুটে যেতে হয় পুলিশকে। (Singur News)
রবিবার সকালে সিঙ্গুরের বাসুবাটি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বেলিকুলে উত্তেজনা ছড়ায়। বিদ্য়ুৎ না থাকায় কষ্টে রাত কেটেছে গ্রামের বাসিন্দাদের। সকালে বিদ্যুৎ দফতরের গাড়ি দেখে তাই ক্ষোভে ফোটে পড়েন সকলের। গাড়িটিকে ঘিরে ধরে বিক্ষোভ দেখান তাঁরা। তীব্র বাদানুবাদ থেকে পরিস্থিতি ক্রমশই তেতে ওঠে এর পর। খবর যায় সিঙ্গুর থানায়। পরিস্থিতি সামাল দিতে তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ। (Hooghly News)
সিঙ্গুরের বাসুবাটি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বিস্তীর্ণ এলাকায় শনিবার রাত থেকে বিদ্যুৎ নেই বলে জানা গিয়েছে। কাঁসারিপুকুর, শ্রীরামপুর, লক্ষ্মণপুর, রাজারামবাটি, কোলেপাড়া-সহ একাধিক এলাকা বিদ্যুতের সমস্যায় নাজেহাল। গত কয়েক বছর ধরেই এই সমস্যা চলছে বলে জানিয়েছেন গ্রামের বাসিন্দারা। তাঁদের দাবি, গরম পড়লে বিদ্যুতের সমস্যা আরও প্রকট হয়ে ওঠে। মাঝেমধ্যেই বিদ্যুৎ চলে যায়। এক-দু'দিন সেই অবস্থায় কাটে, তার পর ফের বিদ্যুৎ আসে। (Electricity Supply)
এমন অনিয়মিত বিদ্য়ুৎ পরিষেবার ফলে ক্ষয়ক্ষতির মুখেও পড়তে হচ্ছে গ্রামের বাসিন্দাদের। তাঁরা জানিয়েছেন, দিনের মধ্যে একাধিক বার লো ভোল্টেজ থাকে। ভোল্টেজের ওঠাপড়ার জেরে বাড়িতে থাকা বৈদ্যুতিক সরঞ্জামের ক্ষতি হয়েই চলেছে। সঠিক বিদ্যুৎ পরিষেবা মিলছে না বলে একাধিক বার বিদ্যুৎ দফতরের সিঙ্গুর অফিসে আবেদনও জানান স্থানীয় বাসিন্দারা। তার পরও পরিস্থিতির উন্নতি হয়নি।
গতকাল সেই সমস্যার পুনরাবৃত্তি ঘটে। আর তাতেই সকালে বিদ্যুৎ দফতরের গাড়ি দেখে ক্ষুব্ধ হয়ে ওঠেন গ্রামবাসীরা। গাড়ি ঘিরে বিক্ষোভ দেখাতে গিয়ে, নিজেদের দাবিদাওয়া তুলে ধরা হয়। স্থানীয়রা জানান, বিদ্যুৎ দফতরের আধিকারিকদের ঘটনাস্থলে আসতে হবে। আশ্বাস দিতে হবে যে, এখন থেকে সঠিক ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা মিলবে। পুলিশ পরিস্থিতি সামাল দিতে এলে, তাদের সামনেও ক্ষোভ উগরে দেন গ্রামবাসীরা।
রাজ্যে তাপবিদ্যুৎ প্রকল্পের ঘোষণা করতে গিয়ে সম্প্রতি মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, রাজ্যে বিদ্যুতের চাহিদা বেড়ে চলেছে। তাই চাহিদার জোগান দিতে হলে বিদ্যুতের উৎপাদনও বাড়ানো প্রয়োজন। বিদ্যুতের চাহিদার জোগান দিতে নয়া নীতিও গ্রহণ করতে চলেছে রাজ্যে। জোর দেওয়া হচ্ছে সৌরবিদ্যুৎ উৎপাদনেও।






















