Srabani Mela 2024: তারকেশ্বেরের শ্রাবণী মেলায় ভক্তদের ঢল, আরও ৭ জোড়া বিশেষ ট্রেন পূর্ব রেলের, কবে কখন কোথা থেকে ?
Special Trains For Tarakeswar Srabani Mela 2024 : শ্রাবণী মেলার ভক্তদের সুবিধার জন্য, এবার আরও ৭ জোড়া বিশেষ ট্রেনের ঘোষণা পূর্ব রেলের, কবে কটায় কোথা থেকে ? দেখুন একনজরে
হুগলি: তারকেশ্বেরের শ্রাবণী মেলার (Tarakeswar Srabani Mela 2024) আগত ভক্তদের সুবিধার্থে বড় উদ্যোগ নিয়েছে ভারতীয় রেল। শ্রাবণী মেলার ভক্তদের সুবিধার জন্য, এবার আরও ৭ জোড়া বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে, ঘোষণা পূর্ব রেলের (Eastern Railway)।
শ্রাবণী মেলায় ভক্তদের সুবিধার্থে পাশে দাঁড়াল পূর্ব রেলের, কখন কোথা থেকে বিশেষ ট্রেন ?
তারকেশ্বেরের শ্রাবণী মেলা চলবে ১৯ অগাস্ট। প্রতি বছর এই সময়, শ্রাবণী মেলার আয়োজন করা হয়ে থাকে। মহাদেবের আরাধনার জন্য লক্ষ লক্ষ ভক্ত নানা প্রান্ত থেকে আসেন। তাঁদের সুবিধার কথা ভেবেই এবার পাশে দাঁড়াল পূর্ব রেল।পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, চলতি বছরের শ্রাবণী মেলা উপলক্ষে, হাওড়া এবং তারকেশ্বরের মাঝে আরও ৭ জোড়া বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। মূলত গত ১৭ জুলাই থেকেই বিশেষ ট্রেন চালানো শুরু করেছে পূর্ব রেল। এবার পূর্ব রেলের ঘোষণা, জুলাই মাসের ২২ তারিখ, ২৯ তারিখ এবং অগাস্টের ৫, ১২, ১৯ তারিখে এই বিশেষ ট্রেনের পরিষেবা থাকছে।
আগামী মাসেও থাকছে পরিষেবা
আগামী সপ্তাহ থেকে প্রত্যেক সোমবার এই বিশেষ ট্রেন চালাবে পূর্ব রেল। ১৯ জুলাই অবধি এই পরিষেবা পাওয়া যাবে। তারকেশ্বর থেকে হাওড়া যাওয়ার ট্রেনটি ১১টা ৩৫ নাগাদ ছাড়বে এবং দুপুর ১ টা ৫ নাগাদ পৌঁছবে। হাওড়া থেকে তারকেশ্বর যাওয়ার ক্ষেত্রে, এই বিশেষ ট্রেনটি দুপুর ১ টা ২০ নাগাদ ছেড়ে যাবে । পৌঁছবে দুপুর ২ টা ৫০ নগাদ।তবে হাওড়া-তারকেশ্বর রুটের পাশাপাশি শেওড়াফুলি-তারকেশ্বর রুটে এই বিশেষ ট্রেনের পরিষেবা আগেই ঘোষণা করেছে পূর্ব রেল।
আরও পড়ুন, ট্রেকিং জানলেও সহজ নয়, ভারতের সবচেয়ে কষ্টের তীর্থ যাত্রাগুলির মধ্যে অন্যতম কেদারনাথ
শেওড়াফুলি-তারকেশ্বর রুটেও থাকছে এই স্পেশাল ট্রেন
পূর্ব রেল সূত্রে খবর, শেওড়াফুলি ও তারকেশ্বর রুটে ৪ টি সময়ে এই স্পেশাল ট্রেনগুলির পরিষেবা মিলবে। শেওড়াফুলি থেকে সকাল ৬ টা ৫৫ মিনিট, সকাল ৯টা ২০ মিনিট, বিকেল ৪টে ২০ মিনিট এবং সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে বিশেষ ট্রেনগুলি ছাড়বে। এবং তারকেশ্বর থেকে শেওড়াফুলি আসার জন্য, ভোর ৫ টা ৫৫ মিনিট, সকাল ৮ টা ১০ মিনিট, দুপুর ২টা ৫০ মিনিট এবং সন্ধ্যা ৬ টা ৪০ মিনিটে স্পেশাল ট্রেনগুলি পাওয়া যাবে।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।