Hooghly News: করোনার প্রকোপ হুগলিতেও, সংক্রমিত পোলবা হাসপাতালের চিকিৎসক এবং নার্স
Hooghly News: হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, আক্রান্তদের মধ্যে জ্বর, সর্দি এবং মাথার যন্ত্রণার উপসর্গ দেখা দেয়। কোভিড পরীক্ষা করাতে রিপোর্ট পজিটিভ আসে।
সৌরভ বন্দ্যোপাধ্যায়, হুগলি: স্বাস্থ্যক্ষেত্রে করোনার (COVID-19) প্রকোপ মারাত্মক হয়ে ধরা দিয়েছে। দ্বিতীয় টিকা নিয়েও এ বার করোনায় আক্রান্ত হলেন হুগলির (Hooghly News)পোলবা (Polba) হাসপাতালের চিকিৎসক এবং নার্সদের একাংশ। হাসপাতালের তিন নার্স এবং এক জন চিকিৎসকের শরীরে কোভিড সংক্রমণ ধরা পড়েছে। তাঁরা বাড়িতে নিভৃতবাসে রয়েছেন।
পোলবার ব্রলক মেডিক্যাল অফিসার কৌশিক মণ্ডল জানিয়েছেন, পোলবা-দাদপুর ব্লকে সংক্রমণ ক্রমশ বাড়ছে। মঙ্গলবার পুর্যন্ত সেখানে আক্রান্তের সংখ্যা ১৬-য় এসে ঠেকেছে। আক্রান্তদের মধ্যে ১৩ জনেরই দু’টি করে টিকা নেওয়া হয়ে গিয়েছিল। বাকি তিন জনের একটি করে টিকা নেওয়া হয়েছে।
ওমিক্রন ঘিরে আতঙ্কের মধ্যেই সংক্রমণ উত্তরোত্তর বেড়ে চলেছে রাজ্যে। তবে বেশিরভাগ ক্ষেত্রেই রোগীদের উপসর্গ থাকছে মৃদু। পোলবা হাসপাতালের আক্রান্ত চিকিৎসক এবং নার্সের ক্ষেত্রেও তার অন্যথা হয়নি বলে জানা গিয়েছে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, আক্রান্তদের মধ্যে জ্বর, সর্দি এবং মাথার যন্ত্রণার উপসর্গ দেখা দেয়। কোভিড পরীক্ষা করাতে রিপোর্ট পজিটিভ আসে। এ ছাড়াও, বেশ কিছু জনের মধ্যে স্বাদ চলে যাওয়া, গন্ধ চলে যাওয়ার মতো উপসর্গ দেখা গিয়েছে বলে খবর। তবে অধিকাংশের মধ্যেই এমন কোনও সমস্যা দেখা দেয়নি।
আরও পড়ুন: South 24 Parganas News: মাস্ক ছাড়া বেরোলেই পদক্ষেপ, সংক্রমণ বৃদ্ধিতে চার দিন বন্ধ সোনারপুর বাজার
পোলবা-দাদপুর পঞ্চায়েত সমিতির সভাপতি টিয়া পাত্র জানান, ইতিমধ্যেই পোলবা-দাদপুর পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে ১২টি গ্রাম পঞ্চায়েতের প্রধানকে নিয়ে বৈঠক হবে। সেখানেই ঠিক হবে পরবর্তী পদক্ষেপ। প্রত্যেক গ্রাম পঞ্চায়েতের প্রধান নিজ নিজ এলাকায় মাইকিং করাবেন। যে সমস্ত ব্যবসায়ী ব্যবসা করছেন, তাঁদের দোকানের সামনে যেন ব্যারিকেড দেওয়ার ব্যবস্থা থাকে। দূর থেকে যেন প্রত্যেক খরিদ্দারকে জিনিস দেওয়া হয়।
পাণ্ডুয়া গ্রামীণ হাসপাতালেও চিকিৎসক এবং নার্স মিলিয়ে ৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন। পাণ্ডুয়া গ্রামীণ হাসপাতালের ব্লক মেডিক্যাল অফিসার মঞ্জুর আলম জানিয়েছেন, পাণ্ডুয়া ব্লকে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৭। গোটা এলাকাকে জীবাণুমুক্ত করা হচ্ছে।
গত ২৪ ঘণ্টায় হুগলিতে নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ৪০০ জন। এখনও পর্যন্ত সেখানে মোট সংক্রমিতের সংখ্যা ৯০ হাজার ৬৬৬। সবমিলিয়ে মারা গিয়েছেন ১ হাজার ৪২ জন করোনা রোগী।