Tarakeshwar Shravani Mela: প্লাস্টিক সম্পূর্ণ নিষিদ্ধ, মাইক-বক্স বাজানোও বারণ, ১৩ জুলাই শুরু হচ্ছে শ্রাবণী মেলা
Hooghly News: করোনা কালে জমায়েত এড়াতে গত দু'বছর শ্রাবণী মেলা ছাড়াও, সামাজিক অনুষ্ঠান-সহ পুজো-পার্বণে একাধিক বিধি নিষেধ জারি হয়েছিল।
সোমনাথ মিত্র, হুগলি: অতিমারিতে বন্ধ ছিল দু'বছর। এ বছর, ১৩ জুলাই থেকে ফের শুরু হচ্ছে তারকেশ্বরের শ্রাবণী মেলা (Shravani Mela)। ফলে এ বারে ভক্ত সমাগম অনেক বেশি হবে বলে অনুমান। তাই সেই মতো প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। তারকেশ্বর, হরিপাল, সিঙ্গুর এবং বৈদ্যবাটিতে ধাপে ধাপে প্রশাসনিক বৈঠক চলছে। মেলায় প্লাস্টিক ও মাদকের ব্য়বহার, ডিজে বাজানোর উপর নিষেধাজ্ঞা বসানো হল।
১৩ জুলাই থেকে শুরু হচ্ছে শ্রাবণী মেলা
নতুন করে যে ভাবে সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে, তাতে সরকারের তরফে বিধিনিষেধ জারি করা হলে, মন্দির কর্তৃপক্ষও তা কার্যকর করবেন বলে জানিয়েছেন মঠাধীশ মহন্ত মহারাজ (Tarakeshwar Temple)। এরই সঙ্গে, ভক্ত সমাগম নিয়ন্ত্রণে রাখতে, মন্দিরের অতিরিক্ত চাপ কমাতে, রাস্তায় ধাপে ধাপে ব্যারিকেড বসানো হবে বলে জানিয়েছেন তারকেশ্বর পৌরসভার চেয়ারম্যান উত্তম কুন্ডু।
করোনা কালে জমায়েত এড়াতে গত দু'বছর শ্রাবণী মেলা ছাড়াও, সামাজিক অনুষ্ঠান-সহ পুজো-পার্বণে একাধিক বিধি নিষেধ জারি হয়েছিল (Hooghly News)। তারকেশ্বর মন্দিরে গাজন মেলাও বন্ধ ছিল। তবে এই মুহূর্তে তেমন কোনও বিধিনিষেধ না থাকায়, শ্রাবণী মেলার প্রস্তুতি শুরু হয়েছে সর্ব স্তরে। ইতিমধ্যেই মন্দির কর্তৃপক্ষের সঙ্গে এ নিয়ে বৈঠক হয়েছে প্রশাসনিক স্তরের কর্তা-আধিকারিকদের। দু'দিন আগেই মন্দির চত্বরের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখেন পুলিশ আধিকারিকরা।
আরও পড়ুন: West Burdwan: অন্ডালে নিখোঁজ শিশুর হাত-পা কাটা দেহ উদ্ধার, বিক্ষোভ স্থানীয়দের
তারকেশ্বর মন্দিরের মঠাধীশ মহন্ত মহারাজ জানিয়েছেন, আগামী ১৩ জুলাই গুরু পূর্ণিমা থেকে শ্রাবণী মেলা শুরু হচ্ছে। মেলা চলবে ১৭ অগাস্ট পর্যন্ত। তবে মেলা শুরু হলেও, গর্ভগৃহ বন্ধই থাকবে। চোঙায় জল ঢালতে হবে ভক্তদের। তবে অতিমারির ভয়াবহতা কাটলেও, নতুন করে সংক্রমণ বৃদ্ধি নিয়ে সতর্ক করছেন চিকিৎসকরা। তাই সরকারের তরফে বিধি-নিষেধ জারি করা হলে, বিকল্প চিন্তা-ভাবনা করা হবে।
পুণ্যার্থীদের যাতায়াতের সুবিধার জন্য় রবিবার সিঙ্গুর পঞ্চায়েত সমিতির বৈঠক বসে। ওই বৈঠকে উপস্থিত ছিলেন তারকেশ্বর উন্নয়ন পর্ষদের ভাইস চেয়ারম্যান তথা রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না (Becharam Manna), হুগলি জেলা গ্রামীণ পুলিশের আধিকারিক, সিঙ্গুর ব্লক প্রশাসন, কামারকুন্ডু জিআরপি এবং প্রশাসনের অন্য কর্তা-ব্যক্তিরা। সেখানে মেলা চলাকালীন প্রত্যেক সপ্তাহের শনিবার বেলা ২টো থেকে সোমবার দুপুর ২টো পর্যন্ত বৈদ্যবাটি-তারকেশ্বর রোডে যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে বলে সিদ্ধান্ত গৃহীত হয়েছে। ডানকুনি এবং বর্ধমান থেকে যাঁরা গাড়ি নিয়ে তারকেশ্বর অভিমুখে যাবেন, তাঁদের জন্য বিকল্প রাস্তা কথাও উঠে আসে বৈঠকে।
প্লাস্টিক, মাদকদ্রব্য একেবারে নিষিদ্ধ
বেচারাম বলেন, "সর্বস্তরে বেশ কিছু সিদ্ধান্ত গৃহীত হয়েছে। মেলায় প্লাস্টিকের ব্যবহার করা যাবে না। চলবে না মাদকের ব্যবহারও। তারস্বরে ডিজে, মাইক বাজানো যাবে না। সকলকে নির্দেশ মেনে চলতে অনুরোধ করা হচ্ছে। নজরদারি চালাবে পুলিশ-প্রশাসন।"
তারকেশ্বর পুরসভার চেয়ারম্যান উত্তম কুন্ডু জানিয়েছেন, মেলায় প্লাস্টিকের ব্যবহার সম্পূর্ণ নিষেধ করা হয়েছে। অতিরিক্ত ভিড় থেকে কোন রকম দুর্ঘটনা এড়াতে রাস্তায় ধাপে ধাপে ব্যারিকেড তৈরি করা হবে।