এক্সপ্লোর
Toughest Pilgrimages: ট্রেকিং জানলেও সহজ নয়, ভারতের সবচেয়ে কষ্টের তীর্থ যাত্রাগুলির মধ্যে অন্যতম কেদারনাথ
Toughest Pilgrimages In India : ভারতের যতগুলি তীর্থযাত্রা রয়েছে, তার মধ্যে অন্যতম চ্যালেঞ্জিং হল অমরনাথ যাত্রা, দেখুন একনজরে...
ট্রেকিং জানলেও সহজ নয়, ভারতের সবচেয়ে কষ্টের তীর্থ যাত্রাগুলির মধ্যে অন্যতম কেদারনাথ
1/10

ভারতের যতগুলি তীর্থযাত্রা রয়েছে, তার মধ্যে অন্যতম চ্যালেঞ্জিং হল অমরনাথ যাত্রা।
2/10

সমুদ্রতল থেকে অনেক উপরে এটি। প্রায় ১৩ হাজার ফুট উপরে এটি। শ্রীনগরে অবস্থিত।
3/10

তবে কঠিনতম এই তীর্থযাত্রার ক্ষেত্রে শারীরিকভাবে ফিট থাকা খুবই জরুরি। বিশেষ করে শ্বাসকষ্ট, উচ্চ রক্তচাপ থাকলে চিকিৎসকের পরামর্শ নেওয়া উঠিত। সেক্ষেত্রে এড়িয়ে যাওয়া ভাল হবে।
4/10

অনেকেই প্রায়শই ট্রেকিং করেন, সেক্ষেত্রেও কেদারনাথ যাত্রা কম কঠিন পথ নয়।
5/10

সমুদ্র পৃষ্ঠ থেকে এটিও অনেক উপরে অবস্থিত। হিন্দু ধর্মের মধ্যে অন্যতম তীর্থস্থান হল কেদারনাথ।
6/10

কঠিনতম তীর্থ যাত্রার মধ্যে আরও একটি হল বদ্রীনাথ। এটি ভারতের উত্তরাখণ্ড রাজ্যে অবস্থিত।
7/10

সমুদ্রপৃষ্ঠ থেকে এটিও ১০ হাজারেরও বেশি ফুট উপরে অবস্থিত। তীব্র শীতে প্রতিকূল আবহাওয়ার জন্য এটি বন্ধ রাখা হয়।
8/10

বৈষ্ণোদেবী মন্দিরে যেতেও কম কসরত করতে হয় না। এটি সমুদ্রপৃষ্ঠ থেকে ৫ হাজার ৩০০ ফুট উপরে অবস্থিত।
9/10

দীর্ঘ ১৩ কিমি চড়াই উতরাই পথ পাড়ি দিয়ে বৈষ্ণোদেবী মন্দিরে পৌঁছোনো সম্ভব।
10/10

যদিও অনেক বয়স্ক তীর্থ যাত্রীরা খচ্চর, পালকি করে সফর করেন।
Published at : 16 Jul 2024 04:53 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement























